ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম এবং ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং ( Italy Student Visa From Bangladesh ) সম্পর্কে আলোচনা করা হচ্ছে আমাদের আজকের এই আর্টিকেলে। কেননা আমাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন কিভাবে পড়াশোনার জন্য অর্থাৎ স্কলারশিপে ইতালি ভ্রমণ করা যায়।
বিশ্বের অন্যতম একটি উন্নত দেশের মধ্যে রয়েছে ইতালি। প্রতিবছর আমাদের দেশ থেকে স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা এবং স্কলারশিপ নিয়ে এদেশে প্রচুর লোক ভ্রমণ করে থাকে। সবচেয়ে ওয়ার্ক পারমিট ভিসা ইতালিতে বেশি ভ্রমণ করে আমাদের দেশের মানুষ। কিন্তু বেশ কয়েক বছর যাবত লক্ষ্য করা গেছে এখানে স্টুডেন্ট ভিসা নিয়েও আমাদের শিক্ষার্থীরা গিয়ে থাকে।
সেক্ষেত্রে অনেককে নিয়ম-কানুন জানেনা কিভাবে এই ধরনের স্কলারশিপ পাওয়া যায় এবং স্টুডেন্ট ভিসার প্রসেসিং করতে হয়। মূলত তাদের জন্যই আমাদের আজকের এই আর্টিকেল। আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে নিলে ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম জানার পাশাপাশি সকল তথ্যগুলো জানতে পারবেন একজন শিক্ষার্থী।
ইতালিতে কেন পড়াশোনা করতে যাবেন? Italy Student Visa From Bangladesh
এখন আপনার প্রশ্ন হতে পারে আপনি ইতালিতে কেন পড়াশোনা করতে যাবেন? এ প্রশ্নটা করা স্বাভাবিক। কারণ একটি দেশ থেকে আরেকটি দেশে ভ্রমণ করতে গেলে প্রচুর অর্থের খরচ হয়। তাই অনেকে জানতে চান অন্যান্য দেশে তুলনায় ইতালিতে কেন এত বেশি পড়াশোনার জন্য শিক্ষার্থীরা ভ্রমন করেন।
Read More: সুইজারল্যান্ড স্টুডেন্ট ভিসা প্রসেসিং
- অল্প খরচে বসবাসের সুযোগ
- আন্তর্জাতিক মানের পড়াশোনা
- উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ
- অল্প সুবিধায় স্টুডেন্ট ভিসা পাওয়া
- তুলনামূলকভাবে পড়াশোনা খরচ কম
- আধুনিক পরিবেশে বসবাসের সুযোগ
ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম
আপনি যদি ইতালির স্টুডেন্ট ভিসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এর জন্য আবেদন করতে হবে। এই আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন ভিত্তিক। অনলাইন ব্যতীত কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না। এজন্য প্রথমে আপনাকে একটি স্কলারশিপ বা অফার লেটার পেতে হবে। আপনি ইতালিতে যে কোন একটি বিশ্ববিদ্যালয় থেকে যখন স্কলারশিপ বা এডুকেশন অফার লেটার পাবেন তখনই আপনি এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। অফার লেটার পাওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো দিয়ে যেকোনো ধরনের এজেন্সি থেকে অথবা ভিসা আবেদন প্লাটফর্ম থেকে আবেদন করতে পারবেন। যদি নিজে নিজেই আবেদন করতে পারেন সেটি সবচেয়ে ভালো হবে। ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম এর মধ্যে প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টের প্রয়োজন হবে তার নিচে দেওয়া হল:
- শিক্ষাগত যোগ্যতা সনদপত্র
- জাতীয় পরিচয় পত্র
- চেয়ারম্যান সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
- পাসপোর্ট
- ব্যাংক স্টেটমেন্ট
- পুলিশ ক্লিয়ারেন্স
- হেলথ ইন্সুরেন্স
- IELTS কোর্স সার্টিফিকেট
উপরের এই ডকুমেন্টগুলো ব্যতীত আরো অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন হতে পারে ভিসা আবেদনের জন্য। যখন আপনি আবেদন করবেন তার পূর্বে অবশ্যই ইতালি এম্বাসির ওয়েবসাইট থেকে দেখে নেবেন কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে।
ইতালিতে পড়াশোনার খরচ কত?
