এইচএসসি যুক্তিবিদ্যা ফাইনাল সাজেশন ২০২৩ | HSC Logic 1st 2nd Suggestion 2023

সাহেদা জান্নাত

এইচএসসি যুক্তিবিদ্যা সাজেশন: এইচএসসি পরীক্ষা ফাইনাল সাজেশন প্রিয় পরীক্ষার্থী আপনারা সবাই নিশ্চয় পরীক্ষা দিচ্ছেন অবশ্যই আপনারা জানেন যে‌ এবার ই সুবর্ণ সুযোগ A+ পাওয়ার তাই একটু মন দিয়ে পড়াশোনা করলে রিভিশন দিলে ইনশাআল্লাহ A+ পাবেন।

এইচএসসি যুক্তিবিদ্যা ফাইনাল সাজেশন: HSC Logic 1st 2nd Suggestion 2023

এইচএসসি এর যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেয়ার করলাম ৯৯% এই পাঠ গুলো থেকে প্রশ্ন আসবে ।

  • সৃজনশীল প্রশ্ন ১১ টা থাকবে উঃ করতে করতে ৪ টি।
  • বহুনির্বাচনী ৩০ টা থাকবে উঃ করতে হবে ১৫ টি ।
  • মোট মার্ক থাকবে ……৫৫.

যুক্তিবিদ্যা প্রথম পত্রের সাজেশন:

  • প্রথম অধ্যায় : যুক্তিবিদ্যার পরিচিতি।
  • তৃতীয় অধ্যায়: যুক্তির উপাদান।
  • চতুর্থ অধ্যায়: বিধেয়ক।
  • পঞ্চম অধ্যায়: অনুমান।
  • ষষ্ঠ অধ্যায়: অবরোহ অনুমান।
  • সপ্তম অধ্যায়: অবরোহ অনুমান ও আরোহ অনুমান এর ভিত্তি।

যুক্তিবিদ্যার প্রথম পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:

  • যুক্তিবিদ্যার প্রথম পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন:
  • যুক্তিবিদ্যার উৎপত্তি ও বিকাশের ইতিহাস পড়তে পারো।
  • যুক্তিবিদ্যার ধারনা, বিভিন্ন যুক্তিবীদদের ধারনার বিশ্লেষন ও তুলনা করতে পারো।
  • বিভিন্ন যুক্তিবীদ যেমন,এরিষ্টটল,যোসেফ,জে,এসব মিল এর ধারন।
  • যুক্তিবিদ্যার স্বরূপ ও যুক্তিবিদ্যার পরিসর।
  • এছাড়াও পদ ,বাক্য,পদ শব্দ ,শব্দের শ্রেনীবিভাগ,ব্যক্তার্থ,জ্ঞার্থত্য,পদের প্রকারভেদ,বাক্য ও যুক্তিবাক্য ,অবধারন ও যুক্তিবাক্য,যুক্তিবাক্যের গঠন,বাক্যের শ্রেনীবিভাগ,পদের ব্যাপ্তি,পদের ব্যাপ্তির নিয়ম,বিধেয়ক,প্রকৃতি,বিধেয় বিধেয়ক এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সহিত খেয়াল করে রিভিশন দিবেন ইনশাআল্লাহ A+ পাবেন।

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন:

  • প্রথম অধ্যায় : যৌক্তিক সংজ্ঞা।
  • দ্বিতীয় অধ্যায়: যৌক্তিক বিভাগ।
  • তৃতীয় অধ্যায়: অবরোহের প্রকারভেদ।
  • চতুর্থ অধ্যায়: প্রকল্প।
  • ষষ্ট অধ্যায়: ব্যাখা।

এইচএসসি সকল গাইড বই পিডিএফ ডাউনলোড ২০২৩

HSC all guide PDF Download করতে ভিজিট করুন

যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন;

  • যৌক্তিক সংজ্ঞার ব্যাখা ,যৌক্তির সংজ্ঞার প্রাসঙ্গিকতা, সংজ্ঞা ও বর্ণনা, সংজ্ঞার নিয়মাবলী, সংজ্ঞার নিয়মলঙ্গনজনীত অনুপস্থিতি, সংজ্ঞার সীমাবদ্ধতা।
  • যৌক্তিক বিভাগের ধারনা ব্যাখা করতে পারবে।
  • যৌক্তিক বিভাগের ধারনা ও প্রাসঙ্গিকতা মূল্যায়ন সেটি ও শিখতে পারবে।
  • যৌক্তিক বিভাগের নিয়মাবলী।
  • যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনীত অনুপপত্তি গুলো রিভিশন দিবেন।
  • দ্বিকেটিক বিভাগ ,যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা ,যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনীত অনুপপত্তি গুলো রিভিশন দিবেন।
  • যৌক্তিক বিভাগের নিয়মাবলী ব্যবহার করে অনুপপত্তি জনিত সমস্যা ব্যাখা এইসব গুরুত্বপূর্ণ বিষয় গুলো খেয়াল করে রিভিশন দিবেন ইনশাআল্লাহ ভালো result করতে পারবেন।

এইছিল যুক্তিবিদ্যার প্রথম ও দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো করে খেয়াল করে রিভিশন দিবেন এবং আমাদের প্রত্যাশা ,কামনা আপনারা অনেক ভালো result করবে।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও নম্বর পরিবর্তন

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।