এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২৩ | HSC Biology 1st Paper Suggestion 2023

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র সাজেশন: এইচএসসি পরীক্ষা ২০২৩ কিছু দিন পরেই। তাই তাদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা একটি সাজেশন প্রকশ করেছি। আর বিজ্ঞান বিভাগ যেহেতু কঠিন, সে জন্য সাজেশন ছাড়া বিকল্প নেই। আর যদি সাবজেক্ট হয় Biology বা বিজ্ঞান তাহলে ত কোন কথা নেই। সেজন্য আবশ্যই জীববিজ্ঞান সাজেশন শিক্ষার্থীর চোখ। আমরা প্রতিবছরই এইচএসসি সাজেশন নিয়ে আলোচনা করি। এ

আসলে এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র তুলনামূলক কঠিন। আর কঠিন বিষয়ে সাবার চিন্তা থাকে। কিভাবে জীববিজ্ঞানে ভাল করা যায়। আপনার কোন চিন্তার কারণ নেই, আমরা এই আর্টিকেলে HSC Suggestion নিয়ে আলোচনা করব। আর সেখানে জীববিজ্ঞানের খুটিনাটি ও পরীক্ষায় আসার মত এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের সাজেশন দিব।

আপনারা যদি এসাজেশন অনুযায়ী পড়তে পারেন তাহলে শতভাগ নিশ্চয়তা রয়েছে কমন পড়ার। তাই আপনাদের জন্য এইসএসসি জীব বিজ্ঞান সাজেশন.

এইচএসসি সাজেশন HSC Suggestion 2023

বিজ্ঞান বিভাগ একটু কঠিন। তবে নিয়মিত পড়লে আর কৌশল অবলম্বন করে পড়লে পানির মতন সহজ। ভয় পাবার কিছু নয়। আমরা আপনাদের সাথে আছি। আমরা এমন সাজেশন দিবে এইচএসসি পরীক্ষা এর জীববিজ্ঞান ১ম পত্র আপনার কাছে পানির মতন সহজ হয়ে যাবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র সাজেশন দেখে নেই।

HSC Biology 1st Suggetion 2023

এইচএসসি বায়োলজি ১ম পত্রে খুব সহজ, যদি নিয়মতান্ত্রিক ভাবে পড়েন। নিচে এইচএসসি বায়োলজি ১ম পত্রের সাজেশন তুলা ধরা হলো।

এইচএসসি বায়োলজি ১ম অধ্যায় সাজেশন।

  1. কোষপ্রাণীর কোষঝিল্লির মধ্যে তুলনা কর। উচ্চতর দক্ষকতা। চট্রগ্রাম বোর্ড১৫, কুমিল্লা বোর্ডে ১৬।
  2. কেরোপ্লাস্টের চিত্র অঙ্কন কর। প্রয়োগ।
  3. DNA এর গঠন বর্ণনা কর।
  4. DNA এর রাসায়নিক গঠন বর্ণনা কর।
  5. DNA এর সহযোগিতায় RNA তৈরি হয়, বিশ্লেষণ কর।
  6. ক্লোপ্লাস্টের গঠন বর্ণনা কর।
  7. প্লাজমামেমব্রেনকে মেজাইক সাদৃশ্য বলে। ব্যাখ্যা কর।
  8. DNA ও RNA এর মধ্যে তুলনা কর।

এই ছিল এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্রের ১ম অধ্যায়ের সাজেশন।

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় সাজেশন।

  1. প্রোমেটাফেজ ধাপের সচিত্র বর্ণনা কর।
  2. কোষচক্রের সংশ্লেষণ পর্যায়ের কার্যাবলী আলোচনা কর।
  3. মাইটোসিজ কোষ বিভাজন অ্যানাফেজ ধাপের সচিত্র বর্ণনা দাও।
  4. জিনগত বৈচিত্র্য সৃষ্টিতে ক্রোসিংওভারের ভূমিকা বিশ্লেষণ কর।

এইচএসসি সাজেশন বায়োলজি ৩য় অধ্যায়। HSC Suggestions

  1. সুক্রোজের রাসায়নিক গঠন লেখো।
  2. স্টার্চের গঠনচিত্র বর্ণনা কর।
  3. প্রোটিন ও এনজাইম গঠনগত ভাবে অভিন্ন হলেও কার্যপ্রণালীর দিকে ভিন্ন। বিশ্লেষণ কর।
  4. ব্যাবহারিক জীবনে এনজাইমের প্রয়োগ লেখ।

এইচএসসি সাজেশন, জীববিজ্ঞান ৪র্থ অধ্যায়।

  1. কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো।
  2. ব্যাকটেরিয়ার গঠন বর্ণনা করো
  3. ম্যালেরিয়া পরজীবির সংখ্যাবৃদ্বির প্রক্রিয়া বর্ণনা কর।
  4. ম্যালেরিয়া পরজীবি থেকে পরিত্রাণের উপায় বর্ণনা কর।

এইচএসসি জীববিজ্ঞান ৫ম অধ্যায় সাজেশন ২০২৩

  1. Ulothrix এর অযৌন জনন চিত্রসহ বর্ণনা কর।
  2. Ulothrix ও agaricus এর মধ্যে পার্থক্য বর্ণনা কর।
  3. শৈবাল ও ছত্রাকের মাধ্যে ইকোসিস্টেমে কোনটি গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা কর।
  4. আলুর বিলম্বিত ধ্বসা রোগের কারণসহ প্রতিকারের উপায়গুলো লেখ।

এইচএসসি সাজেশন ২০২৩

৬ষ্ঠ অধ্যায়।

  1. Riccia এর অন্তর্গঠনের চিত্রসহ বর্ণনা দাও।
  2. Riccia এর শ্রেণীবিন্যাসগত অবস্হান এবং পরিবেশীয় সূচক হিসাবে এর ভূমিকা বিশ্লেষণ কর।
  3. টেরিডোফইটা ও ব্রায়োফাইটার মধ্যে কোন গ্রুপটি উন্নত, বিশ্লেষণ কর।
  4. pteris এর গ্রেমিটেফাইটিক গঠন বর্ণনা কর।
  5. pteris উদ্ভিদটি জনুক্রম বিস্তার করে। ব্যাখ্যা কর।

৭ম অধ্যায়।

  1. Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ।
  2. Poaccae গোত্রের উদ্ভিদের পুষ্পপ্রতীক অঙ্কন কর।
  3. Malvaceae ও Poaccae গোত্রের গুরুত্ব আলোচনা কর।

এইচএসসি বায়োলজি ১ম পত্র Exam ১২ অধ্যায় হবে। এখানে ৭টি অধ্যায় দিয়েছি। বাকিগুলো চবি দিচ্ছে। Hsc exam Biology 1st paper ডাউনলোড করে নিন

Hsc Exam Biology suggetion

এইচএসসি জীববিজ্ঞান সৃজনশীল প্রশ্ন

Hsc Exam 2023 এর জীববিজ্ঞান ১ম পত্রের গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন এখানে তুলে ধরব। প্রশ্নগুলো পিডিএফ থাকবে। আপনি পিডিফ ডাউনলোড করে নিতে পারেন।

পিডিএফ ডাউনলোড এইচএসসি সাজেশন

আরে কিছু এসএসসির সৃজনশীল প্রশ্ন এ সাজেশন ফলো করলে এইচএসসি পরীক্ষা এর :এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র গাইড পিডিএফ: HSC Biology 1st Paper Guide PDF Download

এইচএসসি পরীক্ষা সাজেশন কেন পড়বেন?

এইচএসসি সাজেশন সাধারনত ভাল রিজাল্ট করার জন্য পড়া হয়। আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন, ডাহলে সাজেশন আরো বেশী প্রয়োজন। কেননা আপনি ভবিষ্যতে ডাক্তার বা ইন্জিনিয়ার হতে চান। আর এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল আপনার পথ সহজ করে দিবে। তাই আপনাকে সাজেশন ও এইচএসসি সিলেবাস ফলো করে পড়তে হবে। তাহলেই HSC Exam 2023 এ কাঙ্ক্ষিত ফল পাবেন।

শেষ কথা।

আশা করি আপনাদের এইচএসসি পরীক্ষা ভাল হনে। আর ভাল রিজাল্ট করে স্বপ্নের দিকে এগিয়ে যান।

এইচএসসি সকল গাইড বই পিডিএফ ডাউনলোড

HSC all Guide PDF Download করতে ভিজিট করুন

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button