বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া লাইভ ডু আর ডাই ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে। নকআউট পর্বে যাবার জন্য উভয় দল জিততে হবে। যে দল হরবে ফিফা কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাবে। বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান বলছে শক্তির বিচারে উভয় দল সমানে সমান।
ক্রোয়েশিয়া একাদশে আছেন মদ্রিচের মতন তারকা প্লেয়ার। বেলজিয়াম একাদশে আছেন লুকাকো,হাজার্ডের মতন তারকা প্লেয়ার। তাই বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া লাইভ ম্যাচটি হবে হাড্ডাহাড্ডি।
বেলজিয়াম vs ক্রোয়েশিয়া খেলা কখন?
বেলজিয়াম vs ক্রোয়েশিয়া 1 ডিসেম্বর বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে।
কোথায় হবে?
কতারের আল রাইয়ান শহরের আহমদ বিন আলি স্টেডিয়ামে বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া লাইভ খেলা হবে।
সম্ভাব্য লাইন আপ:
বেলজিয়াম একাদশ ও ফরমেশন।
বেলজিয়াম গত রাশিয় বিশ্বকাপ সেমি ফাইনাল খেলে। কিন্তু কাতার বিশ্বকাপে তারা হুমকির মুখে। ক্রয়োশিয়ার সাথে হারলে বিশ্বকাপ মিশন শেষ। বেলজিয়াম (৩-৪-২-১) এই ফরমেশন নিয়ে মাঠে নামবে।
কর্তোয়া | ভেরটনগেন | কাস্টাগনে | মুনিয়ের |
অ্যাল্ডারভেইরাল্ড | কারাসকো | তিলেমানস | ডি-ব্রুইনা |
লুকাকু | ভিটসেল | হ্যাজার্ড |
ক্রোয়েশিয়া একাদশ ও ফরমেশন :
ক্রোয়েশিয়া বেলজিয়ামের সাথে (৪-৩-৩) এই ফরমেশনে খেলবে।
আজকের ফিফা বিশ্বকাপ ম্যাচে ক্রোয়েশিয়ার সম্ভাব্য একাদশ।
লিভাকোভিচ | গার্দিওল | লোভরেন | জুরানোভিচ |
সোসা | মদ্রিচ | কোভাচিচ | ব্রোজোভিচ |
পেরিসিচ | ক্রামারিচ | লিভাজা |
বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া সম্ভাব্য স্কোর।
বেলজিয়াম ৩-২ ক্রোয়েশিয়া। রাশিয়া ফিফা বিশ্বকাপের ফাইনালিস্ট কাতারে ছন্দ নেই। বেলজিয়াম জিততে পারে। কেননা বেলজিয়াম শক্তির বিচারে এগিয়ে। লুকাকো, হাজার্ডদের মতন তারকা প্লেয়ার রয়েছে বেলজিয়ামের।
নক আউট পর্ব কাতার বিশ্বকাপ সময়সূচী ২০২২: ফিফা বিশ্বকাপ রাউন্ড অফ ১৬ যারা খেলবে
বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া পরিসংখ্যান।
বেলজিয়াম বনাম ক্রোয়েশিয়া শেষ দুই ম্যাচে বেলজিয়াম জিতে। রোমেলু লুকাকু ছিলেন প্লেয়ার অফ দ্যা ম্যাচ।
বেলজিয়াম ও ক্রোয়েশিয়া মোট আটবার খেলে। বেলজিয়াম যেমন তিনটি ম্যাচ জিতে, তেমনি ক্রোয়েশিয়াও তিনটি ম্যাচ জিতে। আর দুইটি ম্যাচ ড্র হয়।
মোবাইলে ফিফা বিশ্বকাপ লাইভ দেখার উপায় | কাতার বিশ্বকাপ ২০২২ লাইভ দেখার অ্যাপ
FIFA World Cup 2022 Live: ফিফা বিশ্বকাপ লাইভ, কতার বিশ্বকাপ লাইভ মোবাইলে দেখার নিয়ম ২০২২