পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ কবে থেকে শুরু

অনেকে জানতে চাচ্ছেন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025 কবে থেকে শুরু হবে। বিশেষ করে এবারের যারা এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করবে তাদের এই জানার পরিমাণটা অনেক বেশি। সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে।
এইচ এস এর পরে অনার্স কিংবা ডিগ্রিতে ভর্তি হয়ে থাকে অনেক শিক্ষার্থীরা। এই লেভেলে পড়াশোনা করার জন্য রয়েছে বিভিন্ন ধরনের শিক্ষা বোর্ড। জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো। সবচেয়ে বেশি হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। এ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে প্রায় সকল শিক্ষার্থীদের। কিন্তু সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলে নির্দিষ্ট নিয়ম কানুন মেনে তারপর ভর্তি হতে হয়। যেমন রয়েছে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার নূন্যতম পয়েন্টের। এটি থাকলে কেবলমাত্র তারা আবেদন করতে পারেন। অর্থাৎ ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করে থাকেন।
তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুসারে তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকেন। এই সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন আবেদনকারীরা। যারা সকল ধাপ অতিক্রম করে উত্তীর্ণ হতে পারে তারাই কেবলমাত্র ভর্তি হওয়ার সুযোগ পায়। এখন প্রশ্ন হচ্ছে এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। বিগত বছরগুলোকে সাধারণত ফলাফল প্রকাশিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি গুলো প্রকাশিত করে থাকেন। কিন্তু এই বছর আর দ্রুত কার্যক্রম শেষ করবে বলে জানানো হচ্ছে। কেননা আগামী ফেব্রুয়ারি মাস থেকে নির্বাচন। এটি অনেক এগিয়ে আসতে পারে। যার কারণে ফলাফল প্রকাশিত হওয়ার এক সপ্তাহের মধ্যে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। আর একই সঙ্গে বেশিরভাগ সাধারণ বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ করবে। এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করার মতবাদ জানিয়েছেন তারা।