আপনি যে দেশে ভ্রমণ করেন না কেন পড়াশোনার জন্য প্রথমে আপনাকে ওই দেশের খরচ সম্পর্কে জানতে হবে। তবে ইউরোপীয় দেশের তুলনায় ইতালিতে বেশ খরচের পরিমাণ কম হয়ে থাকে। খরচের পরিমাণ নির্ভর করবে আপনি কোন ভিসায় সেখানে যাচ্ছেন এবং কোন স্কলারশিপ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি যদি ফুল ফ্রী স্টুডেন্ট ভিসা পান তাহলে আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হবে। এক্ষেত্রে একাডেমিক খরচ নেই বললেই চলে। তবে ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম জানার সাথে আপনাদের এ বিষয়টি ও জানতে হবে। কোন ধরনের সমস্যায় না পড়তে হয়। আপনি যদি হোস্টেল অথবা ভালো সাথে কয়েকজন মিলে থাকতে চান তাহলে আপনার খরচ পড়বে ৪০০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। আর যদি একাই একটি ভালো ফ্ল্যাটে থাকতে চান তাহলে সে ক্ষেত্রে খরচ পড়বে ১৫ থেকে ২০ হাজার টাকা। এছাড়াও রয়েছে খাওয়া খরচ।
একাডেমিক খরচ বলতে প্রত্যেক সেমিস্টারে এখানে প্রতিটি কোর্সের জন্য আলাদা আলাদা খরচ হয়ে থাকে। তবে যে সকল শিক্ষার্থীরা স্নাতক পড়াশোনা করতে আসে তাদের প্রত্যেক সেমিস্টার সাধারণত ৫০০০০ থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে কলেজ এবং স্কলারশিপ অনুযায়ী এর পরিমাণ ভিন্ন হয়।
ইতালি স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা
আপনি যদি ইতালির স্টুডেন্ট ভিসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশকিছু জগতের সম্পূর্ণ হতে হবে। এজন্য ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম এর সময় অবশ্যই জানা দরকার। কেননা তখন এই বিষয়গুলোর প্রয়োজন হবে।
আপনাকে ন্যূনতম এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে এদেশের ভ্রমণ করতে হবে। এসএসসি এবং এইচএসসি উভয়ের পরীক্ষায় আলাদাভাবে ৪ পয়েন্ট পাত্র হতে হবে। আর আপনি যদি আরও উচ্চতার শিক্ষার জন্য যান সে ক্ষেত্রে সিজিপি এ ৩ থাকতে হবে মিনিমাম। এছাড়াও শিক্ষার্থীদেরকে অবশ্যই ইংরেজিতে দক্ষতা সম্পন্ন হতে হবে।
Italy scholarship list
- Bocconi University Scholarships
- Scuola Normale Superiore PhD Scholarships
- Arturo Falaschi Postdoctoral Fellowships
- NATO Defense College Fellowships
- University of Bologna Scholarship
- Italian Government Scholarship
- Gran Sasso Science Institute PhD Program
ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনের নিয়ম এবং প্রসেসিং প্রসেসিং & Italy Student Visa From Bangladesh সম্পর্কে যাবতীয় সকল তথ্যগুলো তুলে ধরা হয়েছে এই আর্টিকেলে। সকল শিক্ষার্থীরা ডেনমার্ক স্টুডেন্ট ভিসা, ফ্রান্স স্টুডেন্ট ভিসা সম্পর্কে জানতে ইচ্ছুক তারা এখানে প্রবেশ করুন।
Also Read: মালয়েশিয়া স্কলারশিপ পাওয়ার উপায়