সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য

এবার সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছেন সরকারিভাবে। কেন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আর কতদিন বন্ধ থাকবে তা নিয়ে হাজির হয়েছি আজকে আমরা। চলুন তাহলে দেখে নেই আমরা এ বিষয় সংক্রান্ত তথ্যগুলো।

খবরের টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ঢুকলে যে বিষয়টি দেখা যায় সেটি হচ্ছে আন্দোলন। মূলত এটি হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। আন্দোলনকারীদের উদ্দেশ্য কোন ধরনের কোটা থাকবে না আর থাকলেও সীমিত আকারে থাকবে। যারা মেধাবী তারা যেন নিজের যোগ্যতা এবং মেধা দিয়ে চাকরিপ্রার্থী হয়ে উত্তীর্ণ হতে পারেন। এই আন্দোলন প্রায় কয়েক যুগ ধরেই হচ্ছে কিন্তু ২০২৪ এর আন্দোলন আরো জোরালো হয়েছে। এখানে যোগদান করছে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ মানুষেরাও। কিন্তু এই আন্দোলনের সময় সংকর সে জড়িয়ে পড়েছে পুলিশ এবং ছাত্রলীগ। এই আন্দোলনের সাথে জড়িয়ে গিয়ে তোমার সংঘর্ষ হয় সারা বাংলাদেশ জুড়ে। শুধুমাত্র ঢাকার মধ্যে সীমাবদ্ধ নয় চট্টগ্রাম রাজশাহী সহ বিভিন্ন অঞ্চলের এই ঘটনা ঘটে যাচ্ছে। তবে যাই হোক এখন আমরা এই বিষয় নিয়ে জানবো শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ করে দেওয়া হয়েছে।

সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য

বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। আর দফায় দফায় সংঘর্ষের কারণে অনেক শিক্ষার্থী আহত হচ্ছে এমনকি কয়েকজন শিক্ষার্থী মারা গেছেন। আর যত দিন যাচ্ছে আন্দোলন তত তীব্র হচ্ছে এবং শিক্ষার্থীদের অবস্থান হচ্ছে বেশ জোরালো। এতে করে অনেক সাধারন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনকি অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারছে না।

বিশেষ করে শহরকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন কারণে। এরে ধারাবাহিকতায় সারা বাংলাদেশের জুড়ে যত সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খোলা হবে সে বিষয় সম্পর্কে এখনো জানা যায়নি। অন্যদিকে চলমান এইচএসসি পরীক্ষা ও স্থগিত করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পর জানিয়ে দেওয়া হবে পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে।

আরো দেখুনঃ পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু

এই ছিল সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া সম্পর্কে আপডেট তথ্য। আর কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোন সময় খোলা হবে এই সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। কারণ আমাদের এই পত্রিকায় তুলে ধরা হয়ে থাকে বাংলাদেশের সর্বশেষ আপডেট এবং অন্যান্য খবরগুলো।

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।
Exit mobile version