ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ কবে অনুষ্ঠিত হবে

একবার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। কারণ এবারে পূর্বে তুলনায় অনেক আগে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে একটি ধারণা দেওয়া হয়েছে। তারাই প্রেক্ষাপটে আমরা এই বিষয়টি এখন আলোচনায় রেখেছি।
সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বলা হয়ে থাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়। যেখান থেকে মানুষ প্রতি বছর বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে বের হন এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলে আপনাকে অবশ্যই একজন ভালো শিক্ষার্থী এবং যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী হতে হবে। যেমন প্রয়োজন নূন্যতম এসএসসি ও এইচএসসির ফলাফলের শিক্ষাগত যোগ্যতা। এরপর প্রয়োজন হবে ভর্তি পরীক্ষা যারা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে তারাই কেবল চূড়ান্তভাবে এখানে ভর্তি হতে পারবেন। বিগত বছর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এ ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল প্রায় দুই মাস ব্যাপী এই ভর্তি পরীক্ষা চলমান ছিল। কিন্তু এবারের জানিয়েছেন যে তার আগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ডিসেম্বরের মধ্যেই ভর্তি পরীক্ষার সম্পন্ন করবেন এমনটাই জানা যাচ্ছে।
এই বিষয় নিয়ে আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে বৈঠক বসবে। সেই বৈঠকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে। যতটা সম্ভব তারা খুব দ্রুত এই ভর্তি কার্যক্রম শেষ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন।