ভাইরাল কেক আপা এবং জাকেরের কেক বিক্রি‌

এখন ফেসবুকে কিংবা টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে ভাইরাল কেক আপা এবং জাকেরের কেক বিক্রি। মিডিয়াতে ব্যাপক ভিডিও আপলোড হচ্ছে এবং আলোচনা সমালোচনা উভয় হচ্ছে যা বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। এরা কারা এবং কি বিক্রি করে এত ভাইরাল হয়েছেন সে বিষয় নিয়ে জানাবো এখন।

আপনি যদি ফেসবুক কিংবা টিক টক ব্যবহার করেন তাহলে একবার হলেও‌ কেক বিক্রির বিভিন্ন ভিডিও সামনে এসেছে। এই কেক বিক্রির ভিডিও গুলোর মধ্যে অন্যতম দুটি আপনি দেখেছেন সেটা হচ্ছে জাকিরের কেক বিক্রি এবং ভাইরাল আপার কেক বিক্রি। কেননা মানুষ প্রচুর পরিমাণে লেখালেখি করছে এবং তাদের নিয়ে ভিডিও শেয়ার করছে। যার কারণে প্রতিনিয়ত এই ভিডিওগুলোর সামনে এসেছে। আগারগাঁও এর মিজনের ভাতের হোটেলে থেকে একটু দূরে বিক্রি করা হচ্ছে হোমমেড কেক। এই কেকগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বর্তমান সময়ে। প্রথমে ১ থেকে ২ জন এখানে কেক বিক্রি করতে বসেছিল কিন্তু এখন প্রায় বেশ কয়েকটি দোকান হয়েছে যেখানে প্রচুর বিক্রি হচ্ছে। ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় প্রতিদিন কয়েক লক্ষ টাকার কেক বিক্রি করতেছে। এর পাশাপাশি অন্যান্য জায়গায় উদ্যোক্তারা কেক বিক্রি করছে শুরু করেছে এবং তাদেরকে এগুলো বিক্রি হচ্ছে। বলা যাচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে এই কেকের ব্যাপক সমাহার ঘটেছে। আজকের এই প্রতিবেদনে জানানোর তাদেরকে সম্পর্কে সর্বশেষ জানা আপডেট তথ্যগুলো। যাতে করে আপনারা এখানে গিয়ে খেতে পারেন এবং কতটা নিরাপদ সে বিষয় সম্পর্কে জানতে পারেন।

জাকেরের ভাইরাল কেক বিক্রি

এই হোমমেড কেক নিয়ে সর্বপ্রথম ভাইরাল হয় জাকের। তিনি দাবি করেন তার ওয়াইফ এই কেকগুলো নিজের হাতে বানান। আর যখন প্রচুর চাহিদা হয় তখন তার হেল্পিং হ্যান্ড নিয়ে থাকেন। বলা হয় থেকে প্রতিদিন তাই ৪০ টি+ কেক বিক্রি হয়। এখন অনেকে প্রশ্ন করে থাকেন যে প্রতিদিন এতগুলো কেক বানানো বাসায় সম্ভব কিনা। এই বিষয় নিয়ে জাকের জানান যে তার সহযোগিতা রয়েছে দুইজন। একটি ওভেনে একসাথে ছয়টি কেক দেওয়া সম্ভব। এছাড়াও একটি কেক বানাতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে। এই বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। যদিও তিনি একটি ভিডিওতে দেখেছেন তার বাসায় কেক বানাচ্ছেন। কিন্তু এরপর দর্শকরা কমেন্ট করেছে সেখানে তার ওয়াইফকে দেখা। যাবতীয় সকল কাজ একজন যুবক করতে ছিলেন। অর্থাৎ মেইন কাজটি অন্য‌ লোক করতেছে যার কারণে অনেকেরই সংশয় থাকে এ বিষয় নিয়ে। আবার এই বিষয় নিয়েই প্রশ্ন ওঠে।

ভাইরাল কেক আপার ভিডিও

এরপর আরেকজন জাকিরের পাশে দোকান দেয় সেটা হচ্ছে ভাইরাল কেক আপনার নামে পরিচিত। তিনিও সেখানে কি বিক্রি করেন এবং ব্যাপক ভাইরাল হয়ে যান অতি দ্রুত। তাকেও প্রশ্ন করা হয় যে তিনি বেকারি থেকে নিয়ে এসেছেন কিনা নাকি নিজের তৈরি করেন। তিনি বলেন সম্পূর্ণ তার নিজের হাতে তৈরি। এ বিষয় নিয়েও সমালোচনা শিকার হন তিনি। বিশেষ করে তিনি যখন কেক বিক্রি করেন তখনকার ভিডিও বেশি ভাইরাল হয়। দেখা যায় অনেক ছেলে মানুষ তার গায়ে পড়ে বা গা ঘেসে কেক নেওয়ার জন্য যায়। এরকম বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যার কারণে তিনি সমালোচিত হয়েছেন এবং যারা এই ধরনের কাজ করছে তাদেরও ব্যাপক সমালোচনা করা হয়েছে। সকলের নিরাপত্তা বজায় রেখেই তারপর এগুলো করা যেন হয়।

অন্যদিকে উভয়ের সাথে স্থানীয়দের সাথে বেশ তর্ক বিতর্ক হয়েছে। ভাইরাল কেক আপা এবং জাকেরের কেক বিক্রি‌ সম্পর্কে আপডেট পেতে আমাদের সাথে থাকুন। তাদের প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে জানাবো আর ফেসবুক পেজ থেকেও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

আরোঃ Thoughts of Billal‌ অনুপ্রেরণা আরেক নাম

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button