কোন ব্যাংকে কত টাকা লাভ দেয়

আমাদের প্রত্যেকের কিছু না কিছু পরিমাণ অর্থ রয়েছে। আর এই অর্থকে নিরাপদে রাখার জন্য ব্যাংকে টাকা রাখেন। কিন্তু ব্যাংকে টাকার রক্ষার সময় কোন ব্যাংকে কত টাকা লাভ দেয় সে বিষয়টি অনেকেই জানতে চান। কেননা ব্যাংকে টাকা রেখে যদি সেখান থেকে প্রফিট হয় তাহলে মন্দ কিসের? তাই উক্ত বিষয় নিয়ে আলোচনা করব।

আমরা ব্যাংকে টাকা বা অর্থ রাখার বিনিময়ে অতিরিক্ত যে অর্থ বা টাকা পাই। সেটা প্রফিট হিসাবে বললেও ধরা হয়ে থাকে সুদ। এর পরিমাণ একদম কম হলেও সেটি সুদের আওতাধীন হয়। কেননা কোন অর্থ জমা রাখার বিনিময়ে নির্দিষ্ট অর্থ পাওয়াই হচ্ছে সুদ। যদি সেটি কোন নির্দিষ্ট কাজে ব্যবহার করে লাভ বা ক্ষতির নির্দিষ্ট অংশীদার হিসাবে রাখা হয় ভাগ নেওয়া হয় থাকে তাহলে সেটি সুদের আওতাভুক্ত হয় না। এক্ষেত্রে যারা এখানে টাকা রাখবেন তাদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়টি খেয়াল রাখতে হবে। এখন যারা মুসলমান তাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে কেননা সুদ নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য উভয়ে নিষেধ আছে ব্যাপক হারে। অনেকে জানতে চান যে তাহলে টাকা নিরাপদে রাখবো কিভাবে। টাকা নিরাপদে রাখার জন্য আপনি ব্যাংকে রাখতে পারেন সে ক্ষেত্রে একাউন্টের টাকা জমা রাখার জন্য অন্যান্য মাধ্যম রয়েছে প্রত্যেকটি ব্যাংকে। অর্থাৎ সেটি হচ্ছে সেভিংস একাউন্ট। এখানে যেকোনো সময় টাকা রাখতে পারবেন আবার যেকোনো সময় টাকা তুলতে পারবেন। এই ধরনের সুযোগ সুবিধা থাকে এখানে। আপনারা এই ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আর এখানে থাকা রাখতে পারেন।

কোন ব্যাংকে কত টাকা লাভ দেয়

এখন আসছি আলোচনার মূল বিষয়। যারা ব্যাংকে টাকা রাখতে চান তার বিনিময়ে প্রত্যেক মাসে কিছু অর্থ পেতে চান তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের এফডিআর কিংবা সঞ্চয়পত্র। বিভিন্ন ব্যাংক অনুসারে এই টাকার পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে এখানে যারা টাকা রাখেন তাদের ন্যূনতম এক লক্ষ টাকা রাখার প্রয়োজন হয়ে থাকে। এই এক লক্ষ টাকা রাখতে হয় নির্দিষ্ট কিছু সময়ের জন্য। রয়েছে তিন মাস, ‌ ছয় মাস এবং ৭ মাস সহ অন্যান্য দিন। এখন আপনাদের এমন একটি তালিকা দিব যে হিসেবে আপনারা বিভিন্ন ব্যাংকগুলোতে প্রতি লক্ষে কত টাকা দেওয়া হয় সে বিষয় সম্পর্কে অবগত হতে পারবেন।

এনআরবি ব্যাংক – ৩ থেকে ৬ মাস সময়ের সুদ ৫% থেকে ১০.৫০%, ছয় মাস থেকে এক বছরের বেশি সময়ের জন্য ৬.৫০% থেকে ১০.৭৫% সুদ দিচ্ছে ব্যাংকটি। তিন বছরের বেশি সময়ের আমানতের সুদ মিলছে ১২% থেকে ১৩.৪৬%।

ইসলামী ব্যাংক – ১০% থেকে ১১% এবং এক্সিম ব্যাংক ১০.৫০% থেকে ১১.৫০% পর্যন্ত মুনাফা দিচ্ছে। এছাড়া ৯% থেকে ১১% মুনাফা দিচ্ছে আল-আরাফাহ্, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, শাহজালাল, এক্সিম, ইউনিয়ন, আইসিবি ইসলামিক গ্লোবাল এবং স্ট্যান্ডার্ড ব্যাংক।

৬.৩২% থেকে ৯% পর্যন্ত আমানতকারীদের সুদ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী, জনতা, অগ্রণী, বিডিবিএল, পিকেবি, রাকাব এবং বিকেবি।

আশা করা যাচ্ছে আপনারা জানতে পেরেছেন কোন ব্যাংকে কত টাকা লাভ দেয় সে বিষয়ে সম্পর্কে। এখানে সাধারণত এই হিসেবগুলোর মাধ্যমে এখানে অতিরিক্ত টাকা প্রদান করে থাকে। আমাদের ওয়েবসাইটে সেভিংস একাউন্ট রিলেটেড আর্টিকেল রয়েছে সেখান থেকে আপনারা উঠতে এখন সম্পর্কে সকল ধারণা পেয়ে যাবেন।

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button