সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হতে যাচ্ছে

এখন আমরা জানবো সত্যিই কি আরব আমিরাতের ভিসা বন্ধ হতে যাচ্ছে? আর কেনই বা বন্ধ হতে যাচ্ছে সেই প্রসঙ্গ নিয়ে আজকের এই নিউজটি তৈরি করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই বিষয়টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম সহ মিডিয়াতে।

দীর্ঘদিন ইন্টারনেট বন্ধ থাকার পর চালু করে দেয়া হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন। এরপরে যে দিবসটি সবার চোখে পড়ছে সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাকি ভিসা বন্ধ করে দেওয়া হচ্ছে সে বিষয়টি। কেননা এখানে কর্মরত রয়েছে প্রায় কয়েক লক্ষ বাংলাদেশি শ্রমিক। এছাড়াও এই দেশে ঘুরতে যাওয়ার স্বপ্ন এবং কর্মক্ষেত্রের জন্য যাওয়ার স্বপ্ন থাকে অনেকের। এখন এই স্বপ্নই তাদের বাধা হতে যাচ্ছে কিনা সে বিষয় নিয়েই এখন আমরা জানবো। হঠাৎ করে কেন এই নিউজটি ভাইরাল হল আর কেনই বা মানুষ এই বিষয়টি নিয়ে বেশি চিন্তিত সে বিষয়টি। প্রথমত জানবো এই দেশের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত যার কারণে কর্মক্ষেত্রের সুযোগ রয়েছে অনেক বেশি। তাছাড়া অন্যান্য দেশের তুলনায় আরব আমিরাতে তুলনামূলকভাবে বেতন এবং কর্মসংস্থানের সুবিধা। তাই মানুষের এখানে ভ্রমণের আগ্রহ থাকে সবচেয়ে বেশি কর্মক্ষেত্রের জন্য। প্রতিবছর এখানে প্রায় কয়েক হাজার যাতায়াত করেন। এছাড়াও রয়েছে যুক্ত প্রায় কয়েক লক্ষ শ্রমিক।

সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হতে যাচ্ছে

যাদের এখানে ভ্রমণের স্বপ্ন রয়েছে, তাদের অনেকেই এখন ভাবছে হয়তো বা তাদের এখানে ভ্রমন করার সুযোগ হবে না। কেননা সারা বাংলাদেশ জুড়ে কয়েক সপ্তাহ যাবৎ সকল ধরনের ইন্টারনেট বন্ধ ছিল। এর উভয়ের পিছনে মূল কারণ হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। প্রেক্ষাপটে সকল জায়গায় অর্থাৎ বাংলাদেশের সকল প্রান্তে আন্দোলন হয় এবং দফায় দফায় সংঘর্ষ সৃষ্টি হয়। যদিও তাদের দাবি মেনে নেওয়া হয়েছে এবং কোটা নির্দিষ্ট হারে রাখা হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মতো আরব আমিরাতেও শ্রমিকরা এই কোটা বিরোধী আন্দোলন করেন। আর এই আন্দোলন তাদের দেশের বহির্ভূত অর্থাৎ আইনের পক্ষে নয়। এজন্যই সাথে বাংলাদেশের শ্রমিককে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়। যার প্রেক্ষাপটে গুজব ছড়িয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হতে যাচ্ছে। কিন্তু এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। কেননা এই বিষয় নিয়ে আরব আমিরাত অথবা বাংলাদেশ এম্বাসি থেকে কোন ধরনের তথ্য পাওয়া যায়নি এবং মতভাত দেওয়া হয়নি।

আরো দেখুনঃ কানাডা ভিজিট ভিসা আবেদন

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version