ঢাবি ভর্তি সার্কুলার ২০২৫ | DU Admission Circular

রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ গ্রাজুয়েশন প্রোগ্রামের জন্য। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্ন পূরণের একটি প্রতিষ্ঠান এটি। প্রত্যেক বছর প্রকাশিত ঢাবি ভর্তি সার্কুলার শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় দরজা খুলে দেয়। যার ফলে শিক্ষার্থীরা বিভিন্ন অনুষদে এবং বিভাগে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন। ঢাবি ভর্তি সার্কুলার 2025 এর থেকে ভর্তির পরীক্ষার তারিখ, মানবন্টন এবং আবেদনযোগ্যতা সহ অন্যান্য প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদনের সময়সীমা
প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পক্ষ নির্দিষ্ট একটি সময়সূচি ঘোষণা করেন। যা ঢাবি সার্কুলার এর মূল অংশ হিসাবে প্রকাশ হয়। এই সময় সুচির উপর নির্ভর করে শিক্ষার্থীদের প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া পরিচালনা করা হয়। আর এ বিষয়গুলো চলে সম্পূর্ণ অনলাইনে। আমরা সর্বশেষ সার্কুলার থেকে প্রকাশিত তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি।
গত কয়েকদিন আগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আবেদন প্রক্রিয়া সাধারণত এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ করতে হয়। যেমন বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য মতে আবেদন শুরু হবে আগামী ১৯ অক্টোবর থেকে আর আবেদন প্রক্রিয়ার চলমান থাকবে ১৬ই নভেম্বর পর্যন্ত রাত ১১টা ৫৯ মিনিট। ভর্তি পরীক্ষাগুলো বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে ২৮ নভেম্বর থেকে এবং পরীক্ষা শেষ হবে ২০ নভেম্বর পর্যন্ত।
এই সময়সূচীটি শিক্ষার্থীদের জন্য অতি গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম গুলো না করলে তাহলে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হারাবে। দাবি ভর্তি সার্কুলার প্রকাশের সাথে অফিসিয়াল ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ঢাবি ভর্তির ন্যূনতম যোগ্যতা
প্রত্যেকটি ইউনিটে সুনির্দিষ্ট ন্যূনতম শিক্ষা যোগ্যতা থাকতে হয়। তাহলে এই কেবলমাত্র এখানে আবেদন করার যোগ্যতা রাখেন তারা। ঢাবি ভর্তি সার্কুলারে এই যোগ্যতা স্পষ্টভাবে দেওয়া রয়েছে। যার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান ইউনিট: এসএসসি ও এইচএসসি উভয়ের পরীক্ষায় চতুর্থ বিষয়ে সহ মোট পয়েন্ট ৮ পেতে হবে। এটি জিপিএ অনুসারে হয়ে থাকে। তবে কোন একটি পরীক্ষাতে ৩.৫ এরকম থাকতে পারবেনা।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: এই ইউনিটে আবেদনের জন্য উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ অন্যতম ৭.৫ পয়েন্ট থাকা লাগবে। আর আলাদা পরীক্ষার নূন্যতম ৩ দশমিক ০ পয়েন্ট হতে হবে।
ব্যবসা শিক্ষায় ইউনিট: সর্বমোট জিপিএ ৭.৫ পয়েন্ট থাকলে এখানে আবেদন করার সুযোগ পাবে।
তবে যারা বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য পয়েন্টের ভিন্নতা রয়েছে।
ঢাবি ভর্তি সার্কুলার ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে এই পরীক্ষার মানবন্টন এবং পরীক্ষার পদ্ধতি। নিচে এই ভর্তি পরীক্ষার মানবন্টন ও পরীক্ষার পদ্ধতির সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন ও পরীক্ষার পদ্ধতি
উল্লেখিত সার্কুলারে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেয়া হয়েছে। যা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সহায়ক। ভর্তি পরীক্ষায় সাধারণত লিখিত ও বহু নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এখানে শুধুমাত্র বহু নির্বাচন নিতেও হতে পারে যা নির্দিষ্ট বছরের সার্কুলার এর উপর নির্ভর করে। আর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০০ নম্বর এবং ২০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয় মৌখিক পরীক্ষা।
এই পরীক্ষা রয়েছে নেগেটিভ মার্ক। প্রত্যেক ভুলের জন্য ০.২৫ নম্বর করে কাটা হবে। তাই এগুলো দাগানোর বিষয় অবশ্যই সতর্ক থাকতে হবে।
ঢাবি ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া
DU Admission Circular এ প্রকাশের পর আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আর এখানে আবেদন করার জন্য admission.eis.du.ac.bd এই ওয়েবসাইটটিতে ঢুকতে হবে। এখন আবেদন করার বিভিন্ন ধাপগুলো তুলে ধরছি।
- সরাসরি ভর্তির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে। উপরে যে লিংক দেওয়া রয়েছে আপনারা সরাসরি সেই লিংকে প্রবেশ করুন। এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- এখানে দিতে হবে ব্যক্তিগত তথ্য, মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বছর, রেজিস্ট্রেশন নম্বর, বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর সহ অন্যান্য তথ্যগুলো।
- পরে ধাপটিতে অবশ্যই নির্দিষ্ট সাইজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এ বিষয়টিও অবশ্যই আবশ্যিক।
- তারপর শিক্ষাগতাও অনুযায়ী বিভিন্ন ইউনিট নির্বাচন করতে হবে। আর যদি কটা থাকে তাহলে সেটাও স্পষ্টভাবে উল্লেখ করা লাগবে।
- সর্বশেষে ধাপে পেমেন্ট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই আবেদন ফি প্রদান করা সম্ভব হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার সংক্রান্ত প্রশ্ন (FAQ)
ঢাবি ভর্তি সার্কুলার ২০২৫-২০২৬ কখন প্রকাশিত হয়?
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা এখন থেকে আবেদন করতে পারবেন এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এর শেষ তারিখ।
ঢাবিতে আবেদনের জন্য নূন্যতম কত পয়েন্টে প্রয়োজন?
নূন্যতম ৭.৫০ পয়েন্ট পেলে এখানে আবেদন করতে পারবেন। বিভিন্ন ইউনিটে বিভিন্ন ভর্তি যোগ্যতা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি অনলাইনে জমা দেওয়ার পদ্ধতি কি?
পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ কিংবা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।



