ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সাজেশন ২০২৩ | Degree Geography 5th Paper Suggestion

ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সাজেশন: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভূগোল ও পরিবেশ এর পঞ্চম পত্রের সিলেবাস প্রথমে আমি শেয়ার করলাম । অনেক students আছেন নিয়মিত ক্লাস করতে পারেননি বিশেষ করে উনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

ডিগ্ৰি তৃতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সিলেবাস ও সাজেশন ২০২৩

Course Title….. দক্ষিন এশিয়ার আঞ্চলিক ভূগোল ( বাংলাদেশ বাদে)।

১…দক্ষিন এশিয়ার সূচনা / পরিচয়:

ভৌগলিক অবস্থান।

জাতীয় সীমানারেখা, সামাজিক ও অর্থনৈতিক উপাত্তসমূহ।

২…..দক্ষিণ এশিয়ার ভৌত পরিবেশ:

ভু- প্রকৃতি।

জলবায়ু ।

পয়: প্রনালী।

উদ্ভিদ সমূহ।

খনিজ এবং শক্তির উৎস।

৩….দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পরিবেশ।

জনসংখ্যা বৃদ্ধি ,বন্টন এবং বৈশিষ্ট্য। ডিগ্রি ৩য় বর্ষ ভূগোল ও পরিবেশ পঞ্চম পত্রের সাজেশন

  • অর্থনৈতিক: ধান ,গম তুলা ,আখ এবং চা উৎপাদন বন্টন।
  • প্রধান শিল্প ,লৌহ ,ইস্পাত,বুনন ,ক্ষমতা ও শক্তি ( উৎপাদন ও বন্টন)
  • যাতায়াত ব্যবস্থা : রাস্তা ,রেলপথ ,নদীপথ এবং আকাশপথ।
  • ব্যবসা বাণিজ্য ( আন্ত: ও বহি: বানিজ্য)।

সার্কের সূচনা:

সার্কের গঠন ।

লক্ষ্য ও উদ্দেশ্য।

আন্তর্জাতিক সহযোগিতায় প্রধান সমস্যা সমূহ‌।

ডিগ্রি ৩য় বর্ষ সাজেশন:

ডিগ্ৰি ৩য় বর্ষ ইসলামিক স্টাডিজ ৫ম পত্র সাজেশন

ডিগ্রি ৩য় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ৫ম পত্র সাজেশন 

ডিগ্রি ৩য় বর্ষ সমাজবিজ্ঞান ৫ম পত্র সাজেশন 

ভুগোল ও পরিবেশের পঞ্চম পত্রের সাজেশন ২০২৩:

ক বিভাগের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নাবলী ।

প্রশ্ন: দক্ষিন এশিয়ার মূল ভুখন্ডের সর্বশেষ দক্ষিন প্রান্তের নাম কি?

উত্তর : কুমারীকা অন্তরীপ।

প্রশ্ন: রোহিঙ্গারা কোন অঞ্চলের অধিবাসী ?

উত্তর : মিয়ানমারের আরাকানের বা দক্ষিন এশিয়ার।

প্রশ্ন: কাশ্মির কোন কোন দেশের দ্বারা শাসিত?

উত্তর : ভারত ও পাকিস্তান।

প্রশ্ন: ভারতের সাত বোনের রাজ্যগুলোর নাম কি?

উত্তর: আসাম , মেঘালয়, ত্রিপুরা , মিজোরাম।

প্রশ্ন: দক্ষিন এশিয়ার কোন কোন দেশের উপর কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?

উত্তর : বাংলাদেশ ,ভারত ও পাকিস্তান।

প্রশ্ন: ইলোরা ও অজান্তা পাহাড়ের অবস্থান কোথায়?

উত্তর : ভারত ও পাকিস্তান।

প্রশ্ন: রানীগঞ্জ কয়লা খনি কোথায় অবস্থিত?

উত্তর : বাংলাদেশ।

প্রশ্ন: সুলেমান ক্ষীরতর পর্বতমালা কোথায় অবস্থিত?

উত্তর : পাকিস্তান ,ফারাবি হাসান।

প্রশ্ন: জৈন ধর্মের অনুসারী প্রধান অবস্থান কোথায়?

উত্তর : ভারত।

প্রশ্ন: দক্ষিন এশিয়ার স্থল বেষ্টিত দেশগুলোর নাম কি?

উত্তর : নেপাল ,ভূটান, আফগাস্তান,।

প্রশ্ন: কোন জায়গাকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়?

উত্তর : নারায়নগঞ্জকে।

প্রশ্ন: সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: নেপালের কাঠমন্ডুতে।

প্রশ্ন: শ্রীলংকার জলবায়ু কেমন?

উত্তর: ক্রান্তিয় মৌসুমীয়।

খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ২০২৩:

  • দক্ষিন এশিয়ার জনসংখ্যা বন্টন সংক্ষেপে লিখ?
  • সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য লেখ?
  • দক্ষিণ এশিয়ার প্রধান শিলাগুলোর নাম লিখ?
  • দক্ষিণ এশিয়ার কৃষির শ্রেনী বিভাগ লিখ?
  • জলবায়ু অঞ্চল হিসাবে পার্বত্য অঞ্চল সম্পর্কে সংক্ষেপে লিখ?
  • দক্ষিন এশিয়ার চা ও খনিজ উৎপাদনের সংক্ষেপে আলোচনা কর?
  • দক্ষিন এশিয়ার পরম ও আপেক্ষিক অবস্থান লিখ?
  • দক্ষিন এশিয়ার চারটি প্রধান গিরিখাতের নাম ও দৈর্ঘ লিখ?
  • সার্কভুক্ত দেশের বিরাজমান সমস্যার তালিকা লিখ?

গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন ২০২৩:

  • সার্কের দেশসমূহের প্রধান প্রধান সমস্যাসমূহ আলোচনা কর?
  • দক্ষিন এশিয়ার কৃষির বিবরণী দাও?
  • দক্ষিন এশিয়ার ধান ও পাট উৎপাদন ও বন্টনের নাম লিখ?
  • দক্ষিণ এশিয়ার জনসংখ্যা বন্টন আলোচনা কর?
  • সার্ক কি? এর গঠন ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারনের এর ভূমিকা আলোচনা কর?
  • দক্ষিন এশিয়ার প্রধান শিল্পের নাম লিখ এবং একটি শিল্পে্র বিবরন দাও?
  • দক্ষিন এশিয়ার বনজ সম্পদের বিবরণী দাও?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সাজেশন ও সিলেবাসে খুবই গুরুত্বপূর্ণ সবগুলো খেয়াল করে পড়লে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন এবং আমাদের ব্লগে ডিগ্ৰি সব বর্ষের সিলেবাসে ও সাজেশন শেয়ার করা হয়েছে আপনারা শেয়ার করবেন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

Also Read Degree 3rd Year Suggestions

ডিগ্ৰী ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন

Degree 3rd Year English Suggestion ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version