অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম ২০২২ | Assignment Writing Rules

অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম: অ্যাসাইনমেন্ট করার নিয়ম জানার পূর্বে আমাদের জানা উচিত অ্যাসাইনমেন্ট মূলত কি? অ্যাসাইনমেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলেই আমরা সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারব।

অ্যাসাইনমেন্ট কি?

সাধারণভাবে বলতে গেলে, অ্যাসাইনমেন্ট হচ্ছে বাড়ির কাজ। নির্দিষ্ট বিষয়ের উপরে গবেষণার এবং পর্যালোচনা করে নিজের মেধার মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা। এর মাধ্যে ছাত্র -ছাত্রী দের সৃজনশীল চিন্তার প্রকাশ ঘটে। একটা বিষয়কে ছাত্র -ছাত্রীরা কত তথ্যবহুল ও সুন্দর করে উপস্থাপন করতে পারে তাই লক্ষ্য করা হয়।

অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম (১)

একটি সুন্দর ও তথ্য বহুল অ্যাসাইনমেন্ট তৈরি করতে হলে নিম্নোক্ত উপকরণ সঙ্গে রাখা প্রয়োজন।

১. এ ৪ সাইজের কিছু সাদা কাগজ

২. কালো এবং সবুজ রঙের কলম

৩. পেন্সিল, স্কেল

৪. বিষয় নির্ভর মূল বই

৫. বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য গাইড, পত্রিকা বা ইন্টারনেট।

অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম (২)

কাভার পেইজঃ অ্যাসাইনমেন্ট লিখার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাভার পেইজ। প্রবাদ আছে “ প্রথমে দর্শনদারী পরে গুণবিচারী”। তাই কাভার পেইজ সুন্দর করে গুছিয়ে লিখা উত্তম।

১.প্রতিষ্ঠানের নাম:

২.অ্যাসাইনমেন্টের শিরোনাম

৩.জমাদানের তারিখ:

৪.ছাত্র -ছাত্রীর নাম:

৫.বিষয়:

৬.শ্রণি

৭.শাখা:

৮.রোল নাম্বার

অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম (৩)

ভূমিকাঃ অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাওয়ার জন্য ভূমিকা অংশটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষকগণ ভূমিকা অংশ পড়েই সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট সম্পর্কে একটা ধারণা পায়। ভূমিকা অংশে সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের একটা সংক্ষিপ্ত ধারণা দিতে হবে।

অ্যাসাইনমেন্ট লিখার নিয়ম(৪)

মূল অংশঃ এখানে অ্যাসাইনমেন্ট বিষয়ে কি জানতে চায় তা বিস্তারিত আলোচনা করতে হবে। আলোচনা হতে হবে তথ্যবহুল এবং গুছানো। অ্যাসাইনমেন্ট তৈরির মাধ্যমে শিক্ষার্থীর সৃজনশীলতা প্রকাশ পায়।কাজেই সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে তার দক্ষতা প্রকাশ পাবে।

অ্যাসাইনমেন্ট লিখার নিয়ম(৫)

উপসংহারঃ এই অংশে আলোচ্য বিষয়ের উপর নিজের মতামত লিখতে হবে। বিষয়টি বিশ্লেষণ বা বর্ণনা করে যে ফলাফল পাওয়া যায় তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে হবে।

অ্যাসাইনমেন্ট লিখার নিয়ম(৬)

গুরুত্বপূর্ণ টিপস অ্যাসাইনমেন্ট সম্পর্কে

১. বানান যেন ভুল না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

২. কাটাকাটি করা যাবে না, এতে অ্যাসাইনমেন্ট এর সৌন্দর্য নষ্ট হয়।

বাংলাদেশের সকল ২০২২ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নোটিশ।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version