অনার্স ৩য় বর্ষ কোম্পানি আইন সাজেশন ২০২৩ ( Company Law Suggestion ) নিয়ে হাজির হয়েছি আজকে আমরা। যার বিষয় কোড হচ্ছে ২৩২৬১১। যে সকল শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পড়াশোনা করে তাদের জন্য আজকের আর্টিকেলটি বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখানে রয়েছে কোম্পানি আইন বিষয়ের পরিপূর্ণ সাজেশন।
কোম্পানি আইন এ বইটিতে রয়েছে কোম্পানী সম্পর্কে যাবতীয় সকল তথ্য এবং বিষয় ভান্ডার। যেমন প্রাইভেট কোম্পানি, পাবলিক কোম্পানির সম্পর্কে সকল ইনফরমেশন। একজন শিক্ষার্থী কোম্পানি আইন সম্পর্কে যাবতীয় সকল বিধি নিষেধ জানতে পারবে। আজকের শিক্ষার্থীরা আগামী দেশ গড়ার কারিগর। আমাদের এই শিক্ষার্থীদের থেকে অনেকেই ভবিষ্যতের কোন না কোন কোম্পানির মালিক অথবা বড় কর্মকর্তা হবে। তাদের এ বিষয়গুলো জানা অত্যন্ত দরকার হবে।
Honours 4th year Continental Literature suggestion
যদি তারা এখন থেকেই এ বিষয়গুলো শিখে এবং কর্মজীবনে কাজে লাগাতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ যেমন উজ্জ্বল আমাদের দেশে তত উন্নত হতে থাকবে। অর্থাৎ তার উপর নির্ভর করে একটি জাতি এগিয়ে যেতে পারবে। তাই এখন থেকে নিজের পরীক্ষার ফলাফলের পাশাপাশি ভবিষ্যৎ জীবন করতে ভালোভাবে পড়াশোনা করে নিন এবং আমাদের এই সাজেশনটি পড়েন। আমাদের এই সাজেশনকে পড়লে পরীক্ষায় বেশ নম্বর কমন পড়ে থাকবে।
অনার্স ৩য় বর্ষ কোম্পানি আইন সাজেশন ২০২৩ | Company Law Suggestion
ক বিভাগ কোম্পানি আইন সাজেশন
- রিসিভার কাকে বলে?
- কোম্পানির বিলোপ সাধন বলতে কি বুঝেন?
- খোলা ঋণপত্র কাকে বলা হয়?
- পরিশোধযোগ্য ঋণপত্র কাকে বলে?
- ক্ষমতা বহির্ভূত ঋণ বলতে কি বুঝেন?
- পরিচালনা সভায় প্রক্সি অনুমোদন থাকে কি?
- এজেন্ডা বলতে কি বুঝেন?
- কোরাম কাকে বলে?
- কার্যবিবরণী কি?
- বিকল্প পরিচালক কাকে বলা হয়?
- পরিচালকের যোগ্যতা সূচক শেয়ার কি?
- শেয়ার সমর্পণ কি?
- ঋণপত্র বলতে কি বুঝেন?
- অগ্রাধিকার শেয়ার কাকে বলা হয়?
- শেয়ার সার্টিফিকেট বলা হয় কাকে?
- শেয়ার ওয়ারেন্ট বলতে কি বুঝেন?
- অগ্রাধিকার শেয়ার কি?
- সংরক্ষিত মূলধন কাকে বলে?
- বিবরণ পত্রের বিকল্প বিবরণী কোনটি?
- পরিমেল নিয়মাবলী লিখুন।
- কোন দলিলকে কোম্পানির সনদ বলা হয়ে থাকে?
- হোল্ডিং কোম্পানি কাকে বলে?
- পাবলিক লিমিটেড কোম্পানিতে কতজন পরিচালক থাকে?
- সনদ প্রাপ্ত কোম্পানি কাকে বলা হয়?
- কোম্পানি কাকে বলে?
খ বিভাগ কোম্পানি আইন সাজেশন
- আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন কাকে বলে?
- কোম্পানি অবসায়ণ কি?
- ঋণপত্র ইস্যু সংক্রান্ত নিয়মাবলী লিখুন।
- একটি কোম্পানির কার্য বিবরণীর প্রকারভেদ লিখুন।
- বিধিবদ্ধ সভা এবং বার্ষিক সাধারণ সভার মধ্যে পার্থক্য দেখান।
- কোম্পানি সভা কাকে বলা হয়?
- কোম্পানির পরিচালকদের ক্ষমতা আলোচনা করুন।
- কোম্পানি পরিচালকদের ক্ষমতা দেখান।
- শেয়ার বাজেয়াপ্ত করণ আইন সম্পর্কে আলোচনা করুন।
- বোনাস শেয়ার ইস্যুর কারণ বর্ণনা করুন।
- কোন শ্রেণীর শেয়ার সর্বো উৎকৃষ্ট?
- বিবরণ পত্র ইস্যু না হওয়ার ক্ষেত্রে কোম্পানির দায়িত্ব আলোচনা করুন।
- কখন বিবরণ পত্রের প্রয়োজন হয় না?
- স্মারকলিপির বিভিন্ন ধারা আলোচনা করুন।
- পরিমেল নিয়মাবলী কাকে বলে?
- প্রবর্তকদের মিথ্যা বিবৃতি ফলাফল লিখুন।
- কোম্পানি পরিচালকদের অযোগ্যতা সম্পর্কে আলোচনা করুন।
- কোম্পানির নিবন্ধন পত্র কিভাবে সংগ্রহ করা হয়?
- কোম্পানি বলতে কি বুঝেন?
- কোম্পানির সংজ্ঞা দিন।
অনার্স ৩য় বর্ষ কোম্পানি আইন সাজেশন ২০২৩ নিয়ে আসা হয়েছে তারা যেন উৎপাদন সম্পর্কে পরিপূর্ণ ধারণা পায়। যাদের এ বিষয়টি নেই তারা আমাদের এই সাজেশনটি পড়তে পারেন এতে করে তারা বিভিন্ন ধরনের কোম্পানি এবং ব্যবসায়িক নিয়ম কানুন গুলো জানতে পারবে। যা একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আর আমাদের এই সাজেশনটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এটি তৈরি করা হয়েছে দেশের সুনামধন্য সকল প্রফেসরদের দ্বারা। শুধুমাত্র শিক্ষার্থী বলে যে এটি কাজে লাগবে এমনটা নয়। ধরনের কর্মজীবনের ইন্টারভিউয়ের ক্ষেত্রে এখান থেকে অনেক প্রশ্নগুলো করা হয়ে থাকে। সুতরাং আপনার তৃতীয় বর্ষ পরীক্ষার পাশাপাশি যদি আপনি চাকরির পরীক্ষার ফলাফল ভালো করতে চান তাহলে অবশ্যই আমাদের এই সাজেশনটি পড়ে নিবেন।
গ বিভাগ কোম্পানি আইন সাজেশন
- কোম্পানির বিভিন্ন ধরনের সবার বর্ণনা করুন।
- পরিচালকের যোগ্যতা সম্পর্কে আলোচনা করুন।
- কখন এবং কিভাবে একজন পরিচালককে অপসারণ করা হয়?
- শেয়ার বাজেয়াপ্তকরণ বলতে কি বুঝানো হয়?
- শেয়ার সার্টিফিকেট এবং শেয়ার ওয়ারেন্ট এর মধ্যে পার্থক্য লিখুন।
- শেয়ার মালিকদের অধিকার সম্পর্কে লেখুন।
- শেয়ারের বৈশিষ্ট্য আলোচনা করুন।
- শেয়ার মূলধন কি?
- শেয়ারের বৈশিষ্ট্য উল্লেখ করুন।
- কোম্পানি তহবিল সংগ্রহের উৎস সমালোচনা করুন।
- সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার মধ্যে পার্থক্য দেখান।
- বিবরণ পত্রের অন্তর্ভুক্ত কি কি থাকা উচিত তা লিখুন।
- বিবরণ পত্রের মিথ্যা বিবৃতি বলতে কি বুঝেন?
- আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন কি?
- সংঘ বিধি বিষয়বস্তু বর্ণনা করুন।
- কোম্পানির নাম ধারা কিভাবে পরিবর্তন হয়ে থাকে?
- কিভাবে পরিমেল নিয়ম পরিবর্তন হয়?
- প্রবর্তক এর কার্যাবলী আলোচনা করুন।
- বিদেশি কোম্পানির সংজ্ঞা দিন।
অনার্স ৩য় বর্ষ কোম্পানি আইন সাজেশনসহ ( Company Law Suggestion ) সকল ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। এখানে সকল ডিপার্টমেন্টের সাজেশন এবং বই পিডিএফ আকারে পেয়ে যাবেন।
অনার্স ৩য় বর্ষ বিজ্ঞান ও প্রসার সাজেশন ২০২৩ | Science and Extension Suggestion