কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সাধারণ জ্ঞান

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বর্তমান যুগ বিজ্ঞানের যুগ তথ্য প্রযুক্তির যুগ । অসাধ্যকে সাধন করতে এখন আর বেশি করে সাধনা করতে হয়না । আজকে আমি আপনাদের সাথে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করলাম । বিসিএস পরীক্ষা , শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা , প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তথা যেকোন নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিচে বর্ণনা করলাম আশা করি আপনারা সবাই উপকৃত হবেন আমার এই পোস্টটির মাধ্যমে।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :

কম্পিউটার আবিষ্কার করেন ….. হাওয়ার্ড আইকন ।

  • কম্পিউটার একটি ….……হিসাব কারী যন্ত্র ।
  • ব্লগ হচ্ছে ………. অনলাইন জার্নাল বা ওয়েবসাইট।
  • ইউটিউব হলো ……. ভিডিও শেয়ারিং সাইট।
  • বাংলাদেশে প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম ….. আইটিকম ।
  • টুইটার ও ফেসবুক হলো ……. সামাজিক যোগাযোগ সাইট।
  • ল্যাপটপ হলো ……. ছোট কম্পিউটার।
  • পামপট হলো ও ……. ছোট কম্পিউটার।
  • আ্যবকাস …. এক প্রকার গননা যন্ত্র।
  • আধুনিক কম্পিউটারের জনক বলা হয়…….. ভন নিউম্যান কে ।
  • বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয় …….১৯৯৬ সালে ।
  • প্রথম কম্পিউটার প্রোগ্ৰামার …… Ada augasta .
  • কম্পিউটার একটি ……… হিসাব কারী যন্ত্র।
  • মনিটরের কাজ হলো ……. লেখা ও ছবি দেখানো ।
  • কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে ….. বাইনারি ।
  • বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি কারী CIH ভাইরাস কম্পিউটার আক্রমণ করে …….. ২৬ এপ্রিল ১৯৯৯ সালে ।

প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগষ্ট মাসে তাই সময়গুলো বৃথা নষ্ট না করে পড়ুন সাধারণ জ্ঞান কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নিয়ে।

  • কম্পিউটার এর জনক …… চার্লস ব্যাবেজ ।
  • মাইক্রোকম্পিউটারের জনক….. হেনরি এডওয়ার্ড রবার্ট।
  • প্রথম ইলেকট্রনিক কম্পিউটার…… মার্ক_ ১ (Mark -1,)
  • কম্পিউটারের ব্রেইন হলো ….. মাইক্রোপ্রসেসর।
  • সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম ……. লেজার প্রিন্টার ।
  • কম্পিউটার ভাইরাস হলো …… একটি ক্ষতিকারক প্রোগ্ৰাম ।
  • কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্টান ……. মাইক্রোসফট।
  • ওরাকল হলো …… ডাটাবেজ প্রোগ্রাম।
  • বাংলা লেখার সফটওয়্যার ………. অভ্র/ বিজয় ।
  • কম্পিউটারের ম্যাকানিকেল ডিভাইসকে বলা হয় …….. হার্ডওয়্যার
  • কম্পিউটারের প্রিন্টার হলো …. আউটপুট ডিভাইস।
  • কম্পিউটারের হাডওয়্যার মধ্যে থাকে ……. তিনটি অংশ ।

Computer এর স্মৃতি বা মেমোরি এবং স্টোরেজ ডিভাইস:

কম্পিউটারে প্রোগ্রামে এবং ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় …… মেমোরি

Memory Until is a part of – CPU .

  • মেমোরি ভাগ করা হয়েছে ……. দুই ভাগে ।
  • প্রধান মেমোরি কাজ করে …….CPU সহযোগে ।
  • কম্পিউটারের স্থায়ী স্মৃতি শক্তি কে বলে ….Rom .
  • কম্পিউটারের অস্থায়ী স্মৃতি শক্তিকে বলে ……….,RAM .
  • 1 বাইট = ৮ বিট ।
  • ১ কালোবাইট = ১০২৪ বাইট ।
  • ১ মেগাবাইট যে= ১০২৪×1024 বাইট ।
  • হার্ডডিষ্ক মাপার একক হলো …. গিগাবাইট।

কম্পিউটার সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন এবং সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে আমাদের ব্লগে । এছাড়াও শিক্ষা বিষয়ক সকল নতুন নতুন আপডেট পেতে পাশে থাকুন । প্রতিটি নিয়োগ পরীক্ষায় কিন্তু Computer সম্পর্কে প্রশ্ন করে । আমি বিগত পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর শেয়ার করলাম এবং ঘুরে ফিরে এই সব প্রশ্ন সমূহ প্রতিটি পরীক্ষায় আসে ।

সাধারণ জ্ঞান

বাংলাদেশ জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান

মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান 

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।
Exit mobile version