ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন | Degree 1st year Political Science 2nd Paper Suggestion 2023

ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন

ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র সাজেশন, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন ডিগ্ৰী প্রথম বর্ষ: সুপ্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য ডিগ্ৰী প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন শেয়ার করলাম আশা করি এই সাজেশন থেকে কমন পড়বে তবে কেবল সাজেশন নির্ভর হলে হবেনা নিজেকে অবশ্যই সব বিষয় সম্পর্কে ভালোকরে বিস্তারিত জানতে হবে ।Degree 1st year Political Science 2nd Paper Suggestion 2023

রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা

রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র এর সাজেশন :

ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী:

  • একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
  • সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লিখ?
  • সংবিধান প্রতিষ্টার কয়টি পদ্ধতি আছে?
  • এরিষ্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি?
  • মন্ত্রিপরিষদ শাসিত সরকারের আরেক নাম কি?
  • গনতন্ত্রের বিপরীতে রূপ কি?
  • ক্ষমতার স্বতন্ত্রীকণ নীতির প্রবক্তা কে?
  • নির্বাচন পদ্ধতি কয়প্রকার?
  • নির্বাচকমণ্ডলী কারা?
  • সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
  • চাপসৃষ্টিকারী গোষ্ঠির প্রধান লক্ষ্য কি?
  • জনমত বলতে কি বুঝ?
  • সরকার বলতে কি বুঝায়?

ডিগ্ৰী প্রথম বর্ষের শিক্ষার্থী আপনারা আরেকটি বিষয় খেয়াল রাখবেন কারন এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর ও অনেক সহজ তাই পড়ে শিখে তারপর লিখবে বার বার যেমন,

একটি চাপ সৃষ্টি কারী গোষ্ঠীর নাম বনিক সমিতি এই ছোট্র লাইনটি পড়বে শিখবে আবার লিখবে ।

  • ব্রিটেনের সংবিধান কোন‌ প্রকৃতির?
  • ব্রিটেনের সাংবিধানিক নাম কি?
  • মার্কিন আইনসভার নাম …… কংগ্রেস।
  • সংবিধান প্রতিষ্টার পদ্ধতি সমূহ ব্যাখা কর?
  • সংবিধানের প্রধান্যরক্ষার উপায় সমূহ আলোচনা কর?
  • সাংবিধানিক সরকার বলতে কি বুঝ?
  • সরকার বলতে কি বুঝ?
  • গনতন্ত্র বলতে কি বুঝায়?
  • সংসদীয় সরকারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
  • বিচারবিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ?
  • বিচারবিভাগের স্বাধীনতা বলতে কি বুঝ?
  • প্রথা কি?
  • ” রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেননা ” ব্যাখা কর?
  • নিয়ন্ত্রন্ ও ভারসাম্য নীতি বলতে কি বুঝ?
  • মার্কিন সিনেটের ক্ষমতা ও কার্যাবলী লিখ?
  • মার্কিন রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ব্যিখা কর?
  • কেবিনেটের একনায়কতন্ত্র কি?
  • ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ ব্যাখা কর?

খ বিভাগ : রচনামূলক প্রশ্নাবলী।

  • সংবিধান কি ? সংবিধান প্রতিষ্টার পদ্ধতি সমূহ আলোচনা কর?
  • একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর?
  • গনতন্ত্রের সংজ্ঞা দাও ? গনতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা কর?
  • গনতন্ত্র ও একনায়কতন্ত্রের পার্থক্য আলোচনা কর?
  • “ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরন সম্ভব নয় এবং বাঞ্চিয় নয় ” উক্তিটি ব্যাখা কর?
  • আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধির কারনসমূহ ব্যাখা কর?
  • আইনসভা কাকে বলে ? আইনসভার কার্যাবলী আলোচনা কর?
  • আধুনিককালে আইনসভার ক্ষমতাহ্রাসের কারন সমূহ আলোচনা কর?
  • নির্বাচকমণ্ডলীর সংজ্ঞা দাও? আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলী ভূমিকা আলোচনা কর?
  • রাজনৈতিক দল কি ? রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা কর?
  • বিরোধী দল কাকে বলে? আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা আলোচনা কর?
  • নির্বাচকমণ্ডলী কে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন ব্যাখা কর?
  • মার্কিন সিনেটকে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয় কেন? আলোচনা কর?
  • জাতীয় নেতা হিসেবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা কর?
  • মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর?
  • ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারনসমূহ ব্যাখা কর?
  • নির্বাচকমণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলার কারন সমূহ আলোচনা কর?

ডিগ্ৰী ছাত্র-ছাত্রীদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন প্লিজ আপনারা সাজেশন টি ফলো করার পাশাপাশি বিষয়ভিত্তিক সব পিট সম্পর্কে ভালো করে খেয়াল করে পড়বেন এবং ফাঁক সম্পর্কে ধারনা থাকলে যে পাট থেকেই প্রশ্ন আসুক না কেন অবশ্যই পারবেন ।

ডিগ্রি ১ম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র সাজেশন

ডিগ্রি ১ম বর্ষ রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র সাজেশন

সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাজেশন ডিগ্রি ১ম বর্ষ

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version