আপনি কি Textnow account খোলার নিয়ম অথবা How to create Textnow account সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। কারণ আর্টিকেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন টেক্সট নাও অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং কিভাবে তা ব্যবহার করতে হয়। আসুন তাহলে দেরি না করে দেখে নেই বিস্তারিত সকল তথ্য।
What is Textnow?
যাদের Textnow account সম্পর্কে কোন ধারণা নেই বা জানা নেই ইতিপূর্বে তাদের জন্য সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। এটি হচ্ছে এমন এক ধরনের একাউন্ট যা ব্যবহার করে একজন ব্যবহারকারী খুব সহজে এবং ফ্রিতে অন্যজনের নিকট এসএমএস বা ফোনে কথা বলতে পারবে। আর এটি শুধুমাত্র ব্যবহার করা যায় আমেরিকান নম্বরগুলোতে। পূর্বে এটি সম্পূর্ণ ফ্রি থাকলেও বর্তমানে এটি প্রিমিয়াম করে দেওয়া হয়েছে।
পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক ২০২৩ | Malaysia visa Check
তবে আমাদের এই পদ্ধতিতে অ্যাকাউন্ট তৈরি করলে আপনি ফ্রিতে একাউন্ট ব্যবহার করার সুবিধা পাবেন অতি সহজে। আসুন নিচে থেকে আমরা দেখে নেই কিভাবে এই এখন ব্যবহার করতে হয় সে বিষয়ে সম্পর্কে।
Textnow account খোলার নিয়ম | How to create Textnow account
আপনি এই প্লাটফর্মে যদি একাউন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্টারনেট যুক্ত একটি ডিভাইস নিতে হবে। এখানে আপনি Textnow Apk mode এবং ওয়েব ভার্সন পেয়ে যাবেন। আপনি যেকোন একটি সোর্স ব্যবহার করে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
Textnow Signup
এখানে একাউন্ট তৈরি করার জন্য প্রথমে আপনাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে অথবা TextNow create এই লিংকে প্রবেশ করতে হবে। লিংকে প্রবেশ করার পর সেখানে দেখতে পারবেন Buy a Sim Card নামের একটি অপশন। তারপর এই অপশনে প্রবেশ করুন।
উপরের অপশনটিতে প্রবেশ করার পর সেখানে আপনার বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দিতে হবে। অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য, মোবাইল নম্বর, ঠিকানা, পেমেন্ট তথা। তবে এখানে শুধু পেপাল এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে একাউন্ট খুলতে হবে।Textnow account খোলার নিয়ম & How to create Textnow account এর গুরুত্বপূর্ণ ধাপ এটি। নিচের ছবির মত আপনারা অপশন গুলো দেখতে পারবেন।
উপরের সকল তথ্যগুলো ইনপুট করার পর Complete order এই অপশনটিতে প্রবেশ করতে হবে। এই অপশন এ ক্লিক করার পর অটোমেটিক ভাবে আপনার ব্রাউজার থেকে জিমেইলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে সাইনআপ করে নিতে হবে। ব্যাস এভাবেই আপনার একাউন্টটি তৈরি হয়ে গেল।
How to get free Textnow Number / Textnow Log in
উপরের পদ্ধতিতে একাউন্ট তৈরি করার পর এরপর আবার হোমপেজে ফিরে আসবেন সেখানে দেখতে পারবেন Log in Textnow নামের একটি অপশন। এরপর এই অপশনে প্রবেশ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন। সকল তথ্য দিয়ে লগইন করার পর আপনাকে একটি ফ্রি নম্বর দিয়ে দিবে। সে ক্ষেত্রে আপনি কোন এরিয়ার নম্বর চাচ্ছেন সে এরিয়া কোড এখানে প্রবেশ করাতে হবে। এরপর আপনার কাঙ্খিত এরিয়া কোড অনুসারে কয়েকটি নম্বর দেয়া হবে সেখান থেকে আপনার পছন্দের নম্বরটি নির্বাচন করুন এবং নম্বরটি পেয়ে যান।
How to change TextNow number?
Textnow account খোলার নিয়ম & How to create Textnow account ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হচ্ছে নাম্বার পরিবর্তন করার নিয়ম। কারণ এখানে বিভিন্ন সময় এর নাম্বার পরিবর্তনের দরকার হয়ে যায়। তবে এক্ষেত্রে নতুন একাউন্ট তৈরি করা ভালো। তবে আপনি যদি না পারেন তাহলে প্রোফাইলে প্রবেশ করুন এরপর সেটিং থেকে একাউন্ট অপশনে প্রবেশ করুন এবং নাম্বার অপশন থেকে নাম্বার পরিবর্তন করে নিন। তবে তিন দিনের পূর্বে নাম্বার পরিবর্তন না করাই ভালো।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ | Indian visa Check
How to get free Textnow Number?
যদিও এখানে বলা হয়েছে প্রিমিয়াম একাউন্ট তৈরি করার জন্য। তবে আপনি যেকোন পেপাল একাউন্ট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে ফ্রিতেই উপরের পদ্ধতিতে নাম্বার নিতে পারবেন। এখান থেকে শুধুমাত্র ক্রেডিট কার্ড ইনফর্মেশন দিয়ে How to create Textnow account করতে হয়। কোন ধরনের ডলার কাটা হয় না একাউন্ট থেকে। এটাই মূলত Free Textnow account খোলার নিয়ম।
ভূমি সেবার সকল তথ্য ও ই নামজারি | E Namjari Check online
টেক্স নাও অ্যাকাউন্ট
এটি হচ্ছে এক ধরনের কানাডিয়ান অ্যাকাউন্ট। যার সদর দপ্তর কানাডায় অবস্থিত রয়েছে। তাই কয়েক মিলিয়ন অ্যাপ ডাউনলোড কারী রয়েছে এর মধ্যে। ওয়েব ভার্সন ব্যবহার করে প্রায় কয়েক মিলিয়ন ব্যবহারকারীরা। তবে তুলনামূলকভাবে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যায় অনেক বেশি। মূলত এটি হচ্ছে এক ধরনের মেসেজিং অ্যাপ। আপনারা চাইলে অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল উভয় ডিভাইসের ব্যবহার করতে পারবেন এটি।
Textnow account কি কি কাজ করা যায়?
- সম্পূর্ণ ফ্রিতে মেসেজ এবং কল করা যায়।
- অনলাইন আর্নিং করার জন্য কনভারসেশন করা
- ইউএস ফ্রি নাম্বার
- কানাডা ফ্রি নম্বর
- অ্যাফিলিয়েট প্রোগ্রামিং
- অফার প্রমোট ইত্যাদি
Textnow account খোলার নিয়ম | How to create Textnow account সম্পর্কে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়েছেন আশা করি। এরকম আরো অন্যান্য সকল টিপস এবং ট্রিকস পেতে আমাদের সঙ্গে থাকুন।
দারাজ লাইভ চ্যাট করার নিয়ম ২০২৩ | Daraz live chat bd Process 2023
ইমো ভিডিও কল এবং চ্যাট করার নিয়ম ২০২৩
ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোড করার নিয়ম ও ১০টি ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার