এই প্রতিবেদনে এখন আমরা জানবো স্থগিত এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়টি সম্পর্কে। আসুন এখন আমরা নিজে থেকে সে বিষয়টি দেখে নেই অর্থাৎ স্থগিত হওয়া পরীক্ষাগুলো কবে কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়টি নিয়ে।
জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই চলে আসছিল কোটা বিরোধী আন্দোলন। আর এই আন্দোলন কে কেন্দ্র করে হতাহতের ঘটনা ঘটে যায় সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জায়গায়। বিশেষ করে বিভাগীয় অঞ্চলগুলোতে এর পরিমাণ দাঁড়ায় অনেক বেশি। ঢাকায় এবং চট্টগ্রামের সবচেয়ে বেশি উত্তেজনাময় ভাবে এই আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের সাথে দেখা গিয়েছে বিভিন্ন মানুষের সাথে সংঘর্ষ এবং পাল্টা আক্রমণ। এ সকল আক্রমণে প্রায় মারা গিয়েছেন কয়েক শতাধিক শিক্ষার্থীর সহ পুলিশ কর্মকর্তারা। আরো মারা গিয়েছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গেরা। তবে এবারের আন্দোলন তাদের সফল হয়েছে আর সেই ৫৬ শতাংশ কোটা থেকে এখন সাত শতাংশে নেমে এসেছে। অর্থাৎ এবারের আন্দোলনটি চূড়ান্ত এবং সফল হয়েছেন।
স্থগিত এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে
গত জুন মাসের শেষের দিক থেকেই অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২৪। আর এই পরীক্ষার অধিকাংশ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে। বাকি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছিল কিন্তু হঠাৎ করে এই আন্দোলনের কারণে পরীক্ষার স্থগিত করা হয়েছে।
মূলত শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সাম্প্রতিক সময়ে। কারণ এবারের এ আন্দোলনে বেশ হতাহতের ঘটনা ঘটেছে এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে অনেক। শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে আসে কোন বিপদের সম্মুখীন না হতে হয় এজন্যই এই চলমান সময়ে পরীক্ষা স্থগিত করা হয়। আগামী পহেলা আগস্ট পর্যন্ত যতগুলো পরীক্ষা ছিল সেগুলো স্থগিত করা হয়েছে এবং তা ১১ আগস্টর পর তারিখ দেওয়া হবে। তবে কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয় সম্পর্কে এখন পর্যন্ত কোন তথ্য দেওয়া হয়নি।
এই সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ স্থগিত এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই সংক্রান্ত তথ্য গুলোই তুলে ধরা হবে আমাদের পরবর্তী প্রতিবেদনে। আপনারা যারা এই বিষয়টি দেখতে আগেই অবশ্যই আমাদের পত্রিকার আপডেটের সঙ্গে থাকুন।
আরো দেখুনঃ আরব আমিরাতের ভিসা বন্ধ হতে যাচ্ছে