অনার্স ৪র্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন ২০২৩ | Development of Muslim Architecture and Archaeology

অনার্স ৪র্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন ২০২৩ | Development of Muslim Architecture and Archaeology

আর মাত্র কয়েকদিন বাকি এবং অনুষ্ঠিত হতে যাচ্ছে অনার্স ফাইনাল পরীক্ষা। ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে অনার্স ৪র্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন ( Development of Muslim Architecture and Archaeology ) । ‌এই বিষয়টি হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের একটি বিষয়। ‌

অনার্স ৪র্থ বর্ষ মুসলিম শিল্প ও চিত্রকলার ক্রমোন্নতি সাজেশন ২০২৩ | Development of Muslim art and Painting

যে সকল শিক্ষার্থী এ বিষয়ে পড়াশোনা করে তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌কারণ এই আর্টিকেলের মাধ্যমে শিক্ষার্থীরা উক্ত বিষয়ে সকল সাজেশন পেয়ে যাবে অধ্যায় ভিত্তিকভাবে। প্রত্যেক শিক্ষার্থীদের উচিত পরীক্ষার পর্বে একবার হলেও সাজেশন গুলো অনুসরণ করা।‌ কারণ এর মাধ্যমে তার পরীক্ষার ফলাফল তুলনামূলকভাবে আরও ভালো হওয়ার সম্ভাবনা থেকে যায়। ‌ প্রকৃতপক্ষে সাজেশন হচ্ছে একটি সহায়ক বই। ‌

অনার্স ৪র্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন ২০২৩ | Development of Muslim Architecture and Archaeology

ক বিভাগ

  • পরি বিবির সমাধি কোথায় দেওয়া হয়?
  • ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোথায় অবস্থিত?
  • ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় কাকে?
  • তাজমহল কয় গম্বুজ বিশিষ্ট একটি দালান বা ইমরাত?
  • তাজমহল কোথায় অবস্থিত?
  • দিল্লির জামে মসজিদ প্রতিষ্ঠা করেন কে?
  • “আড়াই দিনকা ঝোপড়া” এ মসজিদ এর প্রতিষ্ঠাতা কে?
  • কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন?
  • মদিনা মসজিদের নির্মাতা কে?
  • মসজিদের স্থাপত্য কে মাকসুরা প্রবর্তন করেন?
  • মিম্বর বলতে কি বুঝায়?
  • মিহরাব কাকে বলা হয়?
  • টেরাকোটা বলতে কী বোঝায়?
  • খিলান অর্থ কি?
  • মুসলমানদের জন্য প্রথম কেবলা কোনটি?
  • কাবা অর্থ কি?
  • কোন মসজিদকে আদর্শ মসজিদ বলা হয়ে থাকে?
  • আর্কিওলজি অর্থ কি?
  • দিল্লির কুওয়াতুল মসজিদ কে নির্মাণ করেছিলেন?
  • কর্ডোভা মসজিদ প্রতিষ্ঠা করেন কে?
  • কে আবু দুলাফ মসজিদ নির্মাণ করেছিলেন?
  • আবু দুলাফ মসজিদ কোন শহরে নির্মাণ করা হয়?
  • মানারা আল মালবিয়া শব্দের অর্থ কি?
  • পৃথিবীর সর্ববৃহৎ জামে মসজিদ কোনটিকে বলা হয়?
  • কুসায়ের আমরা প্রাসাদ কিসের জন্য বিখ্যাত?
  • দামেস্ক মসজিদের প্রতিষ্ঠাতা কে?
  • উমাইয়া স্থাপত্য কোন অঞ্চলের প্রভাব বেশি?
  • কুফা নগরীর গড়াপত্তন কে করেন?
  • দারুল ইমারা কোন মসজিদে ছিল?

