৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার সময়সূচি ২০২৫

৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষার সময়সূচি ২০২৫ সুপ্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা আপনারা সবাই অবগত আছেন যে আপনাদের ৪৯ তম বিসিএস পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে এবং এটাই আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কেননা পূর্বে এরকম বিসিএস পরীক্ষা আর অনুষ্ঠিত হয়নি এবার প্রথম এই সুযোগ দেওয়া হয়েছে সুতরাং ইনশাআল্লাহ আমরা আশাবাদী সবার মনের আশা পূর্ণ হবে এবং সুযোগ টা কাজে লাগাবেন।

৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫

৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫ MCQ Type লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর ২০২৫।

বলতে গেলে একটি কথা যে অধ্যবসায়ের অভাবে মেধাবীদের করুন পরিণতি। আমরা কেবল মেধাবী হলেই চলবে না অধ্যবসায়ের দ্বারাই আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে হবে বিসিএস পরীক্ষার জন্য প্রচুর পড়তে হবে প্রচুর অধ্যাবসায়ের দরকার অধ্যবসায় ছাড়া কখনোই আমরা উন্নতির শিখরে আরোহন করতে পারবো না।

আরোও পড়ুন: ৪৯ তম স্পেশাল বিসিএস প্রবেশপত্র কিভাবে পাবেন?| 49th Special BCS Admit Card Download

এবারে এই প্রথম এই সুযোগ তাই সুযোগ টাকে একটু কষ্ট করে হলেও কাজে লাগান। এবারের এই বিসিএস পরীক্ষায় যার যার সাবজেক্ট ভালো করে পড়ে এমসিকিউ এবং যাবতীয় প্রশ্ন গুলো দাগাবেন।

বিসিএস পরীক্ষা যাবতীয় বিষয় আমাদের এই ব্লগে দেওয়া আছে কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন।

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button