বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২২ সার্কুলার

বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২২ সার্কুলার: বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি ১১ ই নভেম্বর এছাড়াও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ও এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১১ ই নভেম্বর ২০২২ তারিখে।

বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ ২০২২ সার্কুলার : কেবল মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন ।আমি এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করলাম।

আবেদন এর জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইট টি হলো: www . bangladeshairforce.mil.bd.এই website এর লিংক শেয়ার করলাম।

  • নিয়োগ কর্তৃপক্ষ: বাংলাদেশ বিমান বাহিনী।
  • পদের নাম: এমওডিসি ( এয়ার)।
  • আবেদন এর তারিখ: ২৪ নভেম্বর ২০২২ থেকে ৩০ ডিসেম্বর ২০২২।
  • আবেদন এর ফি: ১৫০ টাকা।
  • যোগদানের তারিখ: ২ এপ্রিল ২০২৩ (সম্ভাব্য)।
  • ওয়েবসাইট: www.bangladeshairforce.mil.bd
  • বয়স : ২ এপ্রিল ২০২৩ তারিখে …..১৬ থেকে ২১ বছর হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও সমমান পরীক্ষায় যেকোন শাখায় নূন্যতম GPA 2.00 থাকতে হবে।
  • শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।
  • ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
  • বুকের মাপ: নূন্যতম ৩০ ইঞ্চি ও ২ ইঞ্চি প্রসারন।
  • চোখ : ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন।
  • প্রশিক্ষণ কালীন বেতন: প্রশিক্ষণকালীন মাসিক বেতন:৮,৮০০ টাকা।
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত।

বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর লিখিত ও মৌখিক এবং স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচি : লিখিত মৌখিক ও স্বাস্থ্যগত পরীক্ষার সময়সূচি জেলা ভেদে ওয়েবসাইট থেকে জানতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি টিতে জেলা ভেদে পরীক্ষার সূচি দেওয়া আছে জানতে পারবেন এই সার্কুলার এর লিংক তো দেওয়া আছে আগ্ৰহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: পুলিশ স্পেশাল ব্রাঞ্চে চাকরির খবর 

পরিকল্পনা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button