ডিগ্রি ১ম বর্ষ ভূগোল ১ম পত্র সাজেশন ২০২৩ | Degree 1st Year Geography 1st Paper Suggestion

ডিগ্ৰি প্রথম বর্ষ প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ ( প্রথম পত্র সাজেশন): হে শিক্ষার্থী গন আপনাদের সুস্বাগতম ।আজ শেয়ার করলাম ডিগ্ৰি প্রথম বর্ষের প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের সাজেশন । প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ এই বিষয়টির সূচিপত্র সমূহ এবং তার শটকাট সাজেশন ও পেতে আমাদের সাথেই থাকুন ।

ডিগ্ৰি প্রথম বর্ষ প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ প্রথম পত্র সাজেশন ও সূচিপত্র সমূহ আমি শেয়ার করলাম

  • ১ : অর্থনৈতিক ভূগোলের ভূমিকা।
  • ২: উৎপাদনে অর্থনৈতিক ভূগোল।
  • ৩: প্রাথমিক পর্যায়ের কার্যাবলী: সংগ্ৰহ মূলক ,শিকার ,কাঠ সংগ্রহ,মাছ ধরা ,খনি খনন ও যাযাবর / পশুচারণ।
  • কৃষি : বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্য এবং বিভিন্ন প্রকার পণ্যদ্রব্যের কেস স্টাডি যেমন:ধান,গম,তুলা ,পাট,ইক্ষু ,রাবার ও চা।
  • দ্বিতীয় পর্যায়ের কার্যাবলী:
  • বিশ্বের শক্তি সম্পদের উন্নয়ন ও বন্টন ।
  • প্রস্ততকারী বা শ্রমশক্তি: বৈশিষ্ট্যাবলি ,শিল্পের উন্নয়ন,বিকাশে ভৌগলিক ও আর্থ সামাজিক উপাদানসমূহ।
  • বিশ্বের প্রধান শিল্প ও উৎপাদন শীল অঞ্চল।
  • কিছু শিল্পের উপর কেস স্টাডি পদ্ধতি : লৌহ ও ইস্পাত শিল্প, পোশাক শিল্প,বস্ত্র/ বয়ন শিল্প ,ডেইরি ও মিশরের খামার শিল্প।

তৃতীয় পর্যায়ের কার্যাবলী:

পরিবহন ও বাণিজ্য: আঞ্চলিক ও আন্তর্জাতিক ধরন।

আঞ্চলিক অর্থনীতিতে বানিজ্য ও তার প্রভাব।

Recently Published Degree 1st Year Suggestion 2023:

চতুর্থ পর্যায়ের কার্যাবলী:

মোট দেশজ উৎপাদন,মোট জাতীয় উৎপাদন, উৎপাদন ও পরিবর্তন, বাংলাদেশ সম্পর্কে বিশেষ উল্লেখসহ খাত ওয়ারি ও সার্বিক উন্নয়নে অর্থনৈতিক প্রতিষ্টান ও সেগুলোর ভূমিকা।

প্রিয় ডিগ্ৰি শিক্ষার্থী আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রাকৃতিক ভূগোল ও পরিবেশ এই বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ topics আপনারা সবগুলো বিষয় ভালো করে খেয়াল করে পড়বেন এবং বেশি বেশি করে খেয়াল করলে অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের সাথেই থাকুন।

Degree 1st Year Suggestion 2023

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version