বিসিএস ক্যাডার বেতন স্কেল ২০২২ | বিসিএস ক্যাডারের বেতন কত হয়?

আজকে আপনাদের সাথে আমি বিসিএস ক্যাডার , বেতন এবং পরীক্ষার ধাপ শেয়ার করব হয়তো আপনাদের একটুও কাজে লাগবে। তাহলে যেনে নিন। বিসিএস ক্যাডার বেতন স্কেল ২০২২, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বেতন কত? পরিক্ষার ধাপসমূহ সম্পর্কে

বিসিএস ক্যাডার কি:

BCS CADER : Bangladesh Civil Service.

বিসিএস এ উত্তীর্ণ হয়ে যারা ক্যাডার পান তাদের কে বিসিএস ক্যাডার বলা হয়। বাংলাদেশ এ দু রকম এর চাকরির কথা আজ একটু শেয়ার করলাম ।

একটি হচ্ছে সামরিক চাকরি বা Military.

আরেকটি হচ্ছে বেসামরিক চাকরি বা Bangladesh Civil Service.

সামরিক চাকরি বলতে বুঝায়, Army, Navy, Air force

আর সামরিক চাকরিতে অফিসার বাছাই করা হয় ISSB বা Inter service Selection board দ্ধারা।

বেসমারিক চাকরি হচ্ছে Bangladesh Civil Service বাBCS.

বেসামরিক চাকরিতে অফিসার নিয়োগ বা বাছাই করা হয় PSC ,বা Public service commissionদ্ধারা।

বেসামরিক চাকরিতে PSC ছাড়াও অনেক Autonomous Organization দ্ধারা বা নিজেরাই নিয়োগ দিয়ে থাকে।যেমন University Teacher , ইউনিভার্সিটির কর্তৃপক্ষ নিয়োগ দিয়ে থাকেন।

সরকারি চাকরির বেতন স্কেল, গ্ৰেডিং সিস্টেম ও অন্যান্য সুযোগ সুবিধা

এছাড়াও সহকারী BJSC JUDGE দের পরীক্ষা তারা নিয়ে থাকে।

তবে সবচেয়ে বেশি সংখ্যক অফিসার নিয়োগ করা হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে,আর PSC বা পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষাটির আয়োজন ও নিয়ে থাকে।

PSC বা Public service commission :

PSC বা Public service commission হচ্ছে একটি কমিশন আর একটি কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান আর কয়েকজন সদস্য নিয়ে।

নির্বাচন কমিশন এর কাজ নির্বাচন গঠন করা ,দুর্ণীতি কমিশন এর কাজ দুর্ণীতি দমন করা , ঠিক তেমনি PSC এর কাজ বিসিএস পরীক্ষা গঠন ও কার্যক্রম পরিচালনা করা।

বিসিএস পরীক্ষার ধাপ সমূহ

বিসিএস বা বাংলাদেশ সিভিলে সার্ভিস এর অনেক ধরনের চাকরি রয়েছে টিক তেমনি ক্যাডার ও রয়েছে অনেক টি।

২৬ টি ক্যাডার এর নাম আপনাদের সাথে শেয়ার করলাম,

সাধারন ক্যাডার এর মধ্যে রয়েছে

১, বিসিএস প্রশাসন।

২ , বিসিএস আনসার।

৩, বিসিএস নিরীক্ষা ও হিসাব।

৪, বিসিএস সমবায়।

৫, বিসিএস শুল্ক ও আবগারি।

৬, বিসিএস পরিবার পরিকল্পনা।

৭, বিসিএস খাদ্য।

৮, বিসিএস পররাষ্ট্র।

৯, বিসিএস তথ্য।

১০, বিসিএস পুলিশ।

১১ বিসিএস ডাক।

১২, বিসিএস রেলওয়ে।

১৩ বিসিএস পরিবহন ও বানিজ্যিক।

১৪, বিসিএস কর।

১৫, বিসিএস বানিজ্য।

প্রফেশনাল ক্যাডার,

১, বিসিএস সড়ক জনপথ।

২, বিসিএস গনপূর্ত।

৩, বিসিএস জনস্বাস্থ্য , প্রকৌশল ও বন।

৪, বিসিএস রেলওয়ে ও কাষ্ট।

৫, বিসিএস সম্পদ।

৬, বিসিএস পশু সম্পদ।

৭, বিসিএস মৎস্য।

৮, বিসিএস পরিসংখ্যান।

৯, বিসিএস কারিগরি শিক্ষা।

১০, বিসিএস কৃষি।

১১, বিসিএস সাধারন শিক্ষা।

সাধারন বয়স ২১- ৩০

মুক্তিযোদ্ধার সন্তান এর জন্য বয়স ২১- ৩২.

উচ্চতা পুলিশ ও আনসার

পুরুষ ৫’৪

মহিলা ৫ ফুট।

অন্যান্য ক্যাডার

পুরুষ ৫ ফুট

মহিলা ৪’ ১০ ইঞ্চি।

বাংলাদেশ জনপ্রশাসক মন্ত্রণালয় হিসাব রাখে যে বাংলাদেশ এ কতজন চাকরি জীবি আছে কতজন অবসর এ যাবেন এবং পাবলিক সার্ভিস কমিশন বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসক মন্ত্রণালয় এ চিঠি পাঠাবে এবং জনপ্রশাসক মন্ত্রণালয় থেকে জানানো হবে এ বছর কতজন বিসিএস অফিসার নিবে এবং ক্যাডার নিয়োগ দেয়া হবে এবং পাবলিক সার্ভিস কমিশন বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেবে।

বিসিএস পরীক্ষার ধাপ

  • ১ , প্রিলিমিনারি পরীক্ষা / MCQ পরীক্ষা হবে ২০০ মার্কের।
  • ২, লিখিত পরীক্ষা ৯০০ মার্কের ।
  • ৩, মৌখিক বা ভাইভা পরীক্ষা ২০০ মার্কের।

প্রফেশনাল ক্যাডার এর জন্য ৯০০ মার্ক থাকবে

  • বাংলা ১০০ মার্কের।
  • ইংরেজী ২০০ মার্ক।
  • বাংলাদেশ বিষয়াবলী ২০০ মার্কের ।
  • আন্তর্জাতিক বিষয়াবলী ১০০ মার্কের।
  • গানিতিক যুক্তি ১০০ মার্কের।
  • প্রাসঙ্গিক বিষয় ২০০.
  • মোট ৯০০ মার্ক।

বিসিএস পরিক্ষার প্রস্তুতির জন্য যেসব বই পড়বেন

কেউ যদি সাধারণ ক্যাডার ও প্রফেশনাল ক্যাডার দুটি ই পরীক্ষা দিতে চায় তাহলে সাধারণ ক্যাডার থেকে ৯০০ মার্ক এর এবং সংশ্লিষ্ট বিষয় থেকে আরো ২০০ মার্কের মোট ১১০০ মার্ক এর পরীক্ষা দিতে হবে ।

বিসিএস এ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা আর ও ২০০ মার্কের দিতে হবে।

এবার বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা তৈরি করে পাবলিক সার্ভিস কমিশন এবং সুপারিশ পত্র জনপ্রশাসক মন্ত্রণালয় এ পাঠাবে তারপর নির্বাচিত প্রার্থীদের verification এবং স্বাস্থ্য পরীক্ষা করে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ গেজেটেড এ নাম প্রকাশ করা হবে। তাদের বলা হয় গেজেটেড অফিসার।

তারপর তাদের নিয়োগ পদোন্নতি দেয়া হবে।

ধরুন বিসিএস ক্যাডার সর্বমোট অফিসার নেয়া হবে ২৫০০ জনকে, কিন্তু বিসিএস এ উত্তীর্ণ ক্যাডার দেখানো হল ৪৫০০ জনকে।এই ৪৫০০ জন থেকে ২৫০০ জন ক্যাডার পাবেন বাকি ২০০০ জন নন ক্যাডার। অর্থাৎ তারা ক্যাডার পাননি। তাদের কে বিভিন্ন মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হবে। তাদের প্রথম দ্ধিতীয় শ্রেনী ধরে নিয়োগ দেয়া হবে।

বিসিএস ক্যাডার বেতন স্কেল ২০২২

BCS Pay scale 2015 অনুযায়ী

আমি আপনাদের সাথে বিসিএস এর ২০১৫ এর বেতন স্কেল শেয়ার করলাম।

  • গ্ৰেড ১, বেতন ৭৮০০০ পাবেন সচিব পদ মর্যাদার চেয়ারম্যান গন।
  • গ্ৰেড ২, বেতন ৬৬০০০ পাবেন NBR ,,Addl,IGP.
  • গ্ৰেড ৩, বেতন ৫৬০০০ পাবেন DIG, বিভাগীয় কমিশনার প্রফেসর,NBR কমিশনার।
  • গ্ৰেড,৪, বেতন ৫০০০০ পাবেন পুলিশ এর এডিশনাল DIG,
  • গ্ৰেড ৫, বেতন ৪৩০০০ পাবেন পুলিশ এর এস,পি, ডি,সি।
  • গ্ৰেড,৬, বেতন ৩৫০০০ পাবেন পুলিশ এর এডিশনাল এসপি, এবং টি,এন ,ও।
  • গ্ৰেড,৭, বেতন ,২৯০০০ পাবেন পুলিশ এর সিনিয়র এএসপি।
  • গ্ৰেড,৮, বেতন ২৩০০০ Allowance.
  • গ্ৰেড,৯, বেতন ২২০০০ পাবেন সকল প্রথম শ্রেণীর চাকরিজীবীরা।
  • গ্ৰেড,১০, বেতন ১৬০০০ পাবেন দ্ধিতীয় শ্রেনীর চাকরিজীবীরা।

বিসিএস পরিক্ষা দেওয়ার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন

আরো কয়েকটি গ্ৰেড আছে আমি আপনাদের সাথে কয়েকটি গ্ৰেড শেয়ার করলাম।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিসিএস ক্যাডারসমূহ এবং ৯ম গ্ৰেডে সরাসরি নিয়োগ প্রাপ্ত কর্মচারীগণ এর বেতন জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৯ম গ্ৰেডে একটি অতিরিক্ত অগ্ৰিম বেতন বৃদ্ধির সুবিধাসহ নির্ধারিত হইবে। অর্থাৎ তাহাদের নির্ধারিত প্রারম্ভিক বেতন হবে ২২০০০+১১০০=২৩১০০টাকা।

অর্থাৎ ,৯ম গ্ৰেডের ক্যাডাররা ইনক্রিমেন্ট পেয়ে থাকে প্রথম নিয়োগ নিয়ে ই।

পরিশেষে একটি কথাই আপনাদের সাথে বিসিএস বেতন, বিসিএস পরীক্ষার ধাপ নিয়ে সামান্য শেয়ার করলাম ভূল থাকতে পারে ভূল হলে ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানান।

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button