ডিগ্রি ২য় বর্ষ মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ২০২৩ | Degree 2nd year Psychology 4th Paper Suggestion

Degree 2nd year Psychology 4th Paper Suggestion

ডিগ্রি ২য় বর্ষ মনোবিজ্ঞান ৪র্থ পত্র সাজেশন ২০২৩, Degree 2nd year Psychology 4th Paper suggestion: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ শেয়ার করলাম মনোবিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশন আপনারা যারা ডিগ্ৰি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারা অনেকেই ক্লাস করতে পারেনি তাই তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মনোবিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশন ২০২৩:

মনোবিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশন ২০২৩ শেয়ার করলাম আপনারা ফ্রিতে ডাউনলোড করুন আমাদের ওয়েবসাইট থেকে এসএসসি তথা এইচএসসির সকল বিষয়ের সাজেশন এবং গাইড।

  • মনোবিজ্ঞান : ভূমিকা,সমাজ মনোবিজ্ঞানের সংজ্ঞা,সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু,সমাজ মনোবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক, সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের সম্পর্ক,সমাজ মনোবিজ্ঞানের ব্যবহৃত পদ্ধতিসমূহ।
  • সামাজীকীকরন : সামাজিকীকরণের শিক্ষন প্রক্রিয়া , সামাজিককীরনের মাধ্যম বা বাহন , সামাজিককীরনের উপর সংস্কৃতির প্রভাব।
  • মনোভাব : মনোভাবের সংজ্ঞা, মনোভাবের গঠন, মনোভাবের পরিবর্তন।
  • মানবীয় যোগাযোগ: মানবীয় যোগাযোগের প্রক্রিয়া,বাচনিক বা মৌখিক এবং অবাচনিক বা অমৌখিক যোগাযোগ।
  • নেতৃত্ব: নেতৃত্বের সংজ্ঞা,,একটি ভালো বা উত্তম নেতৃত্বের বৈশিষ্ট্য,নেতার প্রকারভেদ।
  • যৌথ আচরন: জনমত,জনতা,গুজব,প্রচারনা, পূর্ব সংস্কার।
  • সামাজিক দল বা বৈশিষ্ট্য: দলের সংজ্ঞা,দলের প্রকারভেদ,দল এবং জনমতের প্রত্যক্ষন‌।

মনোবিজ্ঞান চতুর্থ পত্রের ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ২০২৩:

সমাজ মনোবিজ্ঞানের জনক কে ?

উত্তর :সমাজ মনোবিজ্ঞানের জনক কার্ট লুইন।

দি রিপাবলিক গ্ৰন্থটির রচয়িতা কে?

উত্তর : ” দি রিপাবলিক গ্ৰন্থটির রচয়িতা প্লেটো।

সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি পদ্ধতির নাম কি?

উত্তর : সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি পদ্ধতির নাম হচ্ছে,ক… পর্যবেক্ষণ পদ্ধতি ,খ… পরীক্ষণ পদ্ধতি।

সামাজিক শিখন প্রক্রিয়াকে এককথায় কি বলা হয় ?

উত্তর : সামাজিক শিখন প্রক্রিয়াকে এককথায় জীবনব্যাপি প্রক্রিয়া বলা হয়।

  • সামাজিকীকরনের প্রক্রিয়া গুলো কি কি?
  • সামাজিকীকরনের মাধ্যম গুলো কি কি?
  • মনোভাবের মাধ্যমগুলো কি কি?
  • যোগাযোগের ধাপসমূহ কি কি?
  • পৃথিবীতে কোন ধরনের নেতৃত্ব সর্বাধিক সমাদৃত?
  • আন্তগৌষ্টি কাকে বলে?
  • জনমত গঠনে শক্তিশালী মাধ্যম কোনটি?

মনোবিজ্ঞান চতুর্থ পত্রের খ, বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ২০২৩:

  • সমাজমনোবিজ্ঞান বলতে কি বুঝ?
  • বিজ্ঞান হিসাবে সমাজ মনোবিজ্ঞানের চারটি বৈশিষ্ট্য লিখ!
  • সামাজিকীকরন বলতে কি বুঝ?
  • ভূমিকা শিক্ষণ কি?
  • মনোভাব মতামত ও মূল্যবোধ ব্যাখা?
  • শিশুর সামাজিককীরনে ধর্মের ভুমিকা ব্যাখা কর?
  • সফল নেতার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর?
  • জনমত গঠনে বেতার ও টেলিভিশনের ভূমিকা আলোচনা কর?.

মনোবিজ্ঞান চতুর্থ পত্রের গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ :

  • সমাজ মনোবিজ্ঞানের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা কর?
  • সামাজিকীকরনের মাধ্যম গুলো আলোচনা কর?
  • সমাজ মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক আলোচনা কর?
  • সামাজিকীকরনের মাধ্যম হিসেবে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর?
  • মনোভাব কি? মনোভাব গঠনের প্রক্রিয়াগুলো আলোচনা কর?
  • একজন আদর্শ নেতার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর?
  • জনমত গঠনের মাধ্যম গুলো আলোচনা কর?
  • গুজব কি? কিভাবে গুজব ছড়ায় তা ব্যাখা কর?
  • সামাজিক দল কি ? সামাজিক দলের গুরুত্ব আলোচনা কর?
  • মনোভাব কি ? মনোভাবের প্রক্রিয়াগুলো আলোচনা কর?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আপনাদের ডিগ্ৰি দ্বিতীয় বর্ষের মনোবিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশন এবং সম্পূর্ণ সিলেবাসে আপনারা সবাই আমাদের সাথে থেকে বিষয়গুলো আরো জানুন ও শিখুন যদি আমরা আপনাদের কাজে সহায়তা করতে পারি তাহলে উপকৃত হবো ।কোন ভূল থাকলে কমেন্টে জানাবেন।

ডিগ্রি ৩য় বর্ষ বইয়ের তালিকা ২০২৩ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রীর রেগুলেশন ২০২৩ | ডিগ্রি ভর্তির যোগ্যতা, গ্রেডিং সিস্টেম, ডিগ্রী ভর্তির নিয়মাবলী

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version