ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৩ | Degree 1st Year Social Work 1st Paper Suggestion 2023

ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন

ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট তা হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র সাজেশন । আপনাদের ডিগ্ৰি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা চলছে তাই এ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সাজেশন ।আমারা সবগুলো বিষয়ের সাজেশন দেয়ার চেষ্টা করছি আজ শেয়ার করলাম সমাজকর্ম প্রথম পত্র ।

ডিগ্ৰি প্রথম বর্ষ সমাজকর্ম প্রথম পত্র সাজেশন:

প্রিয় ডিগ্ৰি প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জন্য বিশেষ শটকাট সাজেশন শেয়ার করলাম যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

সমাজকর্ম প্রথম পত্র .. ক বিভাগ।

  • ১:সমাজকর্মে ব্যাক্তি কে?
  • উত্তর:সমস্যাগ্ৰস্থ ব্যাক্তি বা Client
  • খ: psychology শব্দটি গ্ৰিক কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
  • উত্তর: psyche ও logos .
  • গ:’ Cos ‘ এর পূর্ণরূপে কি?
  • উত্তর : Charity organization society.
  • ঘ: সমাজকর্ম শিক্ষার অগ্ৰদূত কে ছিলেন?
  • উত্তর: মেরি রিচমন্ড।
  • ঙ: বাংলাদেশে সমাজকর্মের যাত্রা শুরু হয় কত সালে?
  • উত্তর: ১৯৫৩ সালে।
  • বৃত্তি বলতে কি বুঝ?
  • উত্তর : বৃত্তি বলতে জীবিকা অর্জনের যেকোন উপায়ে বুঝায়।
  • psychology of social work গন্থের লেখক কে?
  • উত্তর : Paul tillich.
  • 1601 সালের দারিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল?
  • উত্তর :১৮৩৪ সালে।
  • আমেরিকায় দান সংগঠন সমিতি কখন গড়ে ওঠে?
  • উত্তর :১৮৭৭।
  • ব্রাক্ষ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে?
  • উত্তর : রাজা রাম মোহন রায়।
  • ঋণ সালিশি বোর্ড প্রতিষ্টা করেন কে?
  • উত্তর :শেরে বাংলা এ কে ফজলুল হক।
  • কলা কি?
  • তেভাগা শব্দের অর্থ কী?

Also See: ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশাবলী ২০২৩

Also Read: : ডিগ্রি ১ম বর্ষ অর্থনীতি ১ম পত্র সাজেশন ২০২৩

ডিগ্ৰি প্রথম বর্ষ সমাজকর্ম প্রথম পত্র খ বিভাগ :

  • সমাজকর্ম ও সমাজকল্যানের পার্থক্য কি?
  • সমাজসংস্কার বলতে কি বুঝ?
  • চিরস্থায়ী বন্দোবস্ত কি?
  • মোহামেডান লিটারেরি সোসাইটি কি?
  • পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য কি?
  • নওয়াব ফয়জুন্নেসা কে ছিলেন?
  • সামাজিক পরিবর্তন কারন গুলো কি?
  • সামাজিক আইনের গুরুত্ব কি?
  • সামাজিক পরিবর্তন কি?
  • পেশার বৈশিষ্ট্য সমূহ?
  • সামাজিক আইনের কার্যাবলী আলোচনা কর?
  • মধ্যযুগে ভারতের বেসরকারি সমাজকল্যান কার্যক্রম গুলো লিখ?

Also Read: ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন

সমাজকর্ম প্রথম পত্র গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর;

  • সমাজকর্মের পরিধি আলোচনা কর?
  • অর্থনীতির সংজ্ঞা দাও? অর্থনীতি ও সমাজকর্মের সম্পর্ক লেখ?
  • বাংলাদেশে আধুনিক সমাজকর্মের ইতিবৃত্তি আলোচনা কর?
  • কল্যান রাষ্ট্র কি? কল্যান রাষ্ট্রের কার্যাবলী আলোচনা কর?
  • আলীগর আন্দোলনের প্রভাব লেখ?
  • হাজী শরীয়ত উল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত?
  • সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়?
  • ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যাবস্থার বিকাশে বিভারিজ রিপোর্টের ব্যবধান আলোচনা কর?
  • ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের প্রধান ধারাসমূহ আলোচনা কর?

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আয়োজন আপনাদের জন্য ডিগ্ৰি পাস সার্টিফিকেট কোর্স পরীক্ষা যারা দিবেন তাদের জন্য এই সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকুন।

সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন ডিগ্রি ১ম বর্ষ ২০২৩

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version