বাংলাদেশ জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান: সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ যেকোন নিয়োগ পরীক্ষার জন্য । বিসিএস পরীক্ষা , প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ যাবতীয় পরীক্ষার জন্য এই সব সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ।
সাধারণ জ্ঞান MCQ বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কে:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা জাতীয় সংসদ । এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০ জন যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০ টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্য গন নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচিত হন।
প্রশ্ন ..…………………………….উত্তর
- বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক ……. শাপলা ।
- বাংলাদেশের জাতীয় সংসদ ……. এককক্ষ বিশিষ্ট।
- বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা ……….৩৫০ ( ৩০০ নির্বাচিত,৫০ সংরক্ষিত নারী আসন)।
- জাতীয় সংসদের কোথায় হয় ……..৬০ জনে ।
- জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন ……… রাষ্ট্রপতি।
- সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার ডাকা বাধ্যতামূলক…….৬০ দিনে ।
- বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজ কর্মের জন্য কার কাছে দায়ী …….. জাতীয় সংসদের কাছে ।
- জাতীয় সংসদ ভবনের ভিত্তি প্রস্তর কবে স্থাপন করা হয় ……..১৯৬২ সালে ।
- জাতীয় সংসদ ভবনের স্থপতি …… লুই আই কান ।
জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান বা প্রশ্নোউত্তর বাংলাদেশ ও বিশ্ব :
- লুই আই কান কোন দেশের নাগরিক ..…. যুক্তরাষ্ট্রের নাগরিক।
- বাংলাদেশ গনপরিষদের প্রথম স্পিকার ….. শাহ আবদুল হামিদ ।
- স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদে প্রথম স্পিকার ছিলেন …….. মোহাম্মদ উল্লাহ।
- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় …..৭ মার্চ ১৯৭৩ সালে ।
- বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়……..৫ জানুয়ারি ২০১৪ ।
- সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের বৈঠকের মধ্যে কতদিনের বেশি বিরতির থাকবে না …..৬০ দিন ।
- বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়……৭ এপ্রিল ১৯৭৩ সালে ।
- প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কাল …….৫ বছর ।
- তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাস হয় ……১৯৯৬ সালে ।
- বাংলাদেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স …….২৫ বছর ।
- বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সর্বনিম্ন বয়স…..৩৫ বছর ।
- একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাহিরে থাকতে পারবে ….৯০ দিন।
- প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কাল…..৫ বছর ।
- বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় ….. ১৯৮৫ সালে ।
জাতীয় সংসদ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় এই গুলো যেকোন নিয়োগ পরীক্ষায় আসে যেমন , শিক্ষক নিবন্ধন পরীক্ষা , বিসিএস পরীক্ষা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা , ইত্যাদি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে এবং নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নসমূহ শেয়ার করলাম উপরের সবগুলো প্রশ্ন এক একটি নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্ন । এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের উপর সাজেশন সাধারণ জ্ঞান , সাম্প্রতিক বিষয়াদি , বাংলা ব্যাকরণ বিষয়ক MCQ ইংরেজি গ্ৰামার এর উপর অনেক বিষয় যেমন , Sentence ,Voice ,Idioms and Phrases ইত্যাদি রয়েছে আমাদের ব্লগে। আপনারা বেশি বেশি করে পড়বেন এবং শেয়ার করবেন।
সাধারণ জ্ঞান
মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
বাংলা ভাষা ও সাহিত্য সাধারণ জ্ঞান নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সাধারন জ্ঞান