অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৩ | Ancient & Medieval Literature suggestion

অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৩ | Ancient & Medieval Literature suggestion

প্রতিবারের মত আমরা আজকে এবার হাজির হয়েছি অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৩ ( Ancient & Medieval Literature suggestion )। এই সাজেশন এর মাধ্যমে একজন অনার্স বাংলা ডিপার্টমেন্টের সাজেশন খুঁজে পাবেন। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ১৩১০০৩।

সাজেশন হচ্ছে একটি সহায়ক বই। একজন মেধাবী শিক্ষার্থী থেকে দুর্বল শিক্ষার্থী পর্যন্ত সবার জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌ সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী তার মূল বইয়ের পাঠ্যপুস্তকের চেয়ে তুলনামূলকভাবে বেশি ধারণা নিতে পারে। ‌ একই সঙ্গে নিজের মেধাকে যাচাই-বাছাই করার সুযোগ পায় পরীক্ষার পূর্বেই। ‌

আর এই সাজেশনটি অনেকেই শর্ট সিলেবাস হিসেবে পড়ে নিতে পারে। আমাদের এই ধরনের শর্ট সিলেবাস থেকে প্রতিবছর অনেক প্রশ্ন কমন পড়ে থাকে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এবারের পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা এখনই সাজেশনটি পড়ে নিন।

আর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ বইটি সম্পূর্ণ দিচ্ছি বিনামূল্যে। এটি আপনার নিকটস্থ ব্যক্তির সাথে শেয়ার করেও নিতে পারবেন।

অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৩ | Ancient & Medieval Literature suggestion

ক বিভাগ

  • ক্ষেপা অর্থে বাউল শব্দ আদি প্রয়োগ কোথায় পাওয়া যায়?
  • বাউল সাধনার তিনটি স্তরের নাম লিখুন।
  • লালন এর মতে দেহ খাঁচার কঠুরি কয়টি?
  • কাঙাল হরিনাথ কোন সময়ের বাউল ছিলেন?
  • বাউলের মতে মনের মানুষ কে?
  • জীবাত্মা কিসের অংশ?
  • বাউল কত প্রকার?
  • বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
  • বাক সজ্জা কি?
  • বৈষ্ণবদের যুগল তত্ত্ব কি?
  • বৈষ্ণবরা কোন দেবতার উপাসক ছিলেন?
  • কৃষ্ণের বাঁশিটি সে কিভাবে পেয়েছে?
  • কৃষ্ণের বাঁশি চুরি করে রাধা কোথায় রেখেছিল?
  • চন্দ্রাবলী কে?
  • মোহন বাঁশির ছিদ্র কয়টি?
  • পোটলি বান্দিয়া রাখ নশুলি যৌবন- উক্তিটি কার ছিল
  • শ্রীকৃষ্ণ কীর্তন এর খন্ড সংখ্যা ছিল কয়টি,?
  • রাধার স্বামীর নাম কি ছিল?
  • শ্রীকৃষ্ণকীর্তন কত সালে আবিষ্কৃত হয়?
  • ভুসুকুরের প্রকৃত নাম কি ছিল?
  • আবেশী শব্দের অর্থ কি
  • চর্যাপদে মানবের সাথে কিসের তুলনা করা হয়েছে?
  • ড. মুহাম্মদ শহীদুল্লাহ এর মতে চর্যাপদে কতজন কর্তা রয়েছে?
  • শবররা কোথায় বসবাস করে?
  • কোথা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয়?

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন।

  • আমার ঘর খানায় কে বিরাজ করে, তারে জনম ভরে একবার দেখলাম না রে। উক্তিটি ব্যাখ্যা করুন।
  • খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। তাৎপর্য বুঝিয়ে লিখুন।
  • একবার আপনারে চিনলে পরে যায় অচেনারে চেনা – কথাটি বুঝিয়ে লিখুন।
  • বাউল নামের উৎপত্তি বিষয় সমূহ বুঝে লিখুন।
  • বৈষ্ণব কবিতায় রস কত প্রকার?
  • বৈষ্ণব পদকর্তার পরিচয় বর্ণনা করুন।
  • বৈষ্ণব পদকর্তা চন্ডী দাসের পরিচয় দিন।
  • রাধার বিরহ প্রকৃতি কিভাবে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে তা লিখুন।
  • আইহনের পরিচয় দিন।
  • অপণা মাংশেঁ হরিণা বৈরী – উক্তিটি ব্যাখ্যা করুন।
  • নগর বাহিরি রে ডোম্বি তোহেরি কুড়িআ, ছোই ছোই জাসি বামণ নাড়িআ – কথাটি বিশ্লেষণ করুন।
  • চর্যাপদ হতে দৈনিন্দন জীবনের ব্যবহার করা দ্রব্য সামগ্রী তালিকা লিখুন।
  • চর্যাপদে বর্ণিত আন্ত্যজ শ্রেণীর পরিচয় দিন।
  • চর্যাপদে বিবৃত ধর্ম ও সাধন্যতত্ত্বের বর্ণনা দিন।

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন

বাউল গানের অসাম্প্রদায়িক চেতনা আলোচনা করুন।
বাউল সম্রাট লালনের অসাম্প্রদায়িক চেতনার বর্ণনা দিন।
বাউল তত্ত্ব এবং দর্শনের পরিচয় দিন।
বৈষ্ণব পদাবলীর মানবিক আবেদন বিশ্লেষণ করুন।
বৈষ্ণব পদাবলীর শিল্প মূল্য আলোচনা করুন।
গীতি কবিতার হিসাবে বৈষ্ণব পদাবলীর সার্থকতা আলোচনা করুন।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর রাধা চরিত্র ক্রম বিকাশ হিসাবে আলোচনা করুন।
শ্রীকৃষ্ণ কীর্তন এর নাট্যের নাট্যগুন আলোচনা করুন।
চর্যাপদ তত্ত্বপ্রধান হলেও সাহিত্যরসিকের কাছে এর অবদান কম নয় – উক্তিটি ব্যাখ্যা করুন।
চর্যাপদে আলোচিত সাধনা ও দর্শনতত্ত্বের বিশ্লেষণ করুন।

অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য বর্ষের এবং ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের ওয়েবসাইট দেখুন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাজেশন এবং বইগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ‌টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করতে এখানে ক্লিক করুন।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version