যারা চবি ঘ ইউনিট আসন বিন্যাস ২০২৩ ( CU D unit seat plan ) খুঁজতেছেন তাদের জন্য এই আর্টিকেলটি গুরুত্বপূর্ণ। কারণ চবি ভর্তি পরীক্ষার সকল তথ্য এবং চবি ডি ইউনিট আসন বিন্যাস ২০২৩ আর্টিকেলটির মূল বিষয়।
বেশ কয়েক মাস আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছিল। এরপর অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে থাকেন। আর এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাধারণত কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়ে থাকে। যেমন এ ইউনিট, ডি ইউনিট। তবে গত ১৬ এবং ১৭ই মে ইতিমধ্যে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর গতকাল এ ইউনিট এর ফলাফল প্রকাশিত করা হয়েছে। এ বিষয় নিয়ে আমাদের ওয়েবসাইটেতে একটা আর্টিকেল প্রকাশিত করা হয়েছে। আর্টিকেলটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
চবি এ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | CU A unit admission result 2023
তবে এ ইউনিটের পরীক্ষার ফলাফল সারা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। কারণ অর্ধেকের কম শিক্ষার্থী পাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। অফিসিয়াল নোটিশ অনুসারে জানা গেছে মাত্র 45% শিক্ষার্থী ৪০ নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় হয়েছে উত্তীর্ণ। সুতরাং ডি ইউনিটের শিক্ষার্থীদের বলবো আরো ভালোভাবে নিজেকে প্রিপারেশন করে তুলতে।
চবি ঘ ইউনিট আসন বিন্যাস ২০২৩ | CU D unit seat plan 2023
প্রত্যেক শিক্ষার্থীর উচিত পরীক্ষার পরবে তার সিট প্লানগুলো দেখে নেওয়া। কারণ পূর্ব থেকে যদি দেখা না হয়, তাহলে পরীক্ষায় কেন যে প্রশ্নের পর তার আসন খুঁজে বের করতে বেশ সময় লেগে যায়। মনে হয় অনেকে পরীক্ষার শুরু হওয়া পর্যন্ত সিট খুঁজে পান না। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার মন-মানসিকতা অনেকে হারিয়ে ফেলে। এজন্য সবার উচিত পরীক্ষার আগের দিন ওয়েবসাইট থেকে নিজের আসন বিন্যাসটি দেখে নেওয়া। তাহলে পরীক্ষায় কেন্দ্রে পৌঁছানো মাত্রই সে তার আসনটি খুঁজে পাবে। নিচের লিংকে ক্লিক করে আসন বিন্যাসটি দেখে নিন।
উপরের এই লিংকগুলোতে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। এখান থেকে এক ক্লিকের মাধ্যমে আপনি এই pdf ফাইল গুলো দেখে নিতে পারবেন। আর প্রয়োজনে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনার বন্ধু বান্ধবের সাথে এটি শেয়ার করে নিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে ২০২৩। প্রথম শিফট অনুষ্ঠিত হবে সকাল ৯ঃ৪৫ হতে। দ্বিতীয় শিফট অনুষ্ঠিত হবে বিকেল ২টা ১৫ মিনিট হতে।
চবি ডি ইউনিট মানবন্টন
আপনারা উপরে দেখলেন চবি ঘ ইউনিট আসন বিন্যাস ২০২৩ এবং CU D unit seat plan 2023. এখন শিক্ষার্থীদের জন্য এই ডিপার্টমেন্টের মানবন্টন তুলে ধরা হচ্ছে। এ মান বন্টন দেখে তারা নিজেদেরকে বিভিন্ন বিষয়ের প্রিপারেশন করে তুলতে পারবে।
- বাংলা ৩০ নম্বর
- ইংরেজি ৩০ নম্বর
- সাধারণ জ্ঞান ২০ নম্বর
- বিশ্লেষণ দক্ষতা ২০ নম্বর
- সর্বমোট ১০০ নম্বর
শিক্ষার্থীদের অবশ্যই ৪০ নম্বর পেয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর থেকে কম নম্বর পেলে শিক্ষার্থীরা অকৃতকার্য বলে গণ্য হবে। উপরের চবি ডি ইউনিট আসন বিন্যাস ২০২৩ তথ্যগুলো ব্যতীত অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে সেগুলোর প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল।
ডি ইউনিটের কোন কোন সাবজেক্ট রয়েছে?
অর্থনীতি, সমাজতত্ত্ব, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, নৃ বিজ্ঞান
লোক প্রশাসন, রাজনীতি বিজ্ঞান। সব সাবজেক্ট মিলে মোট ৮৫১ টি সিট রয়েছে।
ডি ইউনিটের ভর্তি পরীক্ষা কবে?
ডি ইউনিটে ভর্তি পরীক্ষা আগামী ২২ মে ২০২৩।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পাস নম্বর কত?
পাশ নম্বর হচ্ছে ৪০ নম্বর।