হজ্জের ফরজ ও ওয়াজিব এবং সুন্নাত কয়টি কি কি? হজ্জের ফরজ সম্পর্কে বিস্তারিত তথ্য

মাহফুজুর রহমান

হজ্জের ফরজ ও ওয়াজিব এবং সুন্নাত কয়টি কি কি?হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতসমূহ? হজের ফরজ রয়ছে। হজের ফরজ গুলো আবশ্যিকভাবে আদায় করতে হয়। ফরজ আদায় না করলে হজ হয় না। তাছাড়া হজের কিছু ওয়াজিব রয়েছে। হজের ওয়াজিব গুলো অবশ্যই আদায় করতে হয়। হজের কিছু সুন্নতও রয়েছে। আমরা নিচে৷ তা উল্লেখ করছি।

হজের ফরজ কয়টি?

হজের ফরজ কয়টি? হজ করতে ইচ্ছুক এমনকি সবার জানার খুব প্রয়োজন। একজন মুসলিম হিশেবে যদি হজের ফরজ কয়টি জানি তাহলে,  তা ভীষণ লজ্জার। হজের ফরজ ৩টি।

  1.  ইহরাম বাঁধা।
  2.  উ’কুফে আ’রাফা। অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থান করা।
  3.  তাওয়াফুয যিয়ারাত।

হজের ওয়াজিব কয়টি?

হজের ওয়াজিব কয়টি? হজের ওয়াজিব কয়টি তা জানা খুব জরুরি। হজের ওয়াজিব ৬টি।

  1.  মুজদালিফায় ১০ জিলহজ ভোর থেকে সূর্যোদয়ের মধ্যে কিছু সময় অবস্থান করা।
  2. সাফা ও মারওয়া সায়ী করা ।
  3. জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ করা।
  4. তামাত্তু ও কিরান হাজীগণের ক্ষেত্রে কোরবানি করা।
  5.  মাথার চুল কামানো।
  6. তাওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ করা
  7. নবী (সা.) কবর যিয়ারত করা।

হজের সুন্নত কয়টি?

হজের সুন্নত সমূহ।

  • ইহরাম বাঁধার পূর্বে গোসল করা।
  • দুই রাকাত নামজা পড়া।
  • সাদা রঙের কাপড় দিয়ে পুরুষের জন্য ইহরাম বাধা।
  • হজের তালবিয়াহ পাঠ করা।
  • আট জিলহজ্জ রাতে মিনায় অবস্থান করা
  •  ছোট ও মধ্যম জামারায় শয়তানকে পাথর মারা। এবং দু‘আ করা।
  • কেরান ও ইফরাদ হাজীদের তাওয়াফে কুদূম করা।
  • তাওয়াফে কুদুমের পর রমল ও ইযতিবা করা।
  • আরাফায় অবস্থানের পর আস্তে আস্তে মুজদালিফায় দিকে রাওনা করা।

হজের প্রকারভেদ।

হজেরও প্রকার রয়েছে। হজ তিমটি পদ্ধতিতে আদায় করা যায়। হজ তিন প্রকার।

  1. হজ্জে কেরাম।
  2. হজ্জে ইফরাদ।
  3. হজ্জে তামাত্তু।

হাজের তালবিয়া।

তালবিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ হজের। ইহরাম বাধার পর থেকে তালবিয়া পাঠ করতো হয়।

তালিকায়র আরবি

لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، ان الحمد والنعمة لك و الملك لا شريك لك.

হজ্জ করার নিয়ম ও কিভাবে হজ্জ পালন করবেন

হজ্জ করার নিয়ম ও কিভাবে হজ্জ পালন করবেন এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।

এবছরে হজ্জের যাত্রী কতজন ২০২৩

এবছরে হজ্জের যাত্রী কতজন Hajj News বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে।

ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ

ইহরাম অবস্থায় যেসব কাজ নিষিদ্ধ বিস্তারিত জানুন

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।