ডিগ্ৰী ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৩ | Degree 3rd Year Political Science Suggestion 2023  

ডিগ্ৰী তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান, বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্ৰামীন রাজনীতি পঞ্চম পত্রের সাজেশন ২০২৩

ডিগ্ৰী তৃতীয় বর্ষের সাজেশন রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন ২০২৩: ডিগ্ৰী তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য আমার এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ডিগ্ৰী ছাত্র-ছাত্রী সবাই কিন্তু কলেজে নিয়মিত ক্লাস করেননা অনেকেই কিন্তু অনেক চাকরিতে নিয়োজিত ।তাই সবার জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রবিজ্ঞান, বাংলাদেশের স্বানীয় সরকার ও গ্ৰামীন রাজনীতি: ডিগ্ৰী ৩য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সাজেশন ২০২৩

Course Content:

  • স্থানীয় সরকার অধ্যায়ন পদ্ধতি সমূহ।
  • বাংলাদেশের স্থানীয় সরকার: স্থানীয় পরিষদের ঐতিহাসিক ক্রমবিকাশ ।
  • স্থানীয় পরিষদের কাঠামো : আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কাঠামোর মধ্যে সম্পর্ক।
  • বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীলতা: সিদ্ধান্ত গ্ৰহন প্রক্রিয়া ,স্থানীয় অর্থনীতির ব্যবস্থাপনা ,স্থানীয় পর্যায়ের পরিকল্পনা।
  • স্থানীয় স্তরে রাজনীতি: উদীয়মান সামাজিক ও নৃতাত্ত্বিক গঠন/ কাঠামো,…. গ্ৰামীন ক্ষমতা কাঠামো, তোষামোদের রাজনীতিতে নেতৃত্বের ধরন ,… বিভক্তিকরনের রাজনীতি,….. পোষ্য ও পোষ্ট সম্পর্ক।
  • বিকেন্দ্রীকরন ও সামাজিক পরিবর্তন: গ্ৰামীন উন্নয়ন ও সমস্যা …. সমস্যা ও প্রবনতাসমূহ…. রাজনৈতিক অংশগ্রহণ।

রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের এই হলো সিলেবাস সিলেবাসটি ভালো করে খেয়াল করে বুজে বুজে পড়লে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন।

দর্শন তৃতীয় পত্রের সাজেশন ডিগ্রি ২য় বর্ষ

রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্ৰামীন রাজনীতি, পঞ্চম পত্রের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন :

  • সালিশ কি?
  • পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?
  • উপজেলার প্রশাসনিক প্রধান কে?
  • Littele Republic কাকে বলে?
  • সুশাসন কি?
  • ” The mind and society ” গ্ৰহ্নটির রচয়িতা কে?
  • চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
  • আনুষ্ঠানিক নেতা কে?
  • পোষক কে?
  • VGF এর পূর্ণরূপে কি? উঃ… Vulnerable Group Feeding.
  • কুমিল্লা মগেল কে প্রতিষ্ঠা করেন?
  • NGO এর পূর্ণরূপে কি?
  • VAID এর পূর্ণরূপে কি?
  • সিদ্ধান্ত গ্ৰহনের প্রথম ধাপ কি?
  • ইউনিয়ন পরিষদের কয়জন নির্বাচিত সদস্য থাকেন?
  • Community power structure এর রচয়িতা কে?
  • উপছজেলা ব্যবস্থা কে প্রর্বতন করেন?

বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্ৰামীন রাজনীতির সংক্ষিপ্ত যেসব প্রশ্নগুলোর সাজেশন শেয়ার করলাম সেগুলোর মধ্যে অবশ্যই কমন পড়বে এবং প্রতিটি ছাত্র-ছাত্রী আপনাদের পাঠ্য বই এর সবগুলো Topics ভালো করে খেয়াল করে পড়বেন ।

Also Read: Degree 3rd Year English Suggestion: ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি সাজেশন

রচনামূলক প্রশ্নাবলী , বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্ৰামীন রাজনীতি।

  • গ্ৰামীন উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর?
  • স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যাকার দ্বন্দের কারন সমূহ আলোচনা কর?
  • ইউনিয়ন পরিষদের গঠন ,ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর?
  • বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা কর?
  • বাংলাদেশের গ্ৰামীন উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষন করে?
  • বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর?
  • বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ আলোচনা কর?
  • স্থানীয় সরকারকে কার্যকর করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা কর?

এই ছিল ডিগ্ৰী তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের সাজেশন প্রিয় ডিগ্ৰী ছাত্র-ছাত্রী আপনাদের জন্য এই সাজেশন টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর এই সাজেশন এর পাশাপাশি আপনারা রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের সবগুলো অধ্যায় ভালোভাবে পড়লে অবশ্যই যেকোন পাঠ থেকে প্রশ্ন করলে উঃ দিতে পারবেন তাই সাজেশন হলো করার সাথে সাথে অধ্যায় গুলো ও ভালো ভাবে জানতে হবে।

Also Read: ডিগ্রি ৩য় বর্ষ বইয়ের তালিকা ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version