বিরহের উক্তি ও বিরহের স্ট্যাটাস ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম

বিরহের উক্তি: বিরহ আমাদের জীবনের সাথে খুব গভীরভাবে সম্পর্কিত। আমরা সবাই কোন না কোনভাবে বিরহে জড়িত। বিরহ আমাদেরকে ঘীরে ধরেছে। কেউ তার পিতাকে হারিয়ে বিরহে আছপ। কেউ মাকে হারিয়ে বিরহে। মা তার ছেলেকে বা স্বামীকে হারিয়ে বিরহে আছে। কারো মুখ থেকে এ সময় বিরহের উক্তি অকপটে বের হয়। সেই উক্তি হয়ে হয়ে কোন কোন সময়ের সময়ের সেরা বিরহের উক্তি।

কেউ আবার বিরহের উক্তি খুজের। তার বিরহেকে একটু দামাচাপা দেবার জন্য। তারা হলে প্রেমিক। তার সব সময় বিরহের উক্তি খুজে থাকেন। কোন সনয় এই বিরহের উক্তি পান। আর কখনো পান না। তাই আমরা আজ বিরহের উক্তি নিয়ে আলোচনা করব। যাতে সবাই অতি সহজে বিরহের উক্তি বা অভিমানের উক্তি খুজে পান। আজকে আমরা আমাদের আর্টিকেল সাজিয়েছে বেশ কয়েকজন নমকরা মানুষের বিরহের উক্তি নিয়ে। বিরহের উক্তি জানতে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।

রাজনৈতিক উক্তি ও রাজনীতি নিয়ে স্ট্যাটাস

বিরহে উক্তি ফর ফেসবুক

কাজী নজরুল ইসলামের বিরহের উক্তি।

১। আঁখি জল বা (চোখের জল) মোছ পিয়া ভোল ভোল আমারে, মনে কে গো রাখো (মনে কে রাখে) তারে ঝরে যে ফুল আঁধারে ।

কাজী নজরুল ইসলাম।

২। ভূলি কেমনে আজো যে মনে বেদন (ভুলব কিভাবে মন দুঃখ)—সনে রহিল আকা আজও সজনি দিন রজনী, সে বিনে গনি তেমনি ফাঁকা (তোমার অনুপস্থিতি) ।

–নজরুল ইসলাম।

ফেসবুক স্টাইলিশ বায়ো এবং ফেসবুক স্ট্যাটাস

রবীন্দ্রনাথের বিরহের উক্তি।

১। আমি তোমারি বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস ।

_রবীন্দ্রনাথ ঠাকুর

২। যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো

__রবীন্দ্রনাথ ঠাকুর

৩। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি খুব সুন্দর। বিরহে নিয়ে খুব মানান সই। “প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ অর্থাৎ খুব কম সময় থাকে। কিন্তু বেদনা থাকে সারাটি জীবন”।
___রবীন্দ্রনাথ ঠাকুর

১।পানি উষ্ণ হয় ভালোবাসার আগুনে, কিন্তু ভালোবাসার আগুন পানি নেভাতে পারে না।

বিরহের উক্তি ও বিরহের স্ট্যাটাস ফেসবুক
বিরহের উক্তি ও বিরহের স্ট্যাটাস ফেসবুক

উইলিয়াম সেক্সপিয়রের বিরহের উক্তি।

২। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর বিরহের উক্তি “দুরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম”।

৩। আমি বলি না আমি ১০০০ বার হেরে গেছি, বরং আমি জিতার ১০০০ টি কারণ বের করেছি।

—টমাস আলভা এডিসন

৪। সবাইকে ভালোবাসবেন, সবার উপর ভরসা না রেখে, খুব কম লোককে ভরসা করুন। কারো প্রতি অন্যায় করবেন না।

–সেক্সপিয়রের বিরহের উক্তি।

৫। আমি সর্বদা নিজেক সুখি মনে করি, কারণ আমি কারো কাছে কিছুই আশা করি না, আর কারো কাছে কিছু চাওয়া বা ভর করাটা সবসময়ই দুঃখের বয়ে আনে বা কারণ হয়ে দাঁড়ায।

– উইলিয়াম শেক্সপিয়র বিরহের উক্তি।

ইনস্টাগ্রাম স্টাইলিশ বায়ো

৬। I love you বলা সহজ। আপনি এটা যত সহজে পারেন, “আমি তোমাকে ভালোবাসি” ততটা সহজে বলতে পারবেন না।

৭। টাকার ঋণ কোন এক সময় পরিশোধ করা যায়। কিন্তু কষ্টের সময় যাদেরকে পাশে পাওয়া যায়, তাদের ঋণ পরিশোধ করা যায় না।

৮। ভবিষ্যতে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে যার কাছ থেকে, আজ সে হয়ত তুমার খুব কাছের কোন একজন”। __ রেদোয়ান মাসুদের বিরহের উক্তি।

৯। আমার দোষ থাকলে, তুমি আমাকে বল।
__ইমাম গাজ্জলী

১০। সকল কল্যাণ তুমার হাতে, যদি কথা গোপন রাখতে পার। সবকিছু তোমার গোলাম। প্রকাশ করে দিলে তুমি তার গোলাম।

আরবি প্রবাদ

১১। যাকে বেশি মায়া করবেন, সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।

– রেদোয়ান মাসুদ

১২। “হাসি সব সময় সুখের বা শান্তির কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় যে, আপনি কতটা বেদনা লুকাতে পারেন। – হুমায়ূন আহমেদ

১৩। বিরহ দুঃখজনকও হতে পারে কিন্তু কখন কখন আমাদের আখিজল, আমাদের যে স্বাধীনতার প্রয়োজন হয় তার জন্য মূল্য দিতে পারে ন।”

– স্টিভ মারাবোলি

১৪। বিরহ হচ্ছে, আপনি সবচেয়ে ভালো স্বপ্ন দেখলেন, পরে সবচেয়ে খারাপ স্বপ্নও দেখলেন। বিরহটা ঠিক এই শেষ স্বপ্ন দেখার মতো।

– বিরহের উক্তি।

১৫। কিছু সম্পর্ক সম্পূর্ণ ব্যতিক্রম মাত্রা রয়েছে। সম্পর্ক দুইটির এমন একটি সময়ও আসে, যখন সবকিছুকে হার মানিয়ে দুজন একে অপরকে ছাড়িয়ে যায়।

-বিরহের উক্তি

১৬। আপনি কেবল তাদের ভালোবাসতে পারেন। আর তাদের মাফ করতে পারেন, তাদের জন্য সেরাটা চাইতে পারেন … কিন্তু তাদেরকে ছাড়াই এগিয়ে যান।”

– ম্যান্ডি হালে ও বিরহ উক্তি

১৭। আমি যখন ব্যথিত হই, তখন আমি ব্যথিত হওয়া একেবারে বন্ধ করি এবং তার পরিবর্তে একদম দুর্দান্ত হই।”

– বার্নি স্টিনসনের বিরহ উক্তি।

১৮। আপনি যদি প্রেমিক হন। তাহলে জেনে রাখুন। সত্যিকারের প্রেমের পথ কখনে মসৃণ হয়নি।

বিরহের উক্তি বিরহের স্ট্যাটাস ফর ফেসবুক

১৯। আমরা বিরহে পড়ি। তার মুল কারণ অযাথা সম নষ্টনকরা। যেন একটি উক্তি রয়েছে – একদিন সবাই বুঝতে পারবে যে, অযথা পাথরের সঙ্গে খেলা করতে যেয়ে তারা একটি হিরে হারিয়েছে।”

– টার্কোইস ওমেনেক

এই ছিল আজকের আমাদের বিরহের উক্তি নিয়ে আলোচনা।  আশাকরি আপনারা বিরহের উক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছেন।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button