কোটা আন্দোলনের এখন অন্যতম একজন আলোচিত বিষয় হচ্ছে মীর মুগ্ধ। আজকে আমরা তার এই বিষয় সম্পর্কে জানব এবং কেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসহ তার নাম ঘুরে বেড়াচ্ছে।
কোটা বিরোধী আন্দোলন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় এখন আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে গেছে এই ইস্যুটি। বিশেষ করে গত সপ্তাহে প্রচুর আন্দোলনের তীব্রতা পায় যার কারণে সারা বিশ্ব জুড়ে জেনে গেছে খবরটি। যদিও এর আগে আন্দোলন হয়েছে অনেক কিন্তু ২০২৪ সালের আন্দোলন হয়েছে সবচেয়ে বড় এবং ভয়াবহ। ২০২৪ সালের আন্দোলনে মারা গেছে ২০০ এর অধিক শিক্ষার্থীদের পাশাপাশি আরো অন্যান্য ব্যক্তিরা। তবে তাদের এই দাবিটি সফল হয়েছে এবং 56% কোটা থেকে ৭% কোটায় রূপান্তর করা হয়েছে। কিন্তু এই এত সংখ্যক মৃত্যু খবর শোকাবহ তুলে রয়েছে বাংলাদেশেও আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য শিক্ষার্থীদের কাছে। এ আন্দোলনরত অবস্থায় ধাওয়া পাল্টাধাওয়া এবং বিভিন্ন আক্রমণের শিকার হয়েছেন অনেকে। যার প্রেক্ষাপটে কয়েক শতাধিক শিক্ষার্থী মারা যাওয়ার পাশাপাশি কয়েক হাজার মানুষ এখন আহত অবস্থায় রয়েছেন। মৃত শিক্ষার্থীদের মধ্যে অন্যতম একটি হচ্ছেন এই মুগ্ধ। আজকে আমরা তার সম্পর্কে কিছু তথ্য গুলো জানব।
মীর মুগ্ধের পরিচয়
প্রথমে আমরা জানবো তার শিক্ষা জীবন সম্পর্কে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং এরপরে পড়াশোনা করার জন্য চলে আসেন ঢাকাতে। ঢাকায় এসে তিনি কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িয়ে যান এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। একটি ভিডিওতে দেখা যায় তিনি পানি এবং বিস্কুট নিয়ে বলতেছেন কারো পানি লাগবে। আন্দোলনরত শিক্ষার্থীদেরকে তিনি বিনামূল্যে পানি এবং বিস্কুট দিয়ে যাচ্ছিলেন। এমনটাই দেখা যায় একটি ভিডিওতে। তার পরেই গুলির আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। আর কোটা বিরোধী আন্দোলনে তিনি শহীদ হন।
তার পরিবারের হয়েছে মা-বাবা এবং জমজ ভাই। প্রফেশনাল দিক থেকে তিনি ছিলেন একজন প্রথম লেভেলের ফ্রিল্যান্সার। তিনি ফাইবারের সর্বমোট ১০০০ এর অধিক প্রজেক্ট কমপ্লিট করেছেন। আরো অনেকগুলো অর্ডার পেন্ডিং রয়েছে। বিদেশে থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে তিনি দেশের রেমিটেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই ছিল মীর মুগ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়। তার সম্পর্কে আরো পরবর্তী আপডেটগুলো পেতে হলে অবশ্যই সঙ্গে থাকুন। কারণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি জায়গা তার নামে পরিচিতি লাভ করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর আবেদন করা হয়েছে। আর এ বিষয় সম্পর্কে জানতে হলে আমাদের অন্যান্য প্রতিবেদন গুলো পড়ুন।
আরো দেখুনঃ একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