এইচএসসি বিএম পরীক্ষার ফলাফল ২০২৫ | HSC BM result check

যারা এইচএসসি বিএম পরীক্ষার রেজাল্ট দেখতে আগ্রহী, তারা এই প্রতিবেদনের সাহায্যেই দেখতে পারবেন। কিভাবে সবার আগে HSC BM result check করবেন তা এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে।
এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সঙ্গে শিক্ষার্থীরা ফলাফলগুলো দেখে থাকেন। সকল বোর্ডের একসঙ্গে ফলাফল প্রকাশ করা হলেও দেখার নিয়ম কিছুটা ভিন্ন রয়েছে। তবে ফলাফল দেখার ওয়েবসাইট একটি আর ঐ একটি পদ্ধতিতেই আপনারা দেখতে পারবেন সকল ফলাফল।
ফলাফল দেখার জন্য আপনারা সরাসরি ঢুকে যান এখানে। এখানে ঢুকলেই আপনারা দেখতে পারবেন ফলাফল দেখার সকল অপশনগুলো। এইখানে ঢুকে প্রথমে নির্বাচন করতে হবে HSC BM এই পরীক্ষার নাম। কারণ আমরা বিএম শাখার ফলাফল দেখতে চাই সিলেক্ট করা লাগবে এটি অবশ্যই।
এরপর শিক্ষা বোর্ড নির্বাচন করা লাগবে। সাধারণত বিএম শাখা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ। তাই এখানে কারিগরি শিক্ষা বোর্ড বা টেকনিক্যাল বোর্ড নির্বাচন করা লাগবে। এটি গুরুত্বপূর্ণ ধাপ। তারপর পর্যায়ক্রমে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
সর্বশেষ ক্যাপচা পূরণ করে সাবমিট করলে ফলাফল চলে আসবে। ক্যাপচা যদি ভুল হয় তাহলে ফলাফল আসবেনা। প্রথম থেকে ফলাফল দেখার জন্য দারুন সমস্যা হয়ে থাকে। তাই ধীরে-সুস্থে চেষ্টা করুন কারণ এই সময় সার্ভার ব্যস্ততার পরিমাণ অত্যন্ত বেশি।
এইচএসসি বিএম পরীক্ষার ফলাফল ২০২৫
আপনারা অনলাইনে ফলাফল দেখার পাশাপাশি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফলাফল দেখতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বা সংশ্লিষ্ট করতে পক্ষ থেকে ফোন দিয়ে বা সরাসরি উপস্থিত হয়ে এ ফলাফল জানা যাবে।
অন্যদিকে এসএমএস এর মাধ্যমেও বিএম পরীক্ষার ফলাফল জানা সম্ভব। এইজন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে HSC TEC 627272 2025. এখানে শুধু রোল নম্বর অপশনে আপনার রোল নম্বরটি দিয়ে বাকি যেমন আছে ঠিক এভাবে কপি করে পাঠিয়ে দিলেই হবে। এই এসএমএস পাঠাতে হবে টেলিটক 16222 নম্বরে।
প্রতিটি মেসেজের জন্য তিন টাকা থেকে চার টাকা পর্যন্ত কাটতে পারে। এজন্য এসএমএস এর পাঠানোর পূর্বে অবশ্যই উক্ত মোবাইল অপারেটরে আপনারা টাকা উঠিয়ে নিবেন। যদি ফলাফল প্রকাশিত হয় তাহলে কয়েক মিনিটের মধ্যে এ ফলাফল চলে আসবে। আর এভাবেই মেসেজের মাধ্যমে এইচএসসি বিএম পরীক্ষার ফলাফল ২০২৫ দেখবেন।