সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি | CP Bangladesh Co Ltd job circular 2022

সি.পি.বাংলাদেশ কোম্পানি লিমিটেড অফিসার ও ইন্জিনিয়ার নিয়োগ দেয়া হবে: প্রিয় পাঠক সি.পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড এ অফিসার ও ইন্জিনিয়ার নিয়োগ দেয়া হবে , বাংলাদেশের যেকোন সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থী আবেদন করতে পারবেন।তবে কতগুলো নিয়ম আছে তা শেয়ার করলাম ।

সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেড

বাংলাদেশের যেকোন জায়গায় থেকে।

  • যেকোন খ্যাতিসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে EEE / ম্যাকানিকেল ডিপ্লোমা / ব্যাচালার অফ সায়েন্স থাকতে হবে ।

আবেদন এর শেষ তারিখ:২৩ নভেম্বর ২০২২.

  • জব কনটেক্সট : সি.পি বাংলাদেশ কোম্পানি লিমিটেড হল সড়যোগী c.p এর সহযোগী সংস্থা ।
  • থাইল্যান্ডের গ্ৰুপ ।
  • কৃষি পধ্য উৎপাদন ,নিয়ন্ত্রন ব্যবস্থাপনার পাশাপাশি কোম্পানির বৃদ্ধি নিশ্চিত করা।

চাকরির ধরন :ফুল টাইম।

কর্মক্ষেত্র ; অফিস ।

শিক্ষাগত যোগ্যতা:যেকোন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে EEE/ ম্যাকানিকেল ডিপ্লোমা / ব্যাচালার অফ সায়েন্স থাকতে হবে।

খালি পদ : নির্দিষ্ট নয় ।

  • বয়স ২০ -৩০ বছর।
  • কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন।
  • বেতন আলোচনা সাপেক্ষে।
  • কর্মস্থল বাংলাদেশের যেকোন স্থানে।

চাকরির ক্ষেত্রে কতগুলো দায়িত্ব আছে সেগুলো হচ্ছে ,

ফিড মিল ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই,জেনারেটর রক্ষনাবেক্ষন করা, কারখানার বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ সমাধান করা, কারখানার যন্ত্রপাতির রুটিন চেক করা আরো অন্যান্য কাজ ।

কোম্পানির সুযোগ সুবিধা সমূহ;

  • Medical Allowance.
  • বেতন পর্যালোচনা বার্ষিক ।
  • উৎসব ভাতা দুইটি বার্ষিক।

এসএসসি ও এইচএসসি পাসে বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

একাধিক বেসামরিক পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

বেসরকারি তিন ক্যাটাগরির শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সামঞ্জস্যতা

এসএসসি ও এইচএসসি পাসে ৮৩ জনকে নিয়োগ দেবে বন অধিদপ্তর

এইচএসসি পাসে ইউএস বাংলায় চাকরির খবর ২০২২

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button