বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বই তালিকা | BCS Preparations Book List

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বই তালিকা আপনাদের সাথে শেয়ার করব। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বুকলিস্ট গুলো যারাই Follow করবেন তারা বিসিএস এ যদিও আশানুরূপ ফল না করেন কিন্তু আরো অনেক চাকরির পরীক্ষা আছে তাতে ও কাজে লাগবে।কেন আমরা পারবনা ইনশাআল্লাহ আপনারা পারবেন আল্লাহ আপনাদের সহায় থাকবেন চেষ্টা চালিয়ে যাবেন পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। কিন্তু মনে রাখতে হবে আপনাকে বই এর পোকা হতে হবে,যদি লক্ষ্যে পৌঁছতে হয়।

যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলে পাইতে পার অমূল্য রতন।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট:

বাংলা ভাষা ও সাহিত্য:

ক, নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই।

খ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড, সৌমিত্র শেখর।

গ, MP3 বাংলা জর্জ সিরিজ ।

ঘ, প্রফেসর বাংলা ভাষা ও সাহিত্য।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট এ বাংলা বিষয়ের উপর সবগুলো তথ্য আপনাকে অবশ্যই জানতে হবে।

বাংলা থেকে বাংলা সাহিত্য , বাংলা ব্যাকরণ ,কবির পরিচিতি , লেখক পরিচিতি, তাদের যাবতীয় তথ্য , উপন্যাস,কাব্যগ্ৰন্থ, ইত্যাদি যাবতীয় বিষয় গুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে।

আরোও পড়ুনঃ বিসিএস পরীক্ষা দিতে যোগ্যতা কি কি প্রয়োজন?

বিসিএস পরীক্ষার সিলেবাস ও মানবন্টন

এছাড়াও বাংলা ব্যাকরণ এর যাবতীয় বিষয় গুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বুকলিস্ট এ আরেকটি বিষয় হচ্ছে:

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বই তালিকা
বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বই তালিকা

English Grammar book for BCS Exam

ক, English Tutor by Kabial Noor.

খ,প্র্যাকটিসের জন্য : English For Competitive Exam.

গ, সাহিত্য Miracle অথবা A Hand Book An English Literature.

এছাড়াও ইংরেজি গ্ৰামার সম্পর্কে প্রাথমিক সবগুলো ধারণা থাকতে হবে।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট এ আরেকটি বিষয় হচ্ছে,

গানিতিক যুক্তি ও মানসিক দক্ষতা: Mathematics book for BCS Exam

ক, পঞ্চম শ্রেণীর, ষষ্ঠ শ্রেণীর,সপ্তম শ্রেণীর,অষ্টম শ্রেণীর,নবম শ্রেণীর, দশম শ্রেণীর বোর্ড বই গুলো।

খ, Math Tutor by Kabial Noor.

প্রাকটিস এর জন্য George’s Math Review.

প্রফেসর ম্যাথ।

গ, George’s Mental Ability.

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট এ আরেকটি বিষয় হচ্ছে ।

সাধারন বিজ্ঞান: General knowledge book for BCS Exam

ক,নবম ও দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বোর্ড বই।

খ, অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বোর্ড বই।

গ, Science Tutor _রেজওয়ানুল ইসলাম।

ঘ, GEORGE’S MP3 দৈনন্দিন বিজ্ঞান।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট এ আরেকটি বিষয় হচ্ছে :

COMPUTER ও তথ্য প্রযুক্তি:

ক, একাদশ ও দ্বাদশ শ্রেণির ICT বোর্ড অনুমোদিত বোর্ড বই ( মাহবুবুর রহমান).

খ, নবম ও দশম শ্রেণীর ICT বই।

খ, Easy Computer তথ্য প্রযুক্তি।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাংলাদেশ বিষয়াবলী :

ক, নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা বোর্ড বই।

খ, MP3 বাংলাদেশ বিষয়াবলী ( জর্জ সিরিজ).

গ, সাম্প্রতিক ALAS Semprotik Hour/Recent View.

গ, সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান ( আরিফ খান).

ঘ, অসামপ্ত আত্মজীবনী ( শেখ মুজিবুর রহমান).

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বুকলিস্ট এ আরেকটি বিষয় হচ্ছে ।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট এ আরেকটি বিষয় হচ্ছে:

সাধারন জ্ঞান , আন্তর্জাতিক বিষয়াবলী:

ক, বিশ্ব রাজনীতির একশো বছর ( তারেক শামসুর রহমান).

খ, MP3 আন্তর্জাতিক বিষয়াবলী ( জর্জ সিরিজ).

গ, প্রথম আলো পত্রিকার মাসিক ম্যাগাজিন.

পত্রিকার গুলো অনেক গুরুত্বপূর্ণ । কেননা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অনেক বিষয় আছে যেগুলো পত্রিকার মাধ্যমে আমরা শিখে থাকি।তাই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট এ আরেকটি অন্যতম বিষয় হচ্ছে পত্রিকা । তবে পত্রিকা পড়ার নিয়ম জানতে হবে কিভাবে পড়বেন কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসবে তা পত্রিকায় আনডারলাইন করে করে খাতায় নোট করবেন তারপর আপনি সেগুলো শিখবেন দেখবেন পত্রিকা থেকে ও অনেক প্রশ্ন আপনার কমন পড়বে ইনশাআল্লাহ।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা + নৈতিকতা ও মূল্যবোধ এবং সুশাসন:

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন থেকে অনেক প্রশ্ন প্রিলিমিনারি পরীক্ষায় আসে।

ক, উচ্চ মাধ্যমিক পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র।

খ, প্রফেসর নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন।

গ, ভূগোল পরিবেশ দূর্যোগ ব্যবস্থাপনা।

ঘ,, মাধ্যমিক নবম ও দশম শ্রেণীর ভূগোল ও বিজ্ঞান বই।

ঙ, এছাড়া ও MP3 জর্জ সিরিজ।

এছাড়াও

BASIC VIEW ( নাঈম হোসেন).

BACIC TO Advance MATH.

লুৎফর রহমান এর রচনা সমগ্র।

কাজী নজরুল ইসলাম এর উপন্যাস।

GEORES বাংলা ভাষা ও সাহিত্য।

অগ্ৰদূত আন্তর্জাতিক বিষয়াবলী।

MENTAL ABILITY

Professor Job Solution.

বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক।

এছাড়াও ডাইজেষ্ট বইটি সাথে রাখবেন।

পত্রিকা প্রথম আলো ।

THE DAILY STAR.

ইত্যাদি পত্রিকা আবশ্যক আপনার চাকরি জীবনে।

বি,দ্র, বিগত সালের সবগুলো প্রশ্ন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট এ এটি আরেকটি অন্যতম বিষয়।

পরিশেষে একথাই বলতে চাই কিছু পেতে হলে আপনাকে অবশ্যই কিছু ত্যাগ স্বীকার করতে হবে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির বুকলিস্ট এ মা আছে তার চেয়ে আপনাকে আরো বেশি বেশি জানতে হবে আপনার স্বপ্ন পূরণ করতে হলে। ভূল হলে ক্ষমা করবেন এবং কমেন্ট করবেন।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button