খ বিভাগ

এখন আমরা জানবো এ বিভাগের মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন সম্পর্কে। ‌ ষযেগুলো থেকে অধিকাংশ প্রশ্ন গুলো কমন পড়ে থাকে।

  • ভারতের প্রত্নতত্ত্বে জেনারেলের অবদান লিখুন।
  • রাজশাহীর বাঘা মসজিদ সম্পর্কে লিখুন।
  • কুতুব মিনার সম্পর্কে একটি টীকা লিখুন।
  • কুফা মসজিদের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • মদিনা মসজিদের বৈশিষ্ট্য লিখুন।
  • মুর্শিদের মাকসুরা ও স্থাপত্য প্রয়োগ সম্পর্কে লিখুন।
  • মসজিদ স্থাপত্যে সাহনের এবং জুল্লার স্থান নির্দেশ করুন।
  • মসজিদ স্থাপত্যের ক্ষেত্রে মিহরাবের গুরুত্ব লিখুন।
  • বিভিন্ন ধরনের খিলানের বিবরণ দিন।
  • প্রত্নতত্ত্ব পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন। ‌
  • প্রত্নতত্ত্ব কাকে বলা হয়?
  • কুওয়াতুল ইসলাম মসজিদের নান্দনিক সৌন্দর্য বর্ণনা করুন।
  • কুওয়াতুল ইসলাম মসজিদ এর সৌন্দর্য সম্পর্কে লিখুন।
  • ইস্পাহান জামে মসজিদের স্থাপিতিক বৈশিষ্ট্য লিখুন।
  • আহমদ ইবনে তুলুন মসজিদের মেসোপটেমীয় উপাদানগুলো লিখুন।
  • কুব্বাত আস সুলাইবিয়ার উপরে একটি টীকা লিখুন।
  • মানারা আল মালবিয়া বলতে কি বুঝেন?
  • আব্বাসী মসজিদের ৫টি বৈশিষ্ট্য লিখুন।
  • কুসায়ের আমরা আপনার সাথে স্থাপত্য বৈশিষ্ট্যগুলো লিখুন।
  • ফুস্তাত জামে মসজিদের পূর্ণনির্মাণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।

অনার্স ৪র্থ বর্ষ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সাজেশন

গ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন

  • ভারতীয় প্রত্নতত্ত্বের ক্রমবিকাশ ক্ষেত্রে জেনারেল কানিং হামের অবদান মূল্যায়ন করুন।
  • বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের অলংকারিক এবং স্থাপতিক বৈশিষ্ট্য বর্ণনা করুন।
  • ইবনে তুলুন মসজিদের বৈশিষ্ট্য বর্ণনা করুন।
  • আব্বাসী মসজিদ এবং উমাইয়া মসজিদের স্থাপত্য তুলনামূলক আলোচনা করুন।
  • আবু দুলাফ মসজিদের স্থাপতি বৈশিষ্ট্য বর্ণনা করুন।
  • মানারা আল মালবিয়া উল্লেখ্যপূর্বক সামাররা জামে মসজিদের স্থাপতিক বর্ণনা দিন।
  • আব্বাসী মসজিদের স্থাপত্যের বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • কুসায়ের মসজিদের স্থাপতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করুন।
  • দামেস্কর জামে মসজিদের বিবরণী দিন এবং এটিকে পূর্ণাঙ্গ মসজিদ বলা হয় কেন?
  • কুব্বাত আস সাখরার স্থাপতিক বৈশিষ্ট্যের বিবরণী দিন।
  • উমাইয়া স্থাপত্যের বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন।
  • উমাইয়া স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন।
  • আদর্শ নকশার মসজিদ বলতে কি বুঝানো হয় ব্যাখ্যা করুন।
  • কাবা শরীফের স্থাপত্যিক ইতিহাসের বিবরণী দিন।
  • প্রত্নতত্ত্ব বলতে কী বোঝানো হয় এবং প্রত্নতত্ত্ব পাঠের গুরুত্ব ব্যাখ্যা করুন।
  • ফুস্তাত জামে মসজিদের নির্মাণ এবং পুননির্মাণের বিবরণ লিখুন।
  • কুফা জামে মসজিদের নির্মাণ এবং পুনঃনির্মাণের বর্ণনা দিন।

এই আর্টিকেলের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারলেন অনার্স ৪র্থ বর্ষ মুসলিম স্থাপত্য ও প্রত্নতত্ত্বের ক্রমোন্নতি সাজেশন ২০২৩ সম্পর্কে। আরো অন্যান্য বর্ষ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাজেশন গুলো দেখতে আমাদের হোমপেজ এর সাজেশন ক্যাটাগরিটি দেখুন।

বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া সাজেশন ৪র্থ বর্ষ | Legislative Process suggestion 2023

অনার্স ৪র্থ বর্ষ বাংলা ছোটগল্প সাজেশন ২০২৩ | Bengali Short Stories suggestion 2023

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version