সেনাবাহিনীর সাবেক বিগ্ৰেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এক মহান ব্যক্তিত্বের অধিকারী এত দিন ধরে আবদ্ধ ছিলেন জালিমের কারাগারে দেখেন নি কোন আলো বাতাস বদ্ধ ঘরে কেবল ছিল হাহাকার তবে ভেঙে পড়েন নি একমাত্র বন্ধু ছিলেন মহান আল্লাহ ও তাঁর গ্ৰহ্ন আর কুরআন।
আবদুল্লাহিল আযমী বলেন শেখ মুজিব তখন ৩ লাখ কে করেছিলেন ৩০ লাখ। আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পর তিনি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন আয়নাঘরের করুন কাহিনী এবং তার সাথে সাথে অন্তবর্তীকালীন সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন ও।
জেনারেল আযমী বলেন , তার দাবি হলো
- মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যেন সঠিক ইতিহাস তুলে ধরা হয়।
- জাতীয় সংগীত যেন নতুন ভাবে লিখা হয়
- বাংলাদেশের সংবিধান যেন নতুন ভাবে লিখা হয়
- এছাড়াও যারা দেশকে নতুন ভাবে স্বাধীনতার সূর্য এনে দিয়েছে তাঁদের কে যেন সম্মানিত করা হয়
এমনকি ব্রিগেডিয়ার জেনারেল আযমী বলেন, শেখ মুজিব কোন রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা প্রকাশ করেন সুতরাং জাতির কাছে এটা জানাতে যে মুক্তিযুদ্ধ কত জন মানুষ শহীদ হলেন জাতি এখনো তার সঠিক তথ্য জানেনা।
শিক্ষা উপদেষ্টা জানান শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগে বল প্রয়োগের সুযোগ নেই