আপনি কি ১০০০ টাকার বিয়ের গিফট দিতে চাচ্ছেন? কিন্তু বিয়ের জন্য ইউনিক গিফট আইডিয়া খুঁজে পাচ্ছেন না, আপনি আনকমন গিফট দিতে চাচ্ছেন তাহলে আজকের এই আর্টিকেল কি আপনার জন্য অতি সহায়ক। আমাদের এই আর্টিকেলে তুলে ধরা হচ্ছে কম দামে ভালো গিফট, Best Gift For Marriage, বন্ধু বিয়ের জন্য গিফট এ সকল বিষয় নিয়ে।
বিয়ে হচ্ছে সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়া। তা দেখতে পুরুষ এবং নারী সামাজিকভাবে আবদ্ধ হতে হলে অবশ্যই তাদেরকে বিয়ে করতে হবে। এটি একটি সামাজিক উৎসব ও বটে। এ সময় মানুষ খুশি হয়ে তাদের প্রিয়জনদেরকে এবং পারা প্রতিবেশীদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে থাকে। আর এই সময় অনেক ভালো কিছু খাওয়া দাওয়া করানো হয় আত্মীয়-স্বজনদের। আর আত্মীয় স্বজনরা ও খুশি হয় অর্থাৎ তাদের নতুন জীবনের শুভকামনা জানাতে বিভিন্ন ধরনের উপহার দিয়ে থেকে।
এই উপহারের ধরন এবং প্রকৃতি সময়, পরিবেশ অনুসারে ভিন্ন হয়ে থাকে। যেমন এক এক অঞ্চলের উপহার একেকরকম হয় আবার প্রাচীনকালের বিয়ের উপহার একরকম ছিল বর্তমান সময়ে আরেক রকম। তবে আমরা এখন আলোচনা করব বর্তমান সময়ে উপহার নিয়ে। যেগুলোর মাধ্যমে আপনার প্রিয় মানুষটি খুশি হবে সে বিষয়টি।
১০০০ টাকার বিয়ের গিফট আইডিয়া ২০২৩ | Best Gift For Marriage
উপহার দেওয়ার ক্ষেত্রে বেশি কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের দেশের মানুষের। কারণ তার প্রিয় মানুষ কি পছন্দ করবে অথবা কোন জিনিসটা দিলে খুশি হবে সে বিষয় নিয়ে। কেউ মনে করেন এমন কোন উপহার দেওয়া হোক যা দীর্ঘ সময় পর্যন্ত সে ব্যবহার করতে পারে এবং তার উপকারে সেটি কাজে লাগে। আবার কেউ চিন্তা করে উপহারটা এমন হবে সে দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার করতে পারে এবং তাকে মনে রাখুক এমন স্মৃতি।
গার্লফ্রেন্ডের জন্য সেরা উপহার | Birthday Wishes for Girlfriend
অর্থাৎ উপহার দেওয়ার ক্ষেত্রে একেকজনের চিন্তা ভাবনা একরকম হয়ে থাকে। তবে একটি চিন্তা সবার কমন রয়েছে সেটি হচ্ছে কম দামে ভালো গিফট দেওয়া। বাংলাদেশের মানুষ আর্থিকভাবে প্রায় অসচ্ছল প্রতিটি পরিবার। এক্ষেত্রে দেখা যায় ১ হাজার টাকার মধ্যে ভালো গিফট খুজে থাকে যারা উপহার দেয় তারা। তাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ১০০০ টাকার বিয়ের গিফট নিয়ে। আপনি এখান থেকে গিফট আইডিয়া নিয়ে আপনার প্রিয় মানুষকে উপহার দিতে পারবেন নির্দিষ্ট বাজেটের মধ্যে। আসুন তাহলে নিচে থেকে দেখে নেই স্বল্প টাকায় ভালো মানের গিফট কি কি রয়েছে।
১০০০ টাকার বিয়ের গিফট কি কি পাওয়া যায়
ফ্রেমযুক্ত ছবি
বর্তমানে সবার ফোনে ভালো ক্যামেরা রয়েছে যেকোনো সময় একটি ছবি খুব সহজেভাবে তোলা যায়। যদি সেখানে কোন ক্যামেরাম্যান থাকে অথবা আপনার কোন ভালো ক্যামেরা থাকে তাহলে সেটি দিয়ে মগদম্পত্তির ছবি তুলতে পারেন। আর এখন খুব দ্রুত ছবি প্রিন্ট আউট করা যায় এবং তা ফ্রেম করা যায়। তাই আপনি বিয়ে বাড়িতে গিয়ে সর্বপ্রথম যদি নব দম্পতির ছবি তুলতে পারেন তাহলে সেটি তৎক্ষণাৎ প্রিন্ট আউট করে ফ্রেমযুক্ত করে নিবেন। সেই মুহূর্তে যদি আপনি ছবিটি তাকে উপহার দিতে পারেন তাহলে ওই ব্যক্তির সবচেয়ে বেশি খুশি হতে পারে। আর এই গিফটটি তৈরি করতে সাধারণত খরচ হবে আপনার 300 থেকে 500 টাকা। ১০০০ টাকার বিয়ের গিফট এর মধ্যে এটি ধরতে গেলে এক ধরনের ইউনিক একটি রিপ্লাই দেয়া।
