গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট | Google Gemini Ai Photo editing Prompt

দারুন দারুন সকল গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট পেয়ে যাচ্ছেন এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে। Google Gemini Ai Photo editing Prompt পেয়ে যাবেন দুর্দান্ত সকল গুলো। যেগুলো ব্যবহার করে আপনারা মুহূর্তের মধ্যে আপনার সুন্দর ছবিগুলো এডিট করতে পারবেন নতুন করে এবং চমৎকার চমৎকার।

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগ। যদিও বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জগত শুরু হচ্ছে মাত্র। কিন্তু এর প্রভাব এতটাই বিস্তার ঘটেছে যে যার সাধারণ মানুষের কল্পনার বাইরে চলে গিয়েছে। সাধারণত আগে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হতো তাতে সময় লেগে যেত এক থেকে দুই দিন। এখন সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। তাহলে বুঝতে পেরেছেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে মানুষ গ্রাফিক্স ডিজাইনের জগতে কতটা এগিয়ে গিয়েছে। এখন মুহূর্তের মধ্যে ডিজাইন করা যাচ্ছে নানা ধরনের এডভান্স লেভেলের ডিজাইনগুলো।

আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন তাহলে অবশ্যই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো কোন না কোনটা ব্যবহার করে থাকেন। এখানে বিভিন্ন সময় দেখেন বিভিন্ন ব্যক্তি কিংবা মানুষ তাদের নিজের ছবি সুন্দর করে এডিট করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে।

গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট

যারা google Gemini কিংবা চ্যাট জিপিটি দিয়ে ছবি এডিট করতে চাচ্ছেন তাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে এই প্রম্পট। যদি এটা সঠিকভাবে না দেওয়া হয় তাহলে আপনি যেভাবে ছবি এডিটিং করতে যাচ্ছেন সেই ভাবে ছবি এডিটিং করতে পাvরবেন না। অর্থাৎ আপনার চাহিদা মত তা হবে না। মূলত এটি হচ্ছে এক ধরনের কমান্ড যে কমান্ড অনুসারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার এই ছবি এডিটিং করে দিবে।

Google Gemini Ai Photo editing Prompt

নিজের লেখা

ধরেন আপনি যদি আপনার ফেস ঠিক রাখতে চান তাহলে সে ক্ষেত্রে প্রম্পট লেখার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এজন্য এইভাবে লিখতে হবে‌ “আমার দেওয়া এই বির ফেস হুবুহু একই রকম রাখতে হবে। আর টি-শার্ট বাদ দিয়ে ফুল হাতা শার্ট দিতে হবে। কোন ধরনের অতিরিক্ত ফিচার যুক্ত করতে হবে না। আর ছবিটি একটি নদীর পাশে যেন থাকে। যেখানে অনেক মানুষ করতে গিয়েছেন।” কিভাবে লিখলে ফেস একই থাকবে এবং বাকি সফটওয়্যার কোন কিছু পরিবর্তন ঘটবে না।

চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট

সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজে না গুছিয়ে লিখতে পারেন তাহলে এই চ্যাট জিপিটি ব্যবহার করা। আপনি মোটামুটি একটি সংক্ষিপ্ত কমান্ড‌ দিয়ে দিলে পুরো প্রম্পট সামনে চলে আসবে। এর মধ্যে যদি কোন কিছু বাদ দিতে হয় বা যুক্ত করতে হয় তা নিজের ইচ্ছা মতো বাদ দিতে পারবেন এবং যুক্ত করতে পারবেন।

এভাবেই গুগল জেমিনি এআই ফটো এডিটিং প্রম্পট লিখতে পারেন। আমাদের এখানে এডভান্স লেভেলের কিছু প্রম্পট দেওয়া হচ্ছে আমাদের ওয়েবসাইটে। সেখান থেকে ছবি এবং ভিডিও এডিটিং এর প্রম্পট পেয়ে যাবেন সকলগুলো একদম ফ্রিতে।

Jahid Hasan

জাহেদ হাসান পেশায় একজন প্রফেশনাল রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে স্কলার্সমী নিউজে পাবলিশ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button