ব্রাদার রাহুল হোসেন (রুহুল আমিন) এর জীবনী | Brother Rahul Hossain Biography

ব্রাদার রাহুল হোসেন

ব্রাদার রাহুল হোসেন এর জীবনী? ব্রাদার রাহুল হুসাইনের পরিচয় কী? অনেকে জানতে চান। তিনি একজন নওমুসলিম ও দায়ী। তিনি একজন ইসলামিক বক্তা। Brother Rahul Hossain.

ব্রাদার রাহুলের জন্ম ও পরিচয়।

৫ মে ১৯৯২ সালে জলাংগি, মুর্শিদাবাদ,পশ্চিম বাংলা, ভারতে রাহুল হুসাইন জন্ম গ্রহণ করেন। তিনি একজন নওমুসলিম। তিনি হিন্দু ছিলেন। জাকির নায়েকের লেকচার শুনে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন। তিনি এখন ইসলামন ধর্মে নিয়ে প্রচুর গবেষণা করছেন।

বর্তমান তিনি একজন দায়ী। তিনি বক্তা হিসাবে বেশ জনপ্রিয়। তিনি বিভিন্ন জায়গায় হিন্দু গুরুদের সাথে বিতর্ক করেন। তাছাড়া মাহফিল ও টকশোতে আলোচনা করে থাকেন।

আরোও পড়ুন: আবু রায়হান এর জীবনী

ব্রাদার রাহুল হুসেইনের বাবা ও মা।

ব্রাদার রাহুল হুসাইনের বাবার নাম ছিল বিমল দাস। তিনি ছেলেন মতনই ইসলাম গ্রহন করেন। ইসলামে আসার পার তার নাম পরিবর্তন করে রাখেন বেলায়াত হুসেন।

ভাই বোন।

ব্রাদার রাহুল হুসাইনের দুই ভাই দুইবোন আছেন। তারাও তার মতন ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ব্রাদার রাহুলের বিয়ে ও স্ত্রী।

ব্রাদার রাহুল বিবাহিত। তিনি ২০২০ সালের আগস্ট মাসে বিয়ে করেন। তার স্ত্রী সম্পর্কে তেমন একটা জানা যায় না।

ব্রাদার্স রাহুলের শিক্ষাগত যোগ্যতা।

ব্রাদার্স রাহুলের ইসলামি লেকচার শুরু, তার গভীর গবেষণা দেখে মনে হতে পারে তিনি একজন আলেম। তিনি একজন মাদরাসার ছাত্র। মাদরাসার পরিবেশে বেড়ে উঠা একজন তরুণ আলেম। কিন্তু বাস্তবতা সেটা মেনে নেয়বনা। তিনি মাদরাসার বারান্দা পর্যন্ত যান নি। ব্রাদার রাহুল কখনো মাদরাসায় পড়েন নি।

ব্রাদার রাহুল কলেজে পড়েন। তিনি বিএ অনার্স সম্পন্ন করেন ইতিহাসের উপর। ইসলামের ইতিহাস নয়, জেনারেল ইতিহাস। ভারতে ইসলামের ইতিহাস নামে কোন বিষয়ই নেই।

ড. জাকির নায়েকের লেকচার।

ব্রাদার রাহুল আগাগোড়া একজন হিন্দু ছিলেন। তিনি মন্দিরে যেতেন। কালি, দুর্গা পূজা সহ অন্যান্য পূজা করতেন। মণ্ডপে যেতেন। কিন্তু ২০১২ সালে তাঁর জীবনে আমূল পরিবর্তন আসে। ব্রাদার্স রাহুলের জীবন পরিবর্তনে মূল ভূমিকা পালন করে জাকির নায়েকের লেকচার। দ্যা পিস অফ ইসলাম লেকচার শুনে তিনি ইসলামের প্রতি ঝুকে পড়েন।

ব্রাদার রাহুলের ইসলাম গ্রহণ।

ব্রাদার রাহুলের জীবনে আমূল পরিবর্তন আসে ড. জাকির নায়েকের লেকচার শুনে। তিনি তার ইসলাম বিষয়ক প্রচুর লেকচার শুনেন। ২০১২ সালে তিনি ইসলাম গ্রহণ করেন।

ব্রাদার রাহুলের বই

  • আল কুরআনের প্রামাণিকতা ও নাস্তিকদের অভিযোগের জবাব।
  • ইসলাম ও হিন্দু ধর্মীয় গ্রন্থে গো হত্যা ও প্রাণীর মাংস খাওয়ার বিধান।
  • তাকলীদ বিভ্রান্তির নিরসন দ্বিতীয় খন্ড।
  • যুক্তির আলোকে ডারউইন মতবাদ।
  • আল্লাহর অস্তিত্ব- ব্রাদার রাহুল হোসেন।
  • নেক-আমাল-ও-ফাযীলাত।
Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version