বাউবি বিএ বিএসএস পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড বিএ বিএসএস পরীক্ষা স্থগিত করেছেন। আর প্রায় দুই মাস পর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‌ কোন কোন পরীক্ষা স্থগিত করা হচ্ছে আর কতদিন পর এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয় নিয়ে আমাদের পুরো প্রতিবেদনটি সাজানো হলো।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ শিক্ষা বোর্ড গুলোর মধ্যে অন্যতম একটি। যেখানে যেকোনো সেশনের শিক্ষার্থীরা নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন হলে কেবলমাত্র ভর্তি হতে পারেন। মাধ্যমিক শিক্ষা বিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা পর্যন্ত অর্জন করা সম্ভব এই শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সারা বাংলাদেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর বিভিন্ন প্রোগ্রামের শিক্ষা ব্যবস্থাপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে উন্মুক্ত এর সুযোগ সুবিধা। যেখানে একজন ১০ বছর আগে এসেছে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাও এইচএসসি অর্থাৎ উচ্চমাধ্যমিকে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবেন। এজন্য একে বলা হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত। যতদিন যাচ্ছে তত এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও বৃদ্ধি পাচ্ছে আর তত জনপ্রিয়তা হচ্ছে। আর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে জনপ্রিয় একটি প্রোগ্রাম হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম। প্রায় প্রতিটি উপজেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই প্রোগ্রাম রয়েছে। যেখান থেকে তাই কয়েক লক্ষ পরীক্ষার্থী পড়াশোনা করছেন বর্তমান সময়ে। আজকে আমরা এই প্রোগ্রামের পরীক্ষার স্থগিত বিষয় নিয়ে আলোচনা করছি। যাতে করে শিক্ষার্থীরা জানতে পারেন কোন সময় কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে এর সকল তথ্য।

বাউবি বিএ বিএসএস পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন

মঙ্গলবার বেলা বারোটার দিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিশিয়াল ভাবে ঘোষণা দিয়েছেন যে ১০ অক্টোবর পরীক্ষা স্থগিত করেছেন। তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম বর্ষের সিভিক এডুকেশন ১ এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সমাজতত্ত্ব ২।

এখন এই পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। এই ১০ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসের ৫ তারিখে। উক্ত তারিখে পূর্বের নির্ধারিত সময় গুলোতে নির্ধারিত সময় নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি সব কিছু অপরিবর্তিত থাকবে। এই বিষয় নিয়ে নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড।

৪৯তম বিসিএস পরীক্ষা প্রশ্ন উত্তর

তাই শিক্ষার্থীরা যথাসময়ে যেন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হয়েছে। বাউবি বিএ বিএসএস পরীক্ষা স্থগিত করা হয়েছে এ বিষয় নিয়ে কিছু সমালোচনার বিষয় এসেছে। যেমন কোন কারণে স্থগিত করা হয়েছে তাই স্পষ্ট জানানো হয়নি শিক্ষার্থীদের। এমনকি নোটিশেও বলা হয়নি যার কারণে এমন সমালোচনার মাঝে পড়েছেন তারা।

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button