অনার্স ৪র্থ বর্ষ মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন ২০২৩ | Development of Muslim art and Painting

অনার্স ৪র্থ বর্ষ মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন ২০২৩

অনার্স ৪র্থ বর্ষ মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন ২০২৩ & Development of Muslim art and Painting নিয়ে এসেছি আমরা ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য। ‌এই সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ে পরিপূর্ণ একটি গাইডলাইন পেয়ে যাবে। যার মাধ্যমে সে ভালো ফলাফল করতে সক্ষম হয়।

একজন শিক্ষার্থীর পড়াশোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূল পাঠ্যপুস্তক বই। এই বই পড়লে তারা যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে। তবে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হলে শিক্ষার্থীদের অবশ্যই পাঠ্য বইয়ের পাশাপাশি সাজেশন পড়তে হবে। একজন শিক্ষার্থীকে কেবলমাত্র সাজেশনে পারে তার পরিপূর্ণ ধারণা দিতে এবং পরীক্ষায় ভালো ফলাফল করার সহযোগিতা করতে।

এছাড়া আমাদের ওয়েবসাইটে রয়েছে বিষয়বস্তুক আলাদা আলাদা সাজেশন। যদি এই সাজেশনগুলো বাইরে থেকে নিতে চান তাহলে এর মূল্য পড়বে ১৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত। ‌ কিন্তু আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন সাজেশনগুলো। ‌ তাই দেরি না করে এখনই সাজেশন গুলো ডাউনলোড করে পড়ে নিন।।

অনার্স ৪র্থ বর্ষ মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন ২০২৩ | Development of Muslim art and Painting

ক বিভাগ

  • কখন লিপি শৈল্পের চরম উৎকর্ষ সাধিত হয়?
  • মুঘল চিত্রকলার বিখ্যাত একজন চিত্রকরণের নাম লিখুন।
  • সাফাতি যুগের বিখ্যাত একজন চিত্রকরণের নাম লিখুন।
  • তালিক শব্দের অর্থ কি?
  • কুফিক রীতি বলতে কি বুঝেন?
  • লিখন শিল্প কি?
  • নাদির উল আসর কার উপাধি ছিল?
  • ইলখানি আমলের সর্বশ্রেষ্ঠ পান্ডুলিপির নাম কি?
  • মেসোপটেমিয় চিত্রকলা বলতে কি বুঝেন?
  • মুসলিম চিত্রকলার বড় উৎস কি কি?
  • কোন ধরনের পান্ডুলিপি দাস্তান ই আমির হামজা?
  • কালিলা ওয়া দিমনা গ্রন্থ কে রচনা করেছেন?
  • মেটিরিয়া মেডিকা গ্রন্থ কে রচনা করেন?
  • ত্রিমাত্রিক পদ্ধতি বলতে কি বুঝেন?
  • টেরাকোটা কাহাকে বলা হয়?
  • ফ্রেস্কো বলতে কি বুঝায়?
  • মুসাব্বির শব্দের অর্থ কি?
  • কার আমলে মুঘল চিত্রকলার ইতিহাস কে স্বর্ণযুগ বলা হয়?
  • খাজা আব্দুস সামাদ তিনি কে ছিলেন?
  • রিজাই আব্বাসী তিনি কে ছিলেন?
  • সুলতান মাহমুদ তিনি কে ছিলেন?
  • বুস্তা গ্রন্থ এর রচয়িতা কে?
  • কোন মুসলিম চিত্রকারক কে প্রাচ্যের রেফেল বলা হয়?
  • মীর সৈয়দ আলী কোন যুগের এবং কোন চিত্রশালার একজন বিখ্যাত চিত্রকর ছিলেন তিনি?
  • তৈমুরিয় চিত্রকলার দুটি স্কুলের নাম লিখ।
  • জালাইরি বংশ ধ্বংস করে কে?
  • মুনজির দিওয়ান এর চরিত্র রীতি প্রভাব দেখান।
  • রশিদ কে ছিলেন?

