বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩ | Bd Navy Nabik circular 2023

মাহফুজুর রহমান
বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩ | Bd Navy Nabik circular 2023

স্কলার্শমির আজকের আর্টিকেলে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩। এছাড়াও একই নিয়োগে রয়েছে নৌবাহিনী এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি। যাদের সমুদ্র জয়ের নেশা রয়েছে তারা এখনই আবেদন করে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করার সুযোগ গ্রহণ করে নিন। ‌

কিশোর বয়স থেকে একটি প্রবণতা থাকে সমুদ্র জয়ের। ‌কিন্তু এ প্রবণতা কখনো কখনো হারিয়ে যায়। তবে যারা কঠোর চেষ্টা করে তারাই একমাত্র টিকে থাকতে পারে। কেউ সুযোগ পায় আবার কেউবা সুযোগ হারায়। সমুদ্রর জয়ের অন্যতম একটি সুযোগ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক এবং এমওডিসি পদে যোগদান করা। তাহলে এক ঢিলে দুই পাখি মরবে। অর্থাৎ আপনার সমুদ্রের জয়ের নেশাটাও পূরণ হবে এবং সরকারি চাকরি নামের সোনার হরিণ পেয়ে যাবেন।

এছাড়া বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করা অনেকেরই একটি স্বপ্ন থাকে। ‌আর আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার এই স্বপ্ন পূরণের একটি সুযোগ পেতে যাচ্ছেন। মাত্র এসএসসি পাশের যোগ্যতায় এ চাকরির আবেদন করতে পারবেন।

বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩

আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা যা যা জানতে পারবো

  • নাবিক ও এমওডিসি আবেদনের যোগ্যতা
  • আবেদনের সময়সীমা
  • আবেদন পদ্ধতি
  • সরকারি চাকরির সুযোগ সুবিধা

যোগ্যতা
নাবিক এবং এমওডিসি পদে আবেদন করার জন্য নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই যোগ্যতা থাকতে হয় সাধারণত শিক্ষা বিষয় এবং শারীরিকভাবে। অন্যান্য পরীক্ষার মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্তভাবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে পারেন। বিস্তারিত আলোচনা করা হলো:

নাবিক এবং এমওডিসিতে বেশ কয়েকটি পদ রয়েছে। এই সকল পদ অনুসারে শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। পদ এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হলো।‌ বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে সকল শিক্ষাগত যোগ্যতা নিম্নরূপ:

পদের নাম শিক্ষাগত যোগ্যতা

কমিউনিকেশন ও টেকনিক্যাল, সিম্যান বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে এইচএসসি পাশে উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে। তবে টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে উক্ত বিষয়ে পাস হলে তাদেরকে অগ্রধিকার দেওয়া হবে। ‌ পরীক্ষায় মোট জিপিএ ৩.৫০ থাকতে হবে সর্বনিম্ন।
মেডিকেলসএসসিতে ৩.৫০ সহ বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। ‌তবে এক্ষেত্রে অবশ্যই জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে। ‌
রাইটার, পেট্রোল ম্যান, স্টোর এবং এমওডিসি শিক্ষার্থীদের সর্বনিম্ন জিপিএ ৩.০০ সহ যে কোন বিষয়ে এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে ‌।
কুক ও স্টুয়ার্ডযেকোনো বিষয়ে এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে এবং সর্বনিম্ন জিপিএ ২.৫০ থাকতে হবে।
টোপাস যেকোনো বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। ‌

শারীরিক যোগ্যতা বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩

সিম্যান৫ ফুট ৬ ইঞ্চিস্বাভাবিক অবস্থায় ৩০ এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি
পেট্রোল ম্যান৫ ফুট ৮ ইঞ্চিস্বাভাবিক অবস্থায় ৩০ এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি
এমওডিসি৫ ফুট ৬ ইঞ্চিস্বাভাবিক অবস্থায় ৩০ এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি
অন্যান্য৫ ফুট ৪ ইঞ্চিস্বাভাবিক অবস্থায় ৩০ এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি

বয়স: বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩ অনুসারে প্রার্থীর বয়স ১৭ থেকে ২০ বছর পর্যন্ত হতে হবে। এমওডিসি পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছরের মধ্যে। প্রার্থীর এই বয়স ঘটনা হবে পহেলা জুলাই ২০২৩ থেকে।

যেসব কারণে প্রার্থী অযোগ্যতা বলে বিবেচিত হবে:

  • দেশের প্রচলিত আইন অনুসারে দোষী সাব্যস্ত, বন্দী, আটক কিংবা গ্রেপ্তার হলে।
  • সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে
  • দৈত্ব নাগরিকত্ব থাকলে
  • বিবাহিত হলে

এ পদের জন্য শুধুমাত্র ছেলেরা আবেদন করার সুযোগ পাবে। ‌

আবেদনের সময়সীমা
বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে আবেদনের সময় শুরু হচ্ছে 1 march 2023 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 March 2023.

আবেদনের পদ্ধতি
বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে হলে প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে joinnavy.navy.mil.bd.

  • আবেদন করার জন্য প্রথমে একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস দিতে হবে। ‌ সবচেয়ে ভালো হয় যদি কম্পিউটার ব্যবহার করা যায়।
  • এরপর এই লিংকে প্রবেশ করুন। ‌লিংকটিতে প্রবেশ করার পর প্রথমে জব ডিস্ক্রিপশন থেকে এর সম্পর্কে ভালোভাবে তথ্য জেনে নিবেন।
  • তারপর Apply now বাটনে ক্লিক করুন। ‌ প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
  • তথ্য সাবমিট করার পর টেলিটক, বিকাশ, রকেট, নগদ সহ অন্যান্য মোবাইল ব্যাংকের মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। যা সম্পূর্ণ অফেরত যোগ্য। বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদন করার পর ফ্রি ডাউট কপি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখতে হবে। কারণ পরবর্তী সময়ে যখন পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে তখন প্রিন্ট আউট কপির প্রয়োজন হবে।

নাবিক পদের বেতনাদি এবং সুযোগ সুবিধা
বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩ তে বেতন স্কেল সম্পর্কে জানানো হয়নি। তবে সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী নাবিকদের ভেতর দেওয়া হবে। এছাড়া দেওয়া হবে চিকিৎসা, খাওয়া, থাকা এবং পোশাক সুবিধা। আরো রয়েছে রেশনের সুবিধা। নৌ বাহিনী থেকেও এখন দেশের বাইরে যাওয়ার সুযোগ রয়েছে। ‌ এছাড়াও সন্তানদের বিভিন্ন ক্যাডেট কলেজে এবং মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য রয়েছে বিশেষ সুযোগ।

নির্বাচন পদ্ধতি
অনলাইনে আবেদন করার পর প্রার্থীকে নিজ নিজ জেলার কেন্দ্রে উল্লেখিত সময়ে উপস্থিত থাকতে হবে। ‌ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র সংজ্ঞা দিতে হবে। কাগজপত্র সঠিক থাকলে প্রার্থীকে শারীরিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং এরপর কয়েকটি বিষয়ে পরীক্ষা লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা চূড়ান্ত ভর্তির সুযোগ পাবে। এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩ এ।

নাবিক ও এমওডিসি পদে আবেদনের যোগ্যতা কি?

কমপক্ষে এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে

নৌবাহিনীতে কি রেশন সুবিধা রয়েছে?

হ্যাঁ অবশ্যই নৌবাহিনীতে রেশন এবং রিটায়ার্ড সুবিধে রয়েছে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস ট্র্যাকিং পদ্ধতি | Sundarban Courier Service Tracking 2023

সাপ্তাহিক চাকরির খবর ১০ মার্চ ২০২৩

বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Bd army sainik circular 2023

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।