নরমাল মেহেদী ডিজাইন ছবি ২০২৩ | Mehndi Design Simple Download
৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট | ডায়েরি
৫০০ টাকার মধ্যে বিয়ের গিফট দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। সে চায় এ জিনিসটা এমন হোক দীর্ঘ সময় পর্যন্ত যাতে ব্যবহার করতে পারে। বর্তমানে আধুনিক হলেও মানুষ এখন তবুও লেখালেখি গুলো বেশি পছন্দ করে। অর্থাৎ তার প্রিয় মুহূর্তগুলো ডাইরেক্ট লিখে থাকতে অনেকেই বেশি পছন্দ করে থাকে। সে যদি লেখালেখি পছন্দ করে তাহলে অবশ্যই তাকে একটি ডাইরেক্ট গিফট করতে পারেন।
ফুলের তোড়া গিফট
আপনি যদি ১০০০ টাকার বিয়ের গিফট দিতে চান তাহলে ফুলের তোড়া দিতে পারেন। এর মূল্য সাধারণত ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে হয়ে থাকে। পূর্বে এর প্রচুর ট্রেন্ড থাকলেও বর্তমান সময়ে এটি কমে গেছে। তাই আবার পুরনো ট্রেন্ড হিসেবে এটি ব্যবহার করতে পারেন আর এটি ব্যবহার করলে অনেক মানুষও খুশি হয়ে থাকে। তবে খেয়াল রাখবেন যদি তাদের ফুলে অ্যালার্জি থাকে তাহলে এ বিষয়টি এড়িয়ে যেতে।
ঘড়ি গিফট
১০০০ টাকার মধ্যে হাজবেন্ড এবং ওয়াইফের জন্য ভালো দুটি করে কিনতে পারবেন। মার্কেটপ্লেসে অনেক ধরনের কাপল ঘড়ি পাওয়া যায়। তাই আপনি চাইলে এই ধরনের প্রোডাক্টও করতে পারেন। এই ঘড়ি তারা দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং আপনাকে স্মরণ করবে। আপনি ১০০০ টাকার বিয়ের গিফট ইংলিশ ভাবে দিতে চান তাহলে একে দিতে পারেন। আমাদের দেশে এখন পর্যন্ত আনকমন।
ঘরের আসবাবপত্র গিফট
আপনারা যদি সম্মিলিতভাবে কয়েকজন একসাথে ১০০০ টাকা করে গিফট দিতে চান তাহলে ঘরের যে কোন আসবাবপত্র দিতে পারেন। যেমন একসঙ্গে ১০ জন বন্ধু যদি ১ হাজার টাকা করে বাজেট করেন তাহলে ১০০০০ টাকা হবে। এক্ষেত্রে আপনারা যে কোন কাঠের একটি ভালো আসবাবপত্র গিফট করতে পারেন। এজন্য আপনাদেরকে পূর্বপরিকল্পনা করে সবাইকে একসঙ্গে হতে হবে এবং কি গিফট দেবেন সেটি নির্ধারণ করতে হবে।
ক্যাশ টাকা গিফট
বর্তমান সময়ে বিয়ের বাজার অত্যন্ত ব্যয় বহুল হয়ে থাকে। গিফটের সময় দেখা যায় একই জিনিস বারবার দেওয়া হয়ে থাকে। যার কারণে এসব ব্যবহৃত অবস্থায় বেশি পড়ে থাকে। অন্যদিকে বিয়ের বাজার এবং অন্যান্য বিষয়ে প্রচুর টাকা খরচ হয়। যদি আপনি তাকে ক্যাশ টাকা গিফট করতে পারেন তাহলে সেটি সবচেয়ে ভালো হয়। সে নিজের মতো করে গিফট কিনে নিতে পারবে অথবা তার প্রয়োজনে টাকাটা ব্যবহার করতে পারবে। বর্তমানে মোবাইল ব্যাংকিং ব্যবহার হয়েছে সর্বত্র তাই তাকে মোবাইলের মাধ্যমে আপনার এই বিয়ের গিফট দিতে পারেন।
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা দেখলেন ১০০০ টাকার বিয়ের গিফট, Best Gift For Marriage সম্পর্কে। প্রিয়জন মানুষের বিয়ের গিফট অথবা জন্মদিনের গিফট সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন।
ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস ছবি ডাউনলোড ২০২৩ | Facebook Status Bangla Download