Sussex Bangladesh Scholarship (2021)

মাহফুজুর রহমান

UK Sussex University  Scholarship তে স্কলারশিপ পাবেন এখন বাংলাদেশিরাও

যুক্তরাজ্য যাকে আমরা UK নামে চিনি। যুক্তরাজ্যকে ঘিরে বাংলার হাজার তরুণ স্বপ্নের পাখায় ভর করে বেড়ান। স্বপ্ন বুনেন হৃদয়ের গহীনে।স্বপ্নে ঘুরে বাড়ান শুনা জায়গার আলি গলিতে।কেউ বা সেখানে আর্জন করতে চান পড়া লেখার সুউচ্চ ডিগ্রী।

আপনারা শুনে খুশি হবেন যে যুক্তরাজ্যের University of Sussex “ইউনিভার্সিটি অফ সাসেক্স”স্কলারশিপের ঘোষণা দিয়েছে।এ স্কলারশিপের মাধ্যমে আমরা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশুনা করতে পারব।

প্রতিরট স্কলারশিপের কিছু শর্ত থাকে। ইউনিভার্সিটি অফ সাসেক্স”স্কলারশিপেরও কিছু শর্ত আছে।শিক্ষার্থীকে অবশ্যই এগুলো পূরণ করতে হবে।

Eligibility requirements

  • ১.বাংলাদেশর নাগরিক হতে হবে।
  • ২.নিজ যোগ্যতা দেখাতে হবে।
  • ৩.যুক্তরাজ্যে থাকার সামর্থ্য বা ব্যয়বহন করার যোগ্যতা থাকতে হবে।
  • ৪.কতজন নিবে তা কর্তৃপক্ষ নির্ধারণ করবে।আবেদনে শেষ সময় আগস্ট ২০২১।

যারা আবেদন করতে চান তাদের জন্য এইসব শর্ত পূরণ করতে।

সাসেক্সের স্কলারশিপের জন্য

 Email:scholarships@sussex.ac.uk,

Sussex Official Website for more information: www.sussex.ac.uk/study/fees-funding/masters-scholarships/view/1217-Sussex-Bangladesh-Scholarship,

 

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।