রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২ | How to Open Rocket Account

মাহফুজুর রহমান

আজকের এই পোস্টটিতে রকেট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে শেয়ার করা হবে। অবশ্যই রকেট একাউন্ট আপনি খোলার জন্য অনেক প্রশ্ন আপনার মনে থাকতে পারে যে কিভাবে রকেট এজেন্ট একাউন্ট খুলতে হয়, কিভাবে রকেট ব্যালেন্স চেক করতে হয়, Rocket account খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগে এই সব তথ্য এই পোস্টটিতে আশা করি আপনি পেয়ে যাবেন তাই সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।

রকেট কী?

রকেট বিকাশ ও নগদের মতই বাংলাদেশের ব্যাংকিং প্লাটফর্ম। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মধ্যে রকেট অন্যতম।
২০১১ সালে রকেটের সূচনা। রকেট ডাচ বাংলা ব্যাংক এর সাথে সম্পৃক্ত।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২২

রকেট একাউন্ট খোলার নিয়ম

রকেটের মালিকানা: ডাচ বাংলা ব্যাংক হচ্ছে রকেটের মালিক। ব্যাংকটি রকেটের দেখভাল করে থাকে। রকেন খুব সাশ্রয়ী একটি ব্যাংকিং ব্যাবস্হা।

রকেটের অনেক সুযোগ সুবিধা রয়েছে। চলুন রকেট একাউন্ট খোলার নিয়ম আলোচনার পূর্বে জেনে নেই তার সেবাসমূহ।

রকেট যেসব সেবা দেয়।

রকেট অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মত নানা সেবা দিয়ে তাকে। সেবার ক্ষেত্রে রকেটে কিছু বৈচিত্র বৈশিষ্ট রয়েছে।

  • ক্যাশ ইন।
  • ক্যাশ আউট।
  • ক্যাশ উইড্রয়াল।
  • মোবাইল টপ আফ।
  • সেন্ট মানি।
  • ব্যাংক টু রকেট।
  • বিল পে। মারচেন্ট পে।

রকেট একাউন্ট খোলার নিয়ম।

রকেট একাউন্ট বিভিন্নভাবে খোলা যায়। যেটি আপনার সুবিধা হয়, সেটার মাধ্যমে আপনি রকেট একাউন্ট খোলতে পারবেন।

রকেট একাউন্ট খোলার কয়েকটি পদ্ধতি।

  • রকেট কোড *322# এর মাধ্যমে।
  • রকেট এপ্লিকেশনের মাধ্যমে।
  • এজেন্টের কাছ থেকে।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২২

রকেট কোডের মাধ্যমে একাউন্ট ওপেন:

রকেট কোডের মাধ্যমে সাধারনত যাদের বটম মেবাইল তারা খোলে। আমরা এখন দেখাবে কিভাবে আপনি কোডের মাধ্যমে রকেট একাউন্ট খোলতে পারবেন।

  • *322# ডায়াল করুন।
  • 1 ক্লিক করে পাঠান।
  • পরে পিন সেট করতে বলবে।
  • পিন সেট করুন।
  • এরপর এজেন্ট পয়েন্ট বা ডিবিএল শাখায় যেতে হবে।
  • এক কপি ছবি দিবেন।
  • NID কার্ডের ফটোকপি
  • এরপর KYC বা ফর্ম দেওয়া হবে।
  • আপনি পূরন করে স্বক্ষর করে জমা দিবেন।
  • তিন/ পাঁচ দিনের মধ্যে আপনার একাউন্ট সচল হয়েছে বলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

অ্যাপ দিয়ে একাউন্ট খোলার নিয়ম।

রকেট কোডের থেকে রকেট অফিশিয়াল অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলা খুব সহজ। চলুন জেনে নেই, কিভাবে অ্যাপ দিয়ে একাউন্ট খোলতে হয়।

  • প্রথমে play store থেকে রকেট অ্যাপ ডাউনলোড করবেন।
  • এরপর ভাষা সিলেক্ট করুন।
  • সিম অপারেটর সিলেক্ট করুন।
  • যে সিম ব্যবহার করেন।
  • এরপর একটি কল আসবে, রকেট একাউন্ট পিন সেট করতে বলবে।
  • তারপর পিন সেট করুন।
  • তারপর otp আসবে।
  • এরপর verification Step সিলেক্ট করুন।
  • এরপর মোবাইল নম্বর দিন।
  • পিন সেট করুন।
  • এরপর KYC আপডেট করতে হবে।
  • তবে এটা বাধ্যতামূলক। যদি না করেন একাউন্টে লগইন করতে পারবেন না।

এখন হয়ত ভাবছেন KYC কি এটা উপডেট কিভাবে করব। আমরা নওচে আপনাকে দেখাব।

KYC উপডেট করার নিয়ম।

  • প্রথমে আপনাকে রকেট অ্যাপে প্রবেশ করতে হবে।
  • তারপর Update your kyc তে ক্লিক করুন।
  • Agree চাপুন।
  • চবি সিলেটকে করুন।
  • NID এর উভয় দিকের ছবি তুলুন।
  • তারপর যে তথ্য চাবে সাঠিকভাবে পূরণ করুন।
  • এরপর সিল্ফি তুলুন।

উপরের তথ্য সঠিকভাবে দিলেই ফরম পূরণ হয়ে যাবে।

রকেট এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।

রকেট এজেন্ট একাউন্ট খোলতে হলে যা করতে হয় তা নিচে আমরা আপনাদের সুবিধার্তে তুলে ধরলাম।

  • এজেন্টের ছবি।
  • এজেন্টের NID এর ছবি।
  • ট্রেড লাইসেন্স।
  • যোগাযোগ নম্বর।
  • দোকানের নাম

উল্লেখিত নথিপত্র নিয়ে নিকটস্থ শাখায় যোগাযোগ করুন।

রকেট সেন্ড মানি চার্জ। Send Money

রকেট একাউন্টে সেন্ড মানি করতে কোন ধরণের চার্জ নেই। আপনি বিনা খরচে রকেট থেকে সেন্ড মানি করতে পারেন।

রকেট ক্যাশ আউট চার্জ। cash out

  • রকেটের ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১.৮। প্রতি হাজারে আপনার ১৮ টাকা খরচ হবে। আপনার প্রতি হাজারে ১৮ টাকা খরচ হবে। এখন আপনি হিশাব করুন আপনি কত টাকা ক্যাশ আউট করবেন।
  • ডিবিবিএল বা এটিএম বুথ থেকে টাকা তুললে হাজারে ৯ টাকা চার্জ প্রযোজ্য। ডাচ বাংলা ব্যাংক বা তার শাখায় ক্যাশআউট চার্জ কম। তাই সশ্রয়ী চার্জে ক্যাশ আউট করতে ডিবিবিএল থেকে করুন।

রকেট: ক্যাশ আউট করার নিয়ম।

রকেট থেকে কিভাবে টাকা উঠাবেন। কিভাবে Cash out করবেন অনেকে জানতে চান। আমার আজ দেখাব কিভাবে রকেট থেকে টাকা উঠাতে হয়। রকেট থেকে টাকা দুই ভাবে ক্যাশ আউট করা যায়।

  • এপ্লিকেশন দিয়ে।
  • রকেট কোড *৩২২# দিয়ে।

রকেট এপ্লিকেশন দিয়ে ক্যাশ আউট:

  • প্রথমে রকেট অ্যাপে লগ ইন করুন।
  • তারপর একটি পেজ আসবে। সেখানে ক্যাশ আউট সিলেক্ট করুন।
  • তারপর যে নম্বারে টাকা পাঠাবেন তা তুলুন। QR কোড স্কেনের মাধ্যমেও নম্বার তুলতে পারেন।
  • এমাউন্ট বা যত টাকাা দিবেন তা লিখে দিন।
  • পিন দিন। ক্যাশ আউট হয়ে গেলো।

রকেট ক্যাশ আউট লিমিটেশন বা সীমা।

রকেট দিয়ে অর্থ লেনদেন বর্তমানে বহুল প্রচলিত একটি বিষয়। কিন্তু সর্বোচ্চ কত বার ক্যাশ আউট করতে পারবেন। ঠিক কত টাকা ক্যাশ আউট করতে পারবেন তা  অনেকেরই আজানা। কেউ আবার জানতে চান। চলুন আজ জেনে নেওয়া ক্যাশ আউট লিমিট সম্পর্কে।

  •  প্রতিদিন ১০০ বার সেন্ড মানি করতে পারবেন। এর উপরে একদিনে আপনি ক্যাশ আউট করতে পারবেন না।
  • আপনি সর্বোচ্চ ২৫০০০  টাকা লেনদেন করতে। এর উপরেন এক টাকাও বেশি ক্যাশ আউট করতে পারবেন না। আপনাকি পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মাসিক লিমিটেশন।

  • প্রতিমাসে ২৫০ বার ক্যাশআউট করতে পারবেন।
  • টাকার অংকে মাসে ২৫০০০০০  টাকা ক্যাশ আউট করতে পারবেন।

রকেট ব্যালেন্স দেখার নিয়ম।

রকেট কোড দিয়ে অথবা রকেট অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক বা দেখা যায়। তাই Roket App আজই ডাউনলোড করুন। তাছারা অ্যাপে আরো অনেক রকম সুবিধা ত আছেই।

কোড দিয়ে ব্যালেন্স চেক করবেন যেভাবে;

অনেকে বাটম মোবাইল বা কারো বাহিরে থাকলে ডাটা থাকে না। তাই মেনুর মাধ্যমে ব্যালেন্স দেখার প্রয়োজন পড়ে।

  • *৩২২# ডায়াল করুন।
  • ৫ নম্বর ব্যালেস অপশন 5 লিখে সেন্ড করুন।
  • পিন দিলেই রকেট ব্যালেন্স দেখতে পাবেন।

রকেট পিন পরিবর্তন Change Password.

অনেক সময় পিন পরিবর্তন করার প্রয়োজ পড়ে একাউন্টের নিরাপত্তার স্বর্থে। রকেট একাউন্টেরও পিন পরিবর্তন করা যায় দুই পদ্ধতিতে।

  • মেনু ব্যবহার করে।
  • এপ্লিকেশন ব্যবহার করে।

মেনু বা কোড দিয়ে রকেট পিন পরিবর্তন।

  • প্রথমে *322# ডায়াল করুন।
  • 5 নম্বরে my account সেন্ড করুন।
  • তারপর তিন নম্বরে থাকা change password 3 সেন্ড করুন।
  • বর্তমান পিন দিন।
  • নতুন পিন দিন এবং কনফার্ম করুন।

আপনি সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করলেই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন অতি সহজেই।

রকেট পিন ভুলে গেলে করণীয়।

রকেট পিন ভুলে গেলে চিন্তার কারন নেই। এর সমাধান আছে। আমরা আজ রকেট পিন ভুলে গেলে কী করণীয়,  সে সব বিষয় দেখাব। এর জন্য আপনাকে যা করতে হবে।

  • Helpline এ কল করুন।
  • আপনার Nid সম্পর্কে তথ্য দিন।
  • তারপর আপনাকে নিউ পিন সেট করতে বলবে।
  • আপনি স্যারের কথা অনুযায়ী তথ্যাদি দিলেই পিন রিকোভার কারতে পারবেন।

রকেট একাউন্ট চেক করার নিয়ম

রকেট একাউন্ট চেক করার নিয়ম ২টি।যেমনঃ

  • বাটন মোবাইলে রকেট কোড ব্যবহার করে এবং
  • স্মার্ট ফোনে অ্যাপ ব্যবহার করে।

বাটন মোবাইলে রকেট কোড ব্যবহার করে রকেট একাউন্ট চেক করার নিয়ম

  • প্রথমে আপনি আপনার মোবাইল থেকে *৩২২# নাম্বারে ডায়াল করুন।
  • এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। যেমনঃ আপনি যদি আপনার ব্যালেন্স জানতে চান তাহলে ৫ নাম্বারে ব্যালেন্স জানতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ৫লিখে রিপ্লাই ক্লিক করতে হবে।
  • তারপর আপনার চার ডিজিটের পিন বা পাসওয়ার্ড চাইবে। সেটি সেট করে রিপ্লাই দিতে হবে।
  • এখন আপনি দেখতে পারবেন আপনার একাউন্টে কত টাকা জমা আছে।

অ্যাপ ব্যবহার করে রকেট একাউন্ট চেক করার নিয়ম

অ্যাপ ব্যবহার করে একাউন্ট দেখতে যা যা করতে হবে

  • রকেট অ্যাট ওপেন করতে হবে।
  •  আপনার মোবাইল নাম্বার এবং পিন সেট করবেন
  • লগইন করতে হবে।
  • রকেট একাউন্টের অ্যাপসের উপরে লেখা থকবপ ব্যালেন্স।
  • সেখানে ক্লিক করলেই আপনি আপনার ব্যালেন্স জানতে পারবেন।

 

রকেট  অফার।

আপনি যদি রকেট নতুন একাউন্ট খোলেন তাহলে বোনাস পাবেন। রকেটের এই বোনাস অফার ২০ টাকা থেকে ৫০ টাকা।

রকেট কোড

অন্যান্য সার্ভিসের মতন রকেটেরও কোড রয়েছে।  রকেট কোড হলো *৩২২#

রকেট হেল্পলাইন

রকেট হেল্পলাইন হলো ১৬২১৬

রকেট ওয়েবসাইট

রকেট ওয়েবসাইট হলো  dutchbanglabank.com

রেফার অফার।

অন্যান্য লেনদেনের মতন রকেটেও রেফার অফার আছে।  আপনি যদি এপ দিয়ে একাউন্ট খোলেন তারপার এই লিংক অন্য কারো কাছে শিয়ার করেন।  তাহলে যতজন জয়েন হবে রকেটের সাথে আপনি জন প্রতি ৫০ টাকা পাবেন। এ অফার আন লিমিটেড।

নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২২

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।