খ বিভাগ মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন ২০২৩

  • তুঘরা লিখন পদ্ধতির পরিচয় দিন।
  • লিপি কলায় ইবনে মাকলার অবদান লিখুন।
  • কুফিক লিখন পদ্ধতির পরিচয় দিন ‌
  • খাজা আব্দুস সামাদ কে ছিলেন?
  • জালায়েরি চিত্র কর্মের মূল বৈশিষ্ট্য লিখুন।
  • কাপিলা ওয়াদিমনার ওপরে টীকা লিখুন।
  • মোহাম্মদ আল ওয়াসিতির বৈশিষ্ট্য উল্লেখ করুন।
  • কপটিক চিত্রকলার পরিচয় দিন।
  • কুসাইর আমার দেয়াল চিত্রাবলির বিষয়বস্তু লিখুন।
  • ফ্রেস্কো চিত্রকলা সম্পর্কে লিখুন।
  • চিত্রকলা ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি দেখান।
  • মুসলিম চিত্রকলা বলতে কী বোঝানো হয়?
  • মুঘল প্রতিকৃতি অঙ্কন সম্পর্কে ধারণা দিন।
  • মুঘল চিত্রশিল্পে ইউরোপীয়দের উপাদান সময় চিহ্নিত করুন।
  • মুঘল চিত্রকলা সম্পর্কে লিখুন।
  • তৈমুরীয় চিত্রকলার বিকাশে সিরাজের ভূমিকা নির্ধারণ করুন।
  • চিত্রশিল্পী হিসাবে রিজা ই আব্বাসির কৃতিত্ব লিখুন।
  • চিত্রকর সুলতান মাহমুদের কৃতিত্ব লিখুন ‌‌
  • ওস্তাদ মুহাম্মদির চিত্রকলার বৈশিষ্ট্য উল্লেখ করুন।
  • চিত্রশিল্পী কামাল উদ্দিন এর মূল্যায়ন করুন ‌

গ বিভাগ ( মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন )

  • চিত্রকলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন।
  • ওয়ারাকাত বলতে কি বুঝেন? মুসলিম সমাজে একজন হস্তশিল্পীর মর্যাদা কি রূপ তা ব্যাখ্যা করুন।
  • আরবি লিপিমালায় কৃফি, নাসখ এবং নাসতালিক লিখন পদ্ধতির পরিচয় দিন ‌
  • ইসলামী লিপি শিল্পের ক্ষেত্রে একটি নিবন্ধন রচনা করুন।
  • লিপি কলা কি এবং ইসলামী লিপি কলার বিকাশ ও রীতি‌ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।
  • প্রতিকৃতি সম্পর্কে লিখুন। শাহজাহানের আমলে প্রতিকৃতি চিত্রাবলী সম্পর্কে উল্লেখ করুন।
  • মুকুল চিত্রকলার বিকাশে দাস্তান ইন আমির হামজার গুরুত্ব নিরূপণ করুন।
  • মুঘল চিত্রকলার ক্রম বিকাশ ও উৎপত্তি ইতিহাস বর্ণনা করুন।
  • মুঘল চিত্র কলার ইতিহাসের তাব্রিজ চিত্রশালার ভূমিকা দেখান। মুঘল চিত্রকলার ক্রমে বিকাশ ও উৎপত্তির ইতিহাস ব্যাখ্যা করুন। ‌
  • ওস্তাদ মুহাম্মাদির চিত্রকলার বৈশিষ্ট্য উল্লেখ করুন।
  • চিত্রকলার উন্নয়নের ক্ষেত্রে কামাল উদ্দিন এর অবদান মূল্যায়ন করুন। ‌
  • চিত্রশিল্পী হিসেবে কামাল উদ্দিন বিহজাদের কৃতিত্ব দেখান।
  • পান্ডুলিপির উল্লেখ্য পূর্বক জালায়েরি চিত্রকর্মের বৈশিষ্ট্য লিখুন।
  • তৈমুর যুগে মুসলিম চিত্রকলার চরম উন্নতি পর্যায়ে পৌঁছেছিল কথাটি ব্যাখ্যা করুন।
  • মাকামাতে হারিরির উল্লেখপূর্বক মেসোপটেমীয় চিত্রকলার বর্ণনা দিন।
  • মেসোপটেমীয় সাধারণ চিত্রকলার বৈশিষ্ট্য লিখুন।
  • চিত্রকলার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করুন।

অনার্স ৪র্থ বর্ষ মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য পরীক্ষার সাজেশন পেতে আমাদের হোম পেজের সাজেশন ক্যাটাগরি দেখুন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version