পাকিস্তান বনাম শ্রীলংকা এশিয়া কাপ | Pak বনাম Sri

এশিয়া কাপের আজকের ম্যাচ অনুষ্ঠিত হবে শক্তিশালী দল পাকিস্তান বনাম শ্রীলংকা সরাসরি। Pak বনাম Sri এই ম্যাচটি সরাসরি উপভোগ করার জন্য আমাদের সাথে থাকুন। কারণ সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের এখান থেকে এই লাইভ ম্যাচটি। কোন দল কত রান সংগ্রহ করছে কোন খেলোয়ার কত রান করছেন যাবতীয় সকল তথ্যগুলো।
পাকিস্তান খেলোয়াড়দের তালিকা: পাকিস্তানি ক্রিকেট টিমে এখন তরুণদের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আজকের ম্যাচে যারা যারা পারফরম্যান্স করবেন তাদের তালিকা নিচে দেওয়া হল। নিচের তালিকা ছাড়াও আরো খেলোয়াড় রয়েছে যারা আজকের এই ম্যাচে পারফরম্যান্স করবেন।
- হাসান নওয়াজ,
- ফখর জামান,
- হারিস রউফ,
- সালমান মির্জা,
- ফাহিম আশরাফ,
- হোসেন তালাত,
- মোঃ নওয়াজ,
- সাইম আইয়ুব,
- সালমান আলী,
- মোঃ হারিস,
- এবং শাহিন আফ্রিদিসহ অন্যান্য।
এশিয়া কাপ ২০২৫ এ বরাবরই পাকিস্তান ভালো পারফরম্যান্স করে আসছেন। আজকের এই ম্যাচে তারা আপ্রাণ চেষ্টা করতে জয় লাভের জন্য। যার কারণে তারা প্রত্যেকেই এখন খেলার পূর্বে ভালোভাবে প্র্যাকটিস করেছেন এমনটাই জানা গেছে বেশ কয়েকটি সূত্র থেকে।
পাকিস্তান বনাম শ্রীলংকা এশিয়া কাপ
আজকের এই খেলাটি দারুন উত্তেজনার মাধ্যমে অনুষ্ঠিত হবে। পুরো খেলাতে টানটান বিরাজ করবে। কেননা পাকিস্তান এবং শ্রীলঙ্কার মাঠে যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সবগুলোই অনেক হাড্ডাহাড্ডি ভাবে অনুষ্ঠিত হয়েছে। কারণ দুটি দল প্রায় সমান শক্তিশালী এর আর পরিসংখ্যান গুলো বলছে যে এই ম্যাচগুলোর মধ্যে ধারণ কম্পিটিশন হয়ে থাকে। অন্যদিকে এখন চলছে সুপার ফোর ম্যাচ।
Sri: 58/4(7.2)
শ্রীলঙ্কা খেলোয়ারদের তালিকা: শ্রীলংকার দলের রয়েছে অনেক ভালো ভালো খেলোয়াড়। বিগত ম্যাচগুলোতে আফগানিস্তান সহ বিভিন্ন শক্তিশালী দলগুলোতে হারিয়েছেন। তাদের নামের তালিকা নিচে দেওয়া হল।
- জেনিথ লিয়ানাগে,
- কামিল মিশারা,
- নুওয়ানিদু ফার্নান্দো,
- প্রাথুম নিশানকা,
- চামিকা করুনারত্নে,
- চারিথ আসলাঙ্কা,
- দাসুন শানাকা,
- কামিন্ডু মেন্ডিস
- এবং অন্যান্য।
এই ছিল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা এশিয়া কাপ ২০২৫ এর সর্বশেষ আপডেট। প্রতি মুহূর্তে খেলার রান এবং আপডেট জানার জন্য আপনারা এই প্রতিবেদন ফলো করুন। এছাড়াও আমাদের এখানে সকল ক্রিকেট ম্যাচের স্কোর ও অন্যান্য তথ্যগুলো আপডেট দেওয়া হয়ে থাকে।