এই প্রতিবেদনে আপনারা জানবেন পুলিশের গুলিতে আবু সাঈদের মৃত্যু হল কিভাবে এমনকি তার পরিচয় সম্পর্কে। আসুন এখন আমরা তার ব্যক্তিগত পরিচয় ও অন্যান্য তথ্যগুলো দেখে নেই যা থেকে তা সম্পর্কে পরিপূর্ণ তথ্য এবং জ্ঞান অর্জন করা সম্ভব হবে।
বর্তমান সময়ে চলেছে কোটা আন্দোলন ২০২৪। মূলত এটি হচ্ছে কোটাবিরোধী আন্দোলন যাতে করে সকল কোটা বাদ দেওয়া হোক এজন্য। এ আন্দোলন আজকে বা কালকে থেকে শুরু হয়নি এই আন্দোলন শুরু হয়েছে প্রায় কয়েক যুগ আগে থেকে। বারবার আন্দোলন করতে থাকলেও তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে অটল রয়েছে তারা। প্রায় প্রতিবছর এই নিয়ে কোন না কোন সময় আন্দোলন হয়। তবে ২০২৪ সালের জুলাই মাসে যে আন্দোলন হয়েছে সেটি সবচেয়ে জোরালোভাবে হয়েছে কোটা আন্দোলনের ইতিহাসে। এখানে এবার সারা বাংলাদেশ জুড়ে একসাথে আন্দোলন চলছে এবং জোরালো প্রতিবাদ চলছে। এখানে সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে সাধারণ জনগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গেরা। এই আন্দোলন করতে গিয়ে সংঘর্ষ হয়েছে পুলিশ এবং ছাত্রলীগের সাথে। আর এই আন্দোলন করতে গিয়া সারা বাংলাদেশ থেকে প্রায় কয়েকজন শিক্ষার্থী মারা গিয়েছেন। তার মাঝে অন্যতম একজন হচ্ছেন আবু সাঈদ।
পুলিশের গুলিতে যেভাবে আবু সাঈদ নিহত হলেন
যখন আন্দোলন চলছিল তখন আবু সাঈদ একা পুলিশের সামনে গিয়ে দাঁড়ায়। এমন সময় তাকে গুলি করা হবে কেউ কল্পনাও করেনি। পরপর দুটি গুলি করার পর মাটিতে লুটিয়ে পড়ে তার দেহ। আর সঙ্গে সঙ্গে সেখানেই মৃত্যুবরণ করেন। তবে শিক্ষার্থীরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন কিন্তু ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন এবং শহীদ হয়ে যান।
আবু সাঈদের পরিচয় এবং অন্যান্য তথ্যগুলো
এই আবু সাঈদ শহীদ হওয়ার পর থেকে অনেকে জানতে চাচ্ছেন তার পরিচয় সম্পর্কে। মূলত তিনি হচ্ছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতেন। তিনি ইংরেজি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছিলেন। তার বাবা পেশায় ছিল একজন দিনমজুর। তার বাবা ছিল মোট নয় সন্তান তাদের মধ্যে তাকে ব্যতীত আর কাউকে পড়াশোনা করানো সম্ভব হয়নি। পরিবারের একমাত্র অন্যতম ভরসা ছিলেন তিনি। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন আর নিজের প্রচেষ্টা এতদূর এসেছিলেন।
পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন, এসএসসিতে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন এবং এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভর্তি হন। আর সেখানে পরকালীন সময়ে আন্দোলনে যোগদান করেন আর শহীদ হন তিনি। ইতিমধ্যে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং তাকে কবরস্থ করা হয়েছে।
আরো দেখুনঃ কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচি
আবু সাঈদের পরিচয় এবং মৃত্যু সংক্রান্ত তথ্য আপনারা দেখলেন। কোটা বিরোধী আন্দোলনের আরো গুরুত্বপূর্ণ সকল তথ্য বিষয় গুলো জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনারা।