সর্বশেষ অনুসারে আজকে আপনাদেরকে জানাবো শনিবার কোন কোন জেলায় কারফিউ জারি করা হয়েছে। আসুন এখন আমরা সে বিষয়টি জেনে নেই এই কারফিউ কত সময় বিদ্যমান থাকবেন এবং কোন কোন অঞ্চলে চলমান থাকবে।
জুলাই মাসের শুরু থেকেই চলমান ছিল কোটা বিরোধী আন্দোলন। বর্তমান সময়ে এ আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় এমনকি তাদের এ আন্দোলন সফল হয়ে যায়। তবে এই আন্দোলনের মধ্যে মারা গেছেন প্রায় কয়েক শতাধিক মানুষ যার মধ্যে ছিল শিক্ষার্থী পুলিশ সহ অন্যান্য সাধারণ জনতারা। তাদের এই রক্তের বিনিময়ে পেয়েছে ৫৬% কোটা থেকে তাই ৭ শতাংশ কোটা। এখন প্রজ্ঞাপন জারি মাধ্যমে এটি চূড়ান্ত পর্যায়ে কার্যকর করা হচ্ছে। এই সংক্রান্ত বিষয় এখন প্রায় শেষের দিকে কিন্তু এখন পর্যন্ত রয়েছে কারফিউ। যার কারণে অনেকটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে পারতেছ না দেশ। যেমন বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। এছাড়াও সারা বাংলাদেশ জুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল। যদিও মঙ্গলবার থেকে সীমিত আকারে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হয় কিন্তু মোবাইল ডাটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। খুব শীঘ্রই এর কানেকশন দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
শনিবার কোন কোন জেলায় কারফিউ জারি করা হয়েছে
এই আন্দোলন চলাকালীন সময় বেশ হতো হয় এবং বেশ অপ্রিতিকর ঘটনা ঘটে যায় সারা দেশ জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গায় চলে আন্দোলন এবং বিক্ষোভ। উত্তপ্ত পরিবেশকে শান্ত করতে দফায় দফায় দেওয়া হয় কারফিউ। যাতে করে পরিবেশ শান্ত হয় এবং উত্তপ্ত বিরাজমান না করে।
গত বৃহস্পতিবার পর্যন্ত কারফিউ বিরাজমান থাকলেও শুক্রবারে সাপ্তাহিক ছুটি র কারণে আর কারফিউ বন্ধ থাকবে না। অন্যান্য দিনগুলোতে সারা বাংলাদেশ শনিবারে সীমিত আকারে কারফিউ বিদ্যমান রাখা হয়েছে। পূর্বে দিনগুলোতে বিকেলের দিকে বেশ কয়েক ঘন্টার জন্য শিথিল করে দেয়া হয়েছে এই সকল কারফিউ । যাতে জনসাধারণ তাদের প্রয়োজনীয় কাজগুলো করে নিতে পারেন। আবার শনিবারে ঢাকা সহ চারটি জেলাতেই পারফিউ চলমান থাকবে। আর এই জেলাগুলা হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী।
আরো দেখুনঃ চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট
তবে এটি শিথিল থাকবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং এর বাইরে সময় গুলোতে চলমান থাকবে কারফিউ। এ বিষয়ে পরবর্তী সকল আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং দেখে নিন সর্বশেষ খবর গুলো।