প্রযুক্তির জগতে আজকে আমরা হাজির হয়েছি সেরা মোবাইল ভিপিএন সম্পর্কে নিয়ে। কারণ আপনার মোবাইলের জন্য Best Vpn in Bangladesh কোনটি তা জানতে পারবেন এখান থেকে।
আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে ভিপিএন গুলো ব্যবহার করে থাকি। যেমন সাম্প্রতিক সময়ে ভিপিএন ব্যবহার চাহিদা পেয়েছে প্রায় কয়েক গুণ। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যখন আমরা এক দেশে বসে থেকে অন্য দেশের সার্ভার ব্যবহার করতে চাই ঠিক তখন। যেমন বর্তমানে বাংলাদেশে ফেসবুক এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ফেসবুক এবং অন্যান্য ওয়েবসাইটে প্রবেশ করতে হলে আপনাকে অন্য দেশের এক্সেস অর্থাৎ সার্ভার নিতে হবে। বিপেন আবিষ্কারের পূর্বে এ সার্ভারগুলো ম্যানুয়াল ভাবে ওই দেশ থেকে নেওয়া হতো। কিন্তু এখন খুব সহজেই এই সকল রিপেনের মাধ্যমে কানেক্ট করে মুহূর্তের মধ্যে ফ্রিতেই সার্ভার ব্যবহার করা সম্ভব হয়। অনেকেই এখন এই সকল বিপেন ব্যবহার করে ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন ধরনের কাজগুলো করে যাচ্ছেন। কিন্তু পারফরমেন্স এবং অন্য সকল বিষয় বিবেচনা করলে একেক ভিপিএন এর মধ্যে পার্থক্য। এখন আমরা এই ভিপিএন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
সেরা মোবাইল ভিপিএন
এখন আপনাদের সামনে তুলে ধরা হবে এই সকল সেরা ভিপিএন সম্পর্কে। তবে ভিপিএন ব্যবহার করার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সব সময় প্রিমিয়াম ভার্সন ব্যবহার করা। এত করে অ্যাডভান্স ফিউচার এবং অন্যান্য বিষয়গুলো পাওয়া সম্ভব হয়। আরেকটি যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কতটা ভালো স্পিড বা সার্ভিস দেয় সে বিষয়টি। কেননা অধিকাংশ ফ্রি ভিপিএন ব্যবহার করলে নেট স্লো হয়ে যায় যার কারণে ভালো পারফরম্যান্স পাওয়া সম্ভব হয় না। আর এই কারণেই আমরা হাই স্পিড ইন্টারনেটের ভিপিএন নিয়েই আলোচনা করব এখন।
Best Vpn in Bangladesh
- Browsec
- Turbo
- Super
- 1.1 Vpn
- Mr. hide
- US Vpn
উপরে আপনাদের জন্য সেরা মোবাইল ভিপিএন দেয়া হলো যেগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনারা। যদিও এগুলো ফ্রি ভার্সন তবে তুলনামূলকভাবে অনেক বেশি স্পিড দিয়ে থাকে। তাই আপনারা এই সময় চাইলে এই সকল বিপিএম বেশি বেশি ব্যবহার করতে পারেন সব সময়।
আরো দেখুনঃ মোবাইল ইন্টারনেট সেবা কবে দেওয়া হবে