বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: আবেদন ফি, যোগ্যতা, বুয়েট আবেদনের নিয়ম

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: যারা ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা অনেকেই বুয়েটে ভর্তি হতে ইচ্ছুক। অনেকে বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি এর বিস্তারিত জানতে চাচ্ছে। বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা, কবে থেকে শুরু হবে, কিভাবে আবেদন করবেন এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে আমাদের এই আর্টিকেলটিতে। এ বিষয়গুলো জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ুন তাহলে আপনি নিজে নিজেই জানতে পারবেন বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2023 সম্পর্কে সকল আলোচনা।

Bangladesh University of Engineering and Technology (BUET) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩:

প্রথমেই বলে রাখি বুয়েট হচ্ছে বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে অবস্থান করতেছে। যারা প্রকৌশলী হতে চায় কিংবা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে তাদের জন্য একটি স্বপ্ন হচ্ছে বুয়েট। যা পুরো নাম হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। স্বাধীনতার আগে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশনের চালিত। ‌

প্রত্যেক বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এখানে ভর্তির জন্য অধীর আগ্রহে বসে থাকে। কিন্তু এখানে ভর্তি হতে হলে বেশ কিছু নিয়ম মানতে হয়। যেমন এখানে কেবলমাত্র বিভাগের ছাত্রছাত্রীরায় ভর্তি হতে পারবে। এছাড়া নির্দিষ্ট পয়েন্ট থাকতে হবে এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরাই কলেজে চূড়ান্তভাবে ভর্তির জন্য সুপারিশ প্রাপ্ত হবে। ভর্তির আবেদনের শুরু তারিখ থেকে ফলাফল পর্যন্ত যাবতীয় সকল প্রসেসিং পাবেন আমাদের এই আর্টিকেল। চলো তাহলে জেনে নেই এ সকল বিষয় সম্পর্কে।

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

  • বুয়েট ভর্তি আবেদনের শুরুর তারিখ
  • বুয়েটে ভর্তির যোগ্যতা
  • বুয়েট ভর্তি পরীক্ষার নিয়ম
  • ভর্তি পরীক্ষার প্রিপারেশন

বুয়েট ভর্তি আবেদনের শুরুর তারিখ

গত 8 এ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার রেজাল্টের পর পরই বুয়েট ভর্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। সেখানে ভর্তির যাবতীয় তথ্যগুলো তুলে ধরা হয়েছে। কিভাবে ভর্তি হবে এবং কত তারিখ থেকে শুরু হবে সকল কিছুই। বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১৫ এপ্রিল সকাল দশটা থেকে। আর বুয়েট ভর্তি আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৪ শে এপ্রিল ২০২৩ বিকাল ৩ঃ০০ টা পর্যন্ত। এ নির্দিষ্ট সময়ের ভিতরে শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে। এখানে বিলম্ব করে আবেদন করার কোন সুযোগ নেই। প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ শে মে এবং পহেলা জুন। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন এবং বুয়েট ভর্তি ফলাফল এর তারিখ হচ্ছে ১০ জুন। ‌

বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২৩

যারা সাইন্স ব্যাকগ্রাউন্ড এ লেখাপড়া করে তাদের বেশিরভাগই যাদের ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়ার তারা বুয়েটকে তাদের লক্ষ্য রাখে। ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা রয়েছে। প্রথম শর্ত হচ্ছে অবশ্যই সাইন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তবে সে যে কোন বোর্ড থেকে যেমন এইচএসসি আলিম অথবা টেকনিক্যাল হলেও হবে। শর্ত হচ্ছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নির্দিষ্ট নম্বর এবং সাবজেক্ট।

এসএসসি পরীক্ষা – এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের যে কোন বোর্ড হতে জিপিএ ফাইভ এর মধ্যে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেতে হবে। আরো অবশ্যই বিজ্ঞান বিভাগের আবশ্যিক বিষয়গুলো যেমন রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত থাকা লাগবে।

এইচএসসি পরীক্ষা– ২০২২ সালের উত্তীর্ণ এইচএসসি পরীক্ষার্থীরা কেবল বুয়েটে ভর্তি আবেদন করার সুযোগ পাবে। এজন্য অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে গণিত, রসায়ন, পদার্থ এ তিনটি বিষয়ে ৩০০ নম্বরের থেকে কমপক্ষে ২৭০ নম্বর পেতে হবে। তাহলেই বুয়েট ভর্তি ২০১৩ এর জন্য আবেদন করতে পারবেন।

মোট আবেদনকারী থেকে ২৪০০০+ জনকে ভর্তি পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হবে। এমনকি বুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল ১০জুন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে। এমনটা জানানো হয়েছে বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এ।

Also Read: ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

বুয়েট ভর্তি পরীক্ষার আবেদনের নিয়ম:

বুয়েটে ভর্তি পরীক্ষার অংশগ্রহণের জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। এমন প্রথমে অনলাইন এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করার পর প্রাক নির্বাচনের পরীক্ষার অংশগ্রহণ করার শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীরাই প্রাক নির্বাচনের পরীক্ষা অংশগ্রহণ করবে। ‌ তারপর সেখান থেকে পুনরায় নির্বাচিত শিক্ষার্থীরা মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত তালিকায় প্রকাশিত হবে।

বুয়েটে ভর্তি পরীক্ষা জন্য দুইটি ইউনিটের বিভক্ত রয়েছে। একটি হচ্ছে ক ইউনিট এবং আরেকটা হচ্ছে খ ইউনিট। ক ইউনিটের জন্য আবেদন ফি হচ্ছে ১০০০ টাকা এবং খ ইউনিটের জন্য আবেদন ফি হচ্ছে ১২০০ টাকা। অনলাইনে মাধ্যমে বুয়েটের ভর্তি আবেদনের জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে। ফরমপূরণ করার পর এখানে একটি সিরিয়াল নম্বর আপনাকে দেয়া হবে। সেই সিরিয়াল দিয়ে রকেট কিংবা নগদের মাধ্যমে পেমেন্ট করে ভর্তি কনফার্ম করতে হবে। তারপর বাকি প্রসেস গুলো সম্পন্ন করে নিন। কিভাবে বুয়েট ভর্তি আবেদন করবেন অনলাইনে তা আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো।

BUET Admission Information 2023 All Update

বুয়েট ভর্তির আসন সংখ্যা:

বুয়েটে ভর্তির আসন সংখ্যা নির্দিষ্ট রয়েছে। বুয়েট ভর্তি মোট আসন সংখ্যা হচ্ছে ১২১৫ টি। দুইটি ইউনিট এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আসন সংখ্যা ভিন্নরকম। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯৫ জন, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশলী বিভাগে ১৯৫ জন এবং এবং পানি সম্পদ বিভাগ প্রকৌশলে ৩০ জন সিট রয়েছে। এছাড়া আরো অনেক ডিপার্টমেন্ট হয়েছে যেগুলোতে ভিন্ন ভিন্ন সংখ্যার সিট বিদ্যমান। বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর আসন সংখ্যা জানতে এর নোটিশ পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version