বারাকাল্লাহু অর্থ কি | নব দম্পতির দোয়া | Barakallahu Feek meaning bangla

মাহফুজুর রহমান

বারাকাল্লাহু একটি আরবি শব্দ। বারাকাল্লহু এর মাধ্যমে আমরা দোয়া করি। বারাকাল্লাহু মূলত একটি দোয়া জ্ঞাপক শব্দ। বারকাল্লাহু শব্দের বিভিন্ন রুপ আছে। বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফি কুম। বারাকাল্লাহু ফি হায়াতিক। বারাকাল্লাহু ফি হায়তিহি। নিচে আমরা বারাকাল্লাহু এর সব ধরনের অর্থ নিয়ে আলোচনা করব।

বারাকাল্লাহু এর অর্থ কি।

বারাকাল্লাহু একটি দোয়া। বারাকাল্লাহু অর্থ আশীর্বাদ, আল্লাহ মঙ্গল করুন। বারাকাল্লাহু দোয়া বিনিময়ের জন্য ব্যবহার হয়। আমরা মুসলমানদের জীবনে বারাকাল্লাহু অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে।

বারাকাল্লাহুর আরবি।

বারাকাল্লাহুর আরবি হলো بارك الله

বারাকাল্লাহু ফিক এর অর্থ।

বারাকাল্লাহুর মতন বারাকাল্লাহু ফিক আরবি শব্দ। বারাকাল্লাহু ফিক দ্বারাও দোয়া বুঝায়। বারাকাল্লাহু অর্থ আল্লাহ মঙ্গল করুন। আর ফিক অর্থ “আপনার মধ্যে “। সুতরাং বারাকাল্লাহু ফিক অর্থ হলো আল্লাহ আপনার মঙ্গল বা আশীর্বাদ করুন।

বারাকাল্লাহু ফিক এর আরবি।

বারাকাল্লাহু ফিক এর আরবি হলো بارك الله فيك

বারাকাল্লাহু ফিহি অর্থ।

বারাকাল্লাহু ফিহি ও একটি দোয়া। বারাকাল্লাহু ফিহি অর্থ তার উপর আল্লাহ তায়ালা মঙ্গল করুন।

বারাকাল্লাহু ফিহি এর আরবি।
বারাকাল্লাহু ফিহি এর আরবি হলো بارك الله فيه

বারাকাল্লাহু ফি কুম অর্থ।

বারাকাল্লাহু ফি কুম ও দোয়া। বারাকাল্লাহু অর্থ মঙ্গল। আর কুম অর্থ তোমাদের বা তোমার। সুতরাং বারাকাল্লাহু ফিকুম অর্থ ” আল্লাহ আপনার বা তোমাদের উপর আশীর্বাদ করুন। বা করুনা করুন”।

বারাকাল্লাহু ফি কুম এর আরবি।

বারাকাল্লাহু ফি কুম এর আরবি হলো بارك الله فيكم

বারাকাল্লাহু ফি হায়াতি অর্থ।

বারাকাল্লাহু ফি হায়তি অর্থ হলো আল্লাহ তায়ালা তার মঙ্গল করুন।

নব দম্পতির জন্য দোয়া

নব দম্পতির জন্য এই দোয়া পড়তে হয়। শুধু দোয়া নয়, বিয়ের শুভেচ্ছার জন্যও এই দোয়া পড়তে হয়।
بارك اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ

উচ্চারণ-‘বারাকাল্লাহু লাকা, ওয়াবারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর’

দোয়াটির অর্থ

অর্থ : ‘আল্লাহ তোমাকে বরকত দান করুন, তোমাদের উভয়ের প্রতি বরকত নাজিল করুন এবং তোমাদের কল্যাণের সঙ্গে একত্রে রাখুন।’

বিয়ের শুভেচ্ছা

বারাকাল্লাহু লাকা, ওয়াবারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর’

দোয়াটির অর্থ

 

